![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিন্দিতা, কেমন আছো?
আজ বহুদিন পরে অনিন্দিতা ফিরেছে....
পাশে গিয়ে বললুম, কেমন আছো অনিন্দিতা?
সে চোখ ঘুরিয়ে এক ছটাক দেখে নিলে আমায়....
বললে না কিছুই। হয়তো মনেই নেই আমায়।।
পরদিন গ্রামের ধূলির বাঁধে আবার দেখা
পাশে গিয়ে বললুম, দেখো গ্রামের কি পরিবর্তন হয়েছে। অনেক উন্নতি হয়েছে তাই না শুধু এই ধূলির বাঁধ ছাড়া।
সে আজো কিছু বললে না।
আমি মন খারাপ করে ফিরে এলুম আমার অন্ধকার ঘরে।
ভাবলুম ভুলেই গেছে বুঝি।
শুধু আমিই পারলুম না!!!!!
আমার যে ভারি ভালো লাগতো তাকে
তার তাকিয়ে থাকা,
তার চুড়ির শব্দ,
তার হাসিটা যে আজো কানে বাজে।মনে হয় এই বুঝি সে আমায় ডাকছে.....
কিন্তু, বাস্তবে ফিরে শুধুই শূন্যতা।
অনেকদিনের বিচ্ছেদ.....
একদিন হঠাৎ, ওমা এযে অনিন্দিতা! পাশে গিয়ে বললুম, কেমন আছো অনিন্দিতা?
সে শুধু একটি পলক দেখেই চোখ কুচকে চলে গেলে।
আমি চেয়ে রইলুম তার যাওয়ার পথের ধারে।
ভাবতে লাগলুম, অনিন্দিতা কথা বলতে পারে না
কি করে বলবে তার প্রশ্নের উত্তর।।
তবুও আমার প্রশ্ন সদাই,
অনিন্দিতা, কেমন আছো?
-নিশাত তাসনিম
২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: আজ, ঠিক এখন অনেকগুলো সুন্দর সুন্দর কবিতা পোস্ট দিচ্ছেন আপনারা।
আমার সৌভাগ্য সেই সময়েই আমি ব্লগে আছি।
ভালালাগা জানিয়ে গেলাম।
৩| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
আফ্রোদিতে বলেছেন: ধন্যবাদ। জীবন স্নেহসুখ দিক।
৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:১১
সাহসী সন্তান বলেছেন: কোন ব্লগারের কমেন্টের প্রতিউত্তর করতে হয় এভাবে- দেখেন যারা আপনার পোস্টে কমেন্ট করেছে তাদের মন্তব্যের ডান দিকে একটা বাকানো তীরের মত আছে (হলুদ রংয়ের)! ঐটাতে ক্লিক করলে দেখবেন একটা ঘর মত আসবে। সেখানে আপনার কাঙ্খিত মন্তব্যটা লিখে নিচে প্রকাশ করুনএ ক্লিক দিলেই মন্তব্যকারীর মন্তব্যের প্রতিউত্তর হয়ে যাবে!
এটাতে সুবিধা হলো আপনি যার মন্তব্যের উত্তর দিচ্ছেন সে বুঝতে পারবে! আর নাম ধরে বা সম্বোধন করে বলা লাগবে না! যদি বুঝতে না পারেন তাহলে বলবেন!
১২ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৯
আফ্রোদিতে বলেছেন: বুঝতে পারছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: ভাবতে লাগলুম, অনিন্দিতা কথা বলতে পারে না
কি করে বলবে তার প্রশ্নের উত্তর।।
তবুও আমার প্রশ্ন সদাই,
অনিন্দিতা, কেমন আছো?
খুবই ভাল লেগেছে । বিশেষ করে উপরের লাইন কটি ।
শুভ কামনা থাকল