![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৌতূহলী, আত্মভোলা অনুসন্ধানী। জানতে এবং জানাতে চাই অনেক কিছুই। কিন্তু কতটুকু সফল সেটা আর জানা হয়ে উঠেনা।অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল, নিজের বিশ্বাসের প্রতি অবিচল।আমার ব্লগে সবাইকে স্বাগতম।
শুধু ফুটওভার ব্রীজ কেনো!?
জেব্রা ক্রসিং গুলো কোথায়?
যেগুলো আছে জেব্রা ক্রসিং সেগুলো কেনো মানানসই করতে চেষ্টা হচ্ছে না সচেতনতা এনে ব্যাবহার করানোর জন্য। শুধু উন্নত বা উন্নয়নশীল নয় অনুন্নত কিছু দেশেও ট্রাফিক আলোর সংকেতে যানবাহন থামে এবং পথচারী পারাপার হন জেব্রা ক্রসিং দেখে। সেইসব দেশে ফুটওভার ব্রীজ হাসির খোরাক মাত্র!। যেখানে মাথাপিছু আয় বাংলাদেশের থেকেও কম!!
ফুট ওভার ব্রীজ গুলো মূলতো যেখানে রাস্তা প্রশস্ত ও রেলপথ আছে ঝুকিপূর্ণ সেসব জায়গায় হয় / হওয়ার কথা। অথচ আমাদের দেশ সহ অল্প কিছু দেশে এই ব্যায় সাপেক্ষে এইসব ফুটওভার ব্রীজ করা হয় হচ্ছে কিছু ঠিকাদার প্রতিষ্ঠানকে লাভবান করতেই সাথে ভুল শিক্ষায় দীক্ষা নিতে!? ট্রাফিক লাইট মানাতে ব্যার্থ হওয়ার জন্যই এই ফুটওভার ব্রীজের প্রচলন বেশি হচ্ছে ইদানীং।
যা কাম্য নয় কোনোভাবেই সবখানেই করার।
যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যাদের হাতে দশ হতে বিশ কেজির উপরে মালামাল থাকে নিজে একা বা সাথে মহিলা ও বাচ্চা আছে এবং নিন্ম মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সামাজিক অবস্থানে ট্যাক্সি বা অন্য কোনো যানবাহনে মালামাল সহ পার হতে সামর্থ্য নেই তারা কিভাবে ঘেরাওকৃত ডিভাইডার যেখানে জেব্রা ক্রসিং থাকার কথা সেখানে করা এইসব ব্রীজ দিয়ে পার হবে!? নিয়ম করে ট্রাফিক আইন ও নির্দেশিত সাইন গুলোর সুষ্ঠু প্রয়োগ না হলে জেব্রা ক্রসিং দিয়ে ও নিরাপত্তা দেয়া যাবে না।!
আসল জায়গায় হাত দিতে হবে।
সচেতনতা আনতে আইনই শেষ কথা নয় বারবার করে সচেতনতার জন্য বিভিন্ন ভাবে সময় নিয়ে ট্রাফিক সপ্তাহ না করে পাক্ষিক ভাবে করা যেতে পারে, ট্রাফিক পুলিশের পাশাপাশি গার্লস গাইড ও বিএনসিসি / রোভার স্কাউট যারা আছে তাদেরকে ও ট্রাফিক আইন বা নিয়মাবলী গুলো প্রশিক্ষণমূলক কার্যক্রমের ভিতরে শেখাতে হবে এবং সেভাবেই এই পাক্ষিক আয়োজনে সমপৃক্ততা করাতে হবে।
খুব বেশি ধীরগতিতে ও নয়, ট্রাফিক নির্দেশনা মানতে টিভি ও রেডিও তে সবসময়ই উপযুক্ত ভাবে বিশ্লেষণী ভিডিও ও তথ্য বিবরণী দিয়ে সচেতন করতে হবে টানা কয়েক মাস তবেই শৃঙ্খলা ফিরবে সড়কে।
যারা কলকাতায় ঘুরে এসেছেন তারা কয়টা ফুটওভার ব্রীজ দেখেছেন বা চড়েছেন!?? যাও দেখেছেন সেগুলো কেমন জায়গায়!?
জি তারা যদি উদাহরণ টানতে পারেন কথায় কথায় পদে পদে আমি ও একটা উদাহরণ দিলাম যেহেতু আমরা সিরিয়াল সমৃদ্ধ জাতি, শিক্ষা কোনটা নেয়া দরকার তা আমরা জানি ও না!
সচেতন সবাই তবে গত সাতচল্লিশ বছর ধরে সঠিকভাবে চর্চা না করায় অসেচতনতায় অভ্যস্ত আজ সবাই। নিজেদেরই সচেতনতা আনতে হবে, সচেতন করতে হবে পরিচিতজনদেরও।
ব্যাস্ত রাস্তায় আপনার বয়স্ক অভিভাবকেরা অসুস্থ অবস্থায় বা মহিলা শিশু কয়েকজন নিয়ে যারা চলাচল করেন রাস্তায় বা যারা এই ব্যাস্ত রাস্তায় ভারী মালামাল নিয়ে শুধুমাত্র রাস্তার ওপারে যাওয়ার জন্য আছেন তাদের মালামাল আমি বা আপনি কি পার করে দিবেন!? দিলেও কয়জন এমন পাবেন পার করার জন্য!??? না কি তারা ওজনবিশিষ্ট মালামাল নিয়ে রাস্তায় চলাচল করবেন না!?!?!?
সাতচল্লিশ বছর ধরে ভুল ভাবে চলতে চলতে অবশিষ্ট যুক্তিসংগত চিন্তাধারা ও চলে গেছে, স্বাভাবিক ও সচেতন হলে রুলস সবাই একত্রে মানলে জেব্রা ক্রসিং দিয়েই পারাপার সম্ভব যত ব্যাস্ত রাস্তাই হোকনা কেনো।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
ভীতু সিংহ বলেছেন: তাই নাকি। আমি তো দেখি খরচের প্রবণতাই বেশি।
২| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি হবু চন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীকে দেখেছেন কি?
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
ভীতু সিংহ বলেছেন: নারে ভাই দেখি নাই। কেন কি হয়েছে??
৩| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
শুভংকরের ফাঁকি দেখেছেন?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭
ভীতু সিংহ বলেছেন: দেখলে কি হবে??
৪| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিরাপদ রাস্তার জন্য সর্বাগ্রে আমাদের সচেতনতা দরকার।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
ভীতু সিংহ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
৫| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুইটারই দরকার আছে। তবে সিগনাল মানার ক্ষেত্রে শৃঙ্খলা আসলে জেব্রা ক্রসিং-ও সবাই সুন্দর করে ব্যবহার করতে পারত। সবার আগে দরকার ড্রাইভারদের গ্রুমিং। জনগণ সঠিক পরিবেশ চায়। ফুট ওভারব্রিজে পতিতা আর আন্ডারপাসে হকার থাকলে জনগণ ব্যবহার করতে নিরুৎসাহী হবে...
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
ভীতু সিংহ বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যর জন্য ধন্যবাদ।
৬| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঙ্কু বলেছেন: ঢাকাতে সরকার হুদাই ফুট ওভারব্রিজ বানায়। কিছু কিছু জায়গায় ফুট ওভারব্রিজের দরকার আছে তবে জেব্রা ক্রসিংই বেশী দরকার
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫
ভীতু সিংহ বলেছেন: ঠিক বলেছেন।
৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি তো দেখছি গোবর গনেশ!
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২
ভীতু সিংহ বলেছেন: আপনি তো দেখছি শুধু মাছি, ডানা ফানা কিছু না।
৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১
ভ্রমরের ডানা বলেছেন: অতিদ্রুত আপনি ফতো নবাবের সাথে দেখা করুন। উনি ডাকঢোল পিটিয়ে আপনাকে জানিয়ে দেবেন!
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৪
ভীতু সিংহ বলেছেন: ফতো নবাবের ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে যান।
৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬
ভ্রমরের ডানা বলেছেন: আপনি দ্রুত ভেরেণ্ডা ভাজুন আগে! প্লিজ!
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮
ভীতু সিংহ বলেছেন: আগে ফতো নবাবের ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে যান।
১০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮
ভ্রমরের ডানা বলেছেন: ফতো নবাব খয়েরখাঁ র বাসায় আছে।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯
ভীতু সিংহ বলেছেন: খয়েরখাঁ র বাসাটা কোন রোডে যেন
১১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কি আসলের মুসল নেই ঢেঁকিঘরে চাঁদোয়া বাগধারাটি শুনেছেন?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২
ভীতু সিংহ বলেছেন: জী না শুনিনি। আপনার কাছ থেকে শুনতে থুক্কু পড়তে চাই।
১২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
আগামসি লেনের বায়ে দিয়ে ডানের চিপায় যে লংকাপুরী আছে তার মধ্যে যে রাবণেরচিতা, সেখানে। আপনি তো দেখছি বেশ মজা নিচ্ছেন। আপনি কি সাপের পাচ পা দেখেছেন?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫
ভীতু সিংহ বলেছেন: ঠিকানা দেয়ার জন্য ধন্যবাদ। সাপের পাঁচ পা দেখিনি তবে পাঁচ মাথাওয়ালা সাপ দেখেছি। যদিও সেটা ফটোশপের কারসাজি।
১৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪
ভ্রমরের ডানা বলেছেন: আপনি এমন ভাব নিচ্ছেন যেন ফুলের ঘায়ে মুর্ছা যাচ্ছেন!
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭
ভীতু সিংহ বলেছেন: ফুলের ঘায়ে কেউ কি মুর্ছা যায় নাকি?? হাতুড়ির ঘা হলে না হয় একটা ব্যাপার ছিল।
১৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
হয়েছে আর ছকড়ানকড়া করবেন না, চর মেরে গড় করা লাগেনা বুঝলেন...
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩২
ভীতু সিংহ বলেছেন: জী বুঝলাম। কস্ট করে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
১৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
কমেন্ট নিয়ে চিন্তা করবেন না, কথায় আছে টাকা লাগে দেবে গৌরিসেন তেমনি কমেন্ট লাগলে দেবে ভ্রমরের ডানা, ঠিক আছে তো.
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬
ভীতু সিংহ বলেছেন: জী ঠিক আছে।
১৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
ইয়ে মানে আমি কি আপনাকে বিরক্ত করছি?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১
ভীতু সিংহ বলেছেন: আরে না বস, বিরক্ত হবার কি আছে?? বাইরের দুনিয়ার উপর বিরক্ত হয়েই তো সামুতে আসা। বরং আপনাদের মূল্যবান মতামত বিরক্তি দূর করার ওষুধ।
১৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি দেখছি দৈত্যকুলে প্রহ্লাদ মশাই..... যাক বাচা গেল...
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭
ভীতু সিংহ বলেছেন: দৈত্যকুলে প্রহ্লাদ !!! এটা আবার কি?
১৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি দেখছি দৈত্যকুলে প্রহ্লাদ মশাই..... যাক বাচা গেল...
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮
ভীতু সিংহ বলেছেন: কমেন্ট দুবার চলে এসেছে। ডিলিট করে দেবেন।
১৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯
রাকু হাসান বলেছেন: ভাল পোস্ট ++ । একটু হাসির খোরাক ও পেলাম ,এখানে আবার ।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২
ভীতু সিংহ বলেছেন: ধন্যবাদ।
২০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
গাড়ীওয়ালা সাহেবরা হাটুরেদের দুঃখ্য কেমনে বুজবে
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩
ভীতু সিংহ বলেছেন: কখনোই বুঝবে না। এই জন্যই আজ আমাদের এই অবস্থা।
২১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোস্ট । সচেতনতা বাড়ুক।
শুভেচ্ছা নিয়েন।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
ভীতু সিংহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
২২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১
ভুয়া মফিজ বলেছেন: আপনি আসল জিনিসই ধরতে পারেন নাই।
আপনি যা বলেছেন তার সবই আমাদের কর্তারা জানেন। তবুও তারা কেন জেব্রা ক্রসিং না দিয়ে ফুটওভার ব্রীজ করেন?
এখানে লাভ-ক্ষতির ব্যাপার আছে। একটা প্রশ্নের উত্তর দিন দেখি,
''একটা জেব্রা ক্রসিং এ কতো টাকা চুরি করা যায়, আর একটা ফুটওভার ব্রীজে কতো?''
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
ভীতু সিংহ বলেছেন: আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে আপনি যেটা বলেছেন তাও অমূলক নয়। সব খানেই তো খাই খাই। আর এই জন্যই আমাদের আজ এ দশা।
২৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬
করুণাধারা বলেছেন: ভুয়া মফিজ বলেছেন,
"একটা জেব্রা ক্রসিং এ কতো টাকা চুরি করা যায়, আর একটা ফুটওভার ব্রীজে কতো?''
জেব্রা ক্রসিং না করার এটাই মূল কারণ। এইযে এখন ট্রাফিক সপ্তাহ চলছে, কোথাও তো দেখলাম না রাস্তায় জেব্রা ক্রসিং করে দিতে যাতে মানুষ পারাপার হতে পারে।
সচেতনতামূলক পোস্ট টি ভাল লেগেছে।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
ভীতু সিংহ বলেছেন: অথচ উন্নত বিশ্বে ঠিকই যেব্রা ক্রসিং ব্যাবহার হয়। সব খানেই যদি হরিলুটের চিন্তা থাকে তা হলে আর কি করা। ট্রাফিক সিগন্যাল, যেব্রা ক্রসিং ঠিকভাবে ব্যাবহার করা গেলে সড়ক দুর্ঘটনাও কমত পাশাপাশি পথচারীদের ভোগান্তিও কম হত।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
২৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: কুকুর বিড়াল'রা মানুষের কথা বুঝে কিন্তু রাজনীতিবিদিরা মানুষের কথা বুঝেন না।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪১
ভীতু সিংহ বলেছেন: রাজনীতিবিদিরা আমাদের কুকুর-বিড়াল মনে করেন।
২৫| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬
আখেনাটেন বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: আপনি আসল জিনিসই ধরতে পারেন নাই।
আপনি যা বলেছেন তার সবই আমাদের কর্তারা জানেন। তবুও তারা কেন জেব্রা ক্রসিং না দিয়ে ফুটওভার ব্রীজ করেন?
এখানে লাভ-ক্ষতির ব্যাপার আছে। একটা প্রশ্নের উত্তর দিন দেখি,
''একটা জেব্রা ক্রসিং এ কতো টাকা চুরি করা যায়, আর একটা ফুটওভার ব্রীজে কতো?'' -- এটা একটা অন্যতম কারণ। সাথে অাইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে জনগণের অাইন ভেঙে সবকিছুকে গুবলেট পাকিয়ে ফেলার কু-অাচরণ।
১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫
ভীতু সিংহ বলেছেন: আমার ব্লগে আপনার কমেন্ট দেখে ভালো লাগছে। আসলে আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এইসব হচ্ছে। জানি না কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
রাজীব নুর বলেছেন: মেয়েদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা একটু বেশি থাকে ।
ধন্যবাদ ঈশ্বর !