নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য অন্বেষক

আরব বেদুঈন

আমি তো শুধু প্রাচারক মাত্র

আরব বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

আমি ক্রিকেটীয় দেশ প্রেমিক!

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

ক্রিকেট কে দিয়ে দেশ প্রেমের তুলনা নতুন নয় বিশেষ করে বাংলাদেশের সাথে ভারত পাকিস্থানের খেলা হলেই যেন সবার দেশ প্রেম উথলিয়ে পড়ে!"তুই বাংলাদেশে বাস করেও ইন্ডিয়া পাক কে সমর্থন করির তুই মালাউন-রাজাকার" এই কথা প্রায়শই শুনে থাকি।এরা বলতে চাই যে ক্রিকেটে শুধু বাংলাদেশ কে সমর্থন দ্বারাই প্রামাণিত হয় উনি দেশ প্রেমক আর অন্যরা দেশদ্রোহী


কিন্তু অন্যান্য ক্ষেত্রে এদের আবার দেশ প্রেমের বালায় নেই।যে ছেলেটা বলল তুই মালাউন রাজাকার তার প্রোফাইল চেক করলে পলিটিকাল ভিউয়ে দেখবেন লেখা আছে "I hate politics " এখন কথা হচ্ছে যে দেশের স্বার্থে রাজনীতি কে পছন্দই করে সে আবার কেমন দেশ প্রেমিক?রাজনীতিই তো একটা দেশের প্রাণ। দেশে এত অবিচার, হত্যা লুট ধর্ষণ ব্যাংক ডাকাতির মত বড় বড় পুকুর চুরির ঘটনা ঘটে যাচ্ছে সে দিকে হুস নেই আর উনার আছেন ক্রিকেট দিয়ে দেশ প্রম প্রমানের চেষ্টায়!
প্রায় সবার মাঝে একটা জিনিস লক্ষ করছি সেটা হল দেশের যাই হোক ক্রিকেটে বাংলাদেশের কিছু হলেই সেরেছে একদম হইহই রইরই কান্ড বেধে যায় মনে হয় যেন পুরো দেশ রসাতলে গেল।তাসকিন সানির বলিং একশন নিয়ে মানুষ যে পরিমাণ গলা ফাটিয়েছে সে পরিমান যদি ব্যাংকের পুকুর চুরির ঘটনা নিয়ে গলা ফাটাত তাহলে সেই চোর গুলোর এতদিন গুষ্ঠি উদ্ধার হয়ে যেত।
যদি এতই তোমার দেশ দরদ উথলিয়ে পড়ে মনে কর আগামীকাল যুদ্ধ হবে বাংলাদেশের সাথে পাক ইন্ডিয়ার
তো আসো আমরা দাগে দাড়াই যুদ্ধে নাম লেখায় জান কুরবান করে দেখি একাজে কত জন এগিয়ে?
ফলাফলঃময়দান ফাকা কাউকে যুদ্ধের জন্য বললে সে বলছে "যুদ্ধ করবে সেনাবাহিনীরা আমরা কেন যুদ্ধ করব"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.