নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউকে বুঝতে পারাটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে না বোঝার ভান করা।।।\n.....................নিশাত তাসনিম

আফ্রোদিতে

আফ্রোদিতে › বিস্তারিত পোস্টঃ

অবিনশ্বর

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১১


মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে হারিয়ে ফেলি এক অদ্ভুত ঘোরে । হারিয়ে ফেলে হাতরে খুঁজে ফিরি তোমাতেই... যদি ফেরত পাই আবার নিজের মাঝে। কিন্তু নাহ, আমি ফেরত পাই না তা । কেন যেন এটা ফেরত যোগ্য নয় । নিজেকে শুধুই বিলিয়ে দেওয়া , এর মাঝে এক অদ্ভুত সুখ আছে , জানতো ? যেদিন থেকে কবিতা লেখা শুরু করেছিলাম তোমাকে নিয়ে , সেদিন থেকেই ভুলে গিয়েছিলাম নিজেকে ।আর ফেরত পেতেও চাইনা নিজেকে। থাক না , হারানো তোমাতেই.... ...। যেদিন থেকে আমার কবিতার মাঝে তোমায় খুঁজে পালাম , সেদিন থেকেই আমি নিখোঁজ হয়ে গিয়েছিলাম । আজো খুঁজে পাইনা আমি নিজেকে ।কারন, আমার কবিতারা যে এখনো তোমায় ঘিরে গল্পের ফুলঝুড়ি ফোটায়......। তোমাকে নিয়ে হাজার বছরের সপ্ন আঁকে ।যদি কখনো চলে যাও আমার সীমানা পেড়িয়ে তবুও তুমি থাকবে আমার আঙ্গিনা জুড়ে ।আমার কবিতার হৃদয় কারাগারে । হয়তো তখন তোমায় ইচ্ছে হলেই ছুয়ে দিতে পারব না। সেই যে কবে, কোন এক রবিবার নিজেকে হারিয়ে ফেলেছিলাম তোমাকে পেয়ে । আজো খুঁজে পাইনি আমার আমার আমি'র দেখা। থাকি না, হারানো বৃষ্টি হয়ে তোমার চোখের কোণে.........।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কথা গুলো ভালো লাগলো।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

আফ্রোদিতে বলেছেন: ধন্যবাদ আপু।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

আহমেদ জী এস বলেছেন: আফ্রোদিতে,




কারো জন্যে কবিতায় কিম্বা গল্পে হারিয়ে যেতে দেবেন না নিজেকে ।
সেই কারো জীবনে আপনি হয়তো কোনও প্রায়োরিটিই নন ।

একটু এলোমেলো লেখা হলেও ভালো লাগলো ছোট এই লেখাটি ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আজো খুঁজে পাইনি আমার আমার আমি'র দেখা

আমার দুবার হয়েছে।


হারিয়ে যাওয়া ভালো। তবে নিখোঁজ হওয়া মোটেই ভালো কথা নয়।

৪| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

শামছুল ইসলাম বলেছেন: লেখাটা ভাললেগেছে্।

ভাল থাকুন। সবসময়।

৫| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: নিজেকে অন্যর জন্য বিলিয়ে দেওয়ার মাঝে অদ্ভুদ এক সুখ আছে। যে নিজেকে অন্যর জন্য বিলিয়ে দেয় সেই এই সুখটা বুঝতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.