নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে

ভীতু সিংহ

একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।

ভীতু সিংহ › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার হলেই কি সরকারি আমলাদের ঘুষ, দুর্নীতি বন্ধ হবে??

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬

জাতির বিবেকের কাছে প্রশ্ন। যারা এখন ঘুষ খায়, দুর্নীতি করে এদের অনেকেই তো মেধা কোটায় সরকারি চাকরিতে এসেছে। বেতন বাড়ানোর পরেও দুর্নীতি বন্ধ হয় নি। X(( X(( ডেসা, ওয়াসা, পিডিবি এসব অফিসে গেলে মনে হয় এরা যেন সেবা নয় শুয়রিপনা করার জন্য চাকরিতে ঢুকেছে। পুলিশের কথা নাইবা বললাম। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন উনারা সরকারি চাকরি পেলে সৎভাবে চাকরি করবেন তার গ্যরান্টি কে দেবে? তাহলে শুধু শুধু আন্দোলনের নামে রাস্তা অবরোধ আর শাহবাগী স্টাইলে হলের মেয়েদেরকে গভীর রাতে রাজপথে আনার মানে কি? কোন মেয়ের যদি কিছু হয় তখন তো আবার ঘটনা অন্যদিকে মোড় নিবে। কোটা সংস্কার অবশ্যই কাম্য তবে আমরা আম পাবলিক ঘর পোড়া গরু তো তাই সিঁদুরে মেঘ দেখলে ডরাই। গত ৪/৫ বছরে কোন আন্দোলনই সত্যিকার অর্থে সফল হয়নি। সাধারণ পাবলিক পুলিশের লাঠি পেটা খেয়েছে আর আন্দোলনের সুফল ভোগ করেছে মুষ্টিমেয় কিছু ইতর। দেশে চাকরির খুব অভাব এটা সত্য তবে তার মানে এই নয় যে অবস্থা সিরিয়া, সোমালিয়ার মত। প্রাইভেট সেক্টরে চাকরি করেও অনেকে ভালো পজিশনে আছে। পরিচিত অনেকেই দেখেছি বিসিএস শিক্ষা ক্যাডার পেয়েও যায়নি বরং ঢাকার নামী কলেজে(নটরডেম, রাজউক, মাইলস্টন) ক্লাস নিচ্ছেন। যিনি প্রকৃত মেধাবী তিনি কখনই কোথাও আটকে থাকবেন না। দেশে না হলেও দেশের বাইরে ঠিকই উনার মেধার মূল্যায়ন হবে। বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি নিয়ে সরকারের সিদ্ধান্তের বিপক্ষে আন্দোলন নিজেদেরকে অন্যের কাছে হাসির খোরাক বানাবে শুধু।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২

মায়াবী ঘাতক বলেছেন: আপনার ক্ষোভের কারণটা বুঝতে পারছি। তবে কোটা ব্যাবস্থার সংস্কার হওয়া প্রয়োজন।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮

ভীতু সিংহ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা সংস্কার জরুরী।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০

ভীতু সিংহ বলেছেন: কোটা সংস্কারের আগে সরকারি আমালাদের মানসিকতার সংস্কার প্রয়োজন।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

শাহ আজিজ বলেছেন: এই অফিসগুলোর প্রত্যেকটি এক একটি শুওরেরবাচ্চা ।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৯

ভীতু সিংহ বলেছেন: তারপরেও আমরা পড়ে আছি কোটা সংস্কার নিয়ে।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮

গোলাম রাব্বি রকি বলেছেন: এভাবে বলার কি আছে , সরাসরি বললেই পারেন কোটার সংস্কার চান না ! কি যুক্তি রে ভাই ! একটা অন্যায় আর একটা অন্যায়ের সাথে তুলনা করে চাপা দেওয়ার চেষ্টা ! পারলে সাধারণ জনতা হিসেবে অন্যায়ের প্রতিবাদ চেয়ে করেন না সভা সমাবেশ ! অন্যায় দেখে দেখে গা সওয়া হয়ে গেছে আপনাদের তাই অন্যায়ের প্রতিবাদ দেখলেই এখন গা জ্বলে ...

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩

ভীতু সিংহ বলেছেন: কোটা সংস্কারের আগে সরকারি আমালাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

খাঁজা বাবা বলেছেন: আপনি কি কইতে চান?
ঘুষ খাওয়ার অধিকার কি শুধু কোটা ওয়ালাদের?
বাদ বাকি লোক প্রাইভেট চাকরী করবে, ঘুষ খাবে না?

সরকারী চাকুরী কোন শুবিধা নয়, এটা একটা দায়িত্ব, জনগনের কাছে দায়বদ্ধতা।
এটা আপনাদের বোঝা উচিত।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫

ভীতু সিংহ বলেছেন: ঘুষ খাওয়ার অধিকার কারো থাকা উচিৎ নয়। হোক সে কোটাধারি অথবা কোটাবিহীন।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

খাঁজা বাবা বলেছেন: আপনি কি কইতে চান?
ঘুষ খাওয়ার অধিকার কি শুধু কোটা ওয়ালাদের?
বাদ বাকি লোক প্রাইভেট চাকরী করবে, ঘুষ খাবে না?

সরকারী চাকুরী কোন শুবিধা নয়, এটা একটা দায়িত্ব, জনগনের কাছে দায়বদ্ধতা।
এটা আপনাদের বোঝা উচিত।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

ভীতু সিংহ বলেছেন: আপনার মন্তব্য দুবার চলে এসেছে। অনুগ্রহ করে কেটে দেবেন।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কোটা সংস্কার আর মানসিকতার পরিবর্তন দিইটা আলাদা।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭

ভীতু সিংহ বলেছেন: কোটার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বানিজ্যের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬

ক্স বলেছেন: অবশ্যই। ঘুষ তো কেবল কোটাধারীরাই খায়। অন্যেরা তো সাধু সন্তদের সন্তান - তাই চাইলেও তারা ঘুষ খেতে পারবেনা। একবার কোটা পদ্ধতি তুলে দিয়ে দেখুন - কোন শালা ঘুষ খায়, দেখে নেব!

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

ভীতু সিংহ বলেছেন: হা হা হা হা হা। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: কোটা নিপাত যাক।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯

ভীতু সিংহ বলেছেন: তাতে লাভ কি হবে?

১০| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

বরুন মালাকার বলেছেন: এগুলো শুকরছানা শুয়রিপনা তো করবেই।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৩

ভীতু সিংহ বলেছেন: যারা এখন আন্দোলন করছে তাদের অনেকেই চাকরি পাওয়ার পর একই ধান্দা করবে।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা তো অনেক মন্ত্রীদের মত কথা হয়ে গেল? আমি পদত্যাগ করলেই কি শেয়ার মার্কেট ভালো হবে কিংবা আমি পদত্যাগ করলেই কি দুর্ঘটনা বন্ধ হবে টাইপ! সরকারী চাকুরীতে গিয়েই যে তারা অমানুষ হয়ে যাবে তার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না(বরং সম্ভাবনাই বেশী)। তবুও কোটার সংস্কার হওয়ার দরকার আছে। আর দুর্নীতি দমন করার জন্য আইন কঠোর করলেই হল...

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৫

ভীতু সিংহ বলেছেন: আপনিই বলে দিলেন অমানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। বাস্তবেই তাই হবে। চাকরি পাওয়ার পর চুটিয়ে লুটপাট, দুর্নীতি আর সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার প্রতিযোগিতা হবে।

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

পদ্মপুকুর বলেছেন: "দুর্জনের ছলের অভাব হয় না"

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

ভীতু সিংহ বলেছেন: আজকে যারা আন্দোলন করছে, কালকে সরকারী চাকুরী পাবে, পরশুদিন থেকে ধুমায়ে চুরি, বাটপারি, দুর্নীতি শুরু করবে। এটাই বাস্তবতা। কিন্তু বাস্তব সত্য অনেকের কাছে খুব তিতা লাগে। দেশের এই দূরঅবস্থায় গুম, খুন, নারী নির্যাতন, ব্যাঙ্কের টাকা পাচার এগুলো বাদ দিয়ে শুধু নিজেদের জন্য আরাম আয়েশ করার সরকারি চাকরি পাবার আন্দোলনকে নির্দিষ্ট একটা গোষ্ঠীর আন্দোলন বলা যায় এটাকে কখনোই গণ আন্দোলন বলা যায় না।

১৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


সরকারী আমলারা সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বাজেটের বিরাট অংশ খেয়ে চলেছে।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩

ভীতু সিংহ বলেছেন: এর থেকে মুক্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.