নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য অন্বেষক

আরব বেদুঈন

আমি তো শুধু প্রাচারক মাত্র

আরব বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

আপনিও হতে পারেন দার্শনিক!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫

আপনিও হতে পারেন দার্শনিক!!!
কিভাবে?
হেহ হে!একদম সহজ অবশ্যি একটুও রিসকিও কিন্তু ব্যাপার না ভয় কে জয় করাই প্রকৃত দেশ প্রেমিকের কাজ।তো কাজের কথাই আসি।দার্শনিক হবার জন্যি আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু শর্ত একটাই আপনাকে কোন ঈশ্বরে বিশ্বাস করতে হবে না এবং সব সময় ধর্মের বিরুদ্ধে কথা বলতে হবে আর কথা গুলো হবে যুক্তি যুক্ত যা সাধারন মানুষ এর জবাব দিতে পারবে না।অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করবেন ধার্মিকদের সাথে যার উত্তর থাওকলেও এরা দিতে পারবে না,কারন এরা ধার্মিক হলেও ধর্মিয় বই পড়ে না।আর এই প্রশ্ন গুলো যদি আপনি মুসলিমদের করেন তাহলে তো আরো ভাল মানে যাকে বলে লালে লাল!!এই ধর্মের ধার্মিক রাও্ কুরান পরে না।শুধু নামে মুসলিম।আপানাকে বলতে হবে লিখতে হবে আর শ্লোগান হবে একটাই "আমি সত্য বলতে ভয় পাই না আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ এজন্য যদি আমার প্রাণও যায় তবুও রাজি কিন্তু আমি সত্য ছাড়িব না।আপনাকে এজন্য ডারউইনের এভ্যুলুশন আর বিগব্যাং থিওরিতে এক্সপার্ট হতে হবে ।এবার বিভিন্ন ধর্মের বৈজ্ঞানিক ভুল গুলো তুলে ধরতে হবে যদিও সব ধর্ম গ্রন্থে ভুল নেই কিন্তু তাতে ্কি,ব্লগে এ নিয়ে লেখালেখি করতে হবে।কিন্তু অন্য সবার চেয়ে আপনাকে আর এক ধাপ বেশি এগুতে হবে আর সবাই যে ডারউইনের এভ্যুলুশন তও্ব জানে তাকে আরেকটু বর্ধিত করতে হবে।আপনাকে গাছের এভ্যুলুশন আবিস্কার করতে হবে।কারণ ডারউইন পাগলা যখন এই থিওরি আবিস্কার করে তখন ঐ ব্যাটা জানত যে গাছের প্রান আছে,তাই তাঁর থিওরি থেকে গাছ বাদ যায় ।তো ঐ পাগলা মানুষের জন্ম কিভাবে হই তা নিয়ে তাঁর কুখ্যাত বইতে লিখে।কিন্তু গাছের কথা বাদ যাই।মানুষ কিভাবে আসল দুনিয়াতে সবই লেখে কিন্তু গাছের তো প্রান আছে গাছ বাদ গেলে প্রশ্ন থেকে যাই গাছ কিভাবে দুনিয়াতে এল??এই আপনাকে না,এই প্রশ্নের উত্তর দিতে হবে।এজন্যি অবশ্যি আপনাকে বেশি কিছু করতে হবে না।শুধু ডারউনের মত কিছু দ্বীপ ভ্রমণ করতে হবে।আর এর জন্য আমাদের দেশের নিঝুম দ্বীপ আর সুন্দর বনই যেথেষ্ট।নিঝুম দ্বীপ আর সুন্দর বনে গিয়ে কয়েকটা গাছের শিকড় আর পানিতে পচা গাছের পাতা নিয়ে কয়েট টা ভুজুং ভাজুং দিলেই হয়েছে।টপাক করে একটা বই লিখে দেবেন আর গাছের সাথে মানুষের সম্পর্ক আছে এই নিয়েও দেবেন কিছু উদাহরণ যেমন আফ্রিকার জুলু উপজতির কায়রকটা সম্প্রদায় অসুস্থ হলে কোন শক্তিশালী মোটা তাজা গাছ জড়ীয়ে ধরে থাকে।তো এক সময় নাকি দেখা যাই গাছ টা ধীরে ধীরে মারা যাই আর ঐ লোকোটা সুস্থ হয়ে উঠছে।বাবাবাহ,এরকম কয়েকটা উদাহরণ দিয়ে ডারউইন তত্ত্ব কে আরেক টু পরিবর্ধন করে লিখবেন।ব্যাস কাজ সেরেছে রে।পরের দিন থেকেই দেখবেন রাতারাতি বিখ্যাত হয়ে গেছে দেশের সকল ধর্মের কুটুক্তিকারি গন আপনার নামে গান গল্প আর দেশের পত্রিকা গুলো দৈন্য দৈন্য করবে।

এবারই বিখ্যাত তো হলেন দার্শনিকও হলেন।কিন্তু খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে না?সেটাই এবার বাকি।তো দেশের চাপাতি বাজরা হুমকি দেবে আপনাকে "থমে যাও বতস!!তুমি অনেক বেড়ে গেছ"ধর্ম কে অবমাননা করোনা।তখন সেই অমর ডায়লোগ টা আওড়াবেন ""আমি সত্য বলতে ভয় পাই না আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ এজন্য যদি আমার প্রাণও যায় তবুও রাজি কিন্তু আমি সত্য ছাড়িব না" ব্যাস পরের দিন পত্রিকাই আপনার এই কথাই টাইটেল হয়ে বের হবে।চলবে তুমুল প্রতিবাদ মিছিল,সংবাদ সম্মেলন।আর প্রশ্ন হবে দেশের নিরাপত্তা নিয়ে।চলবে কয়েকদিন তারপর হঠ্যাত দেখবেন ওহ সরি মরবেন।চাপাতির কোপ এখানে ওখানে।্তার কিছুক্ষন পরে পুলিশ মামা এসে দেখবে আপয়ানার মুখের সাথে ঘরের মানচিত্রও পালটে গেছে।মানে আর কিচ্ছু না আপনি মারা যাবেন।এরপর আবার সেই আলোচনা মিসিল।আর আপনি হবেন শহীদ।।এরপর দুম করে সব আলোচনা বন্ধ!!!পুলিশ মামারাও সব একদম চুপ!!!কবরে গিয়ে ঠিকিই বুঝবেন স্রষ্টা বলে কেউ আছে কিনা?আবশ্যি আপনার সাথে ফোনালাপ হলে ভাল হত আপয়ানার মিত্ররা সত্যটা জানতে পেত।সে যাই হোক ততদিনে কিন্তু আপনি সত্যি সত্যি একজন দার্শনিক হয়ে যাবেন যেমন হয়েছিল আরোজ আলি মাতব্বর।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:

বেকুবের প্রলাপ

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫

আরব বেদুঈন বলেছেন: যার কাছে যা লাগে আর কি।এক দেশের বুলি আরেক দেশের গালি।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

Biniamin Piash বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ সত্য।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫

আরব বেদুঈন বলেছেন: কি আর করার ভাই।ধন্যবাদ ভাল থাকবেন

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৮

সজিব্90 বলেছেন: উসকো খূসকো লম্বা লম্বা চুল,মোটা কালো ফ্রেমের চশমা, পাঞ্জাবি এগুলো লাগবে না ?

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

আরব বেদুঈন বলেছেন: তা আর বলতে!! এই গুলো যদি থাকে তাহলে তো আপনি হূমায়ন আহমদ কে ছারিয়ে রব্রীন্দ্রনাথ কে ছুয়ে ফেলবেন মানে স্ব শরিরে না ক্ষ্যাতি তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.