নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউকে বুঝতে পারাটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে না বোঝার ভান করা।।।\n.....................নিশাত তাসনিম

আফ্রোদিতে

আফ্রোদিতে › বিস্তারিত পোস্টঃ

ধূসরিত পথ

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৫২

ধূলি উড়িয়ে মার্সিডিজ গাড়িটিও একসময় চলে যাবে।
চায়ের দোকানের টুংটাং আওয়াজ সকালের পর বিরতিহীন...........
কাকেরা ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবারে ভাগ বসাতে কাড়াকাড়ি করবে
অফিসগামীদের ব্যস্ততা বাড়বে
শুধু;
ছেলেটার ব্যস্ততার অবসান হবে না
নিকোটিনের ধোঁয়া উড়িয়ে ছেলেটি তবুও বেঁচে থাকবে, বেঁচে থাকার আনন্দে.....
হয়তো আরও একটি হাত তার সাথে বাঁচবে.....!!!!!
.................................নিশাত তাসনিম

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:০৪

সাহসী সন্তান বলেছেন: কবিতাটা ভাল ছিল! তবে অফটপিকে কিছু কথা বলিঃ-

আজ সকাল থেকে দেখলাম আপনি বেশ কয়েকটা পোস্ট করেছেন! যদিও পোস্ট গুলি মোটামুটি ভাল ছিল। তবে ব্লগে এত ঘন ঘন পোস্ট দিলে অনেকেই বিরক্ত হন। কারণ একজনের পোস্টেই যদি প্রথম পাতা লোড হয়ে থাকে তাহলে অন্যদের পোস্ট গুলো কোথায় যাবে?

আর পোস্টে ছবি সংযুক্ত করলে ছবিটা উপরে সেট করলে সেটা পোস্টের সৌন্দর্য আরো বেশি বহন করে! আপনি যদি ছবি উপরে সেট করতে না জানেন তাহলে বলি-
'পোস্টটা এডিট করবেন, তারপর ছবির যে লিংকটা আছে সেটা কপি/কাট করে ক্রলিং করে একদম উপরে কার্সর রেখে সেখানে উক্ত লিংকটা পোস্ট করবেন! তারপর পোস্ট প্রকাশ করবেন, তাহলেই হয়ে যাবে!

ধন্যবাদ!

২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ছেলেটি কে?
দারুন প্রকাশ। এগিয়ে যান কবি। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.