নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের বিষয়ে তেমন কিছুই বলার নেই। আমি জেগে জেগে অনেক স্বপ্ন দেখি।

আরাফাত আহমেদ শাওন

নিজের বিষয়ে লেখার মত এখনো কিছু করতে পারিনি। যেইদিন পারবো সেইদিন আপনি নিজে নিজেই জেনে যাবেন।

আরাফাত আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

একজন ফকির তার দিনের শুরু করে কিভাবে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

আজ থেকে প্রায় ১ বছর আগে আমি এস, এস, সি পরিক্ষা দিয়ে অবসর সময় কাটাচ্ছিলাম। মাঝে মাঝে সময় পেলেই শোভন ভাইয়ার অফিসে গিয়ে শোভন ভাইয়াকে বিরক্ত করতাম। এমনি এক সময় শোভন ভাইয়া বললেন তার সাথে হবিগঞ্জ যেতে। সেখানে একটা সমাজ কল্যাণ মূলক কাজ আছে। আমি তো মহা আনন্দে রাজি হয়ে গেলাম। ঠিক হল তিনি পরের দিন ভোর বেলায় আমাকে নিতে আমার বাড়ির সামনে আসবেন।
ভোর বেলায় আমি ব্যাগ ঘাড়ে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। শোভন ভাইকে ফোন দিলাম বললেন আরও ১২ মিনিট মত দেরি হবে। আমি বাসার সামনেই দাঁড়িয়ে থাকলাম। ১ মিনিট পরে দেখতে পেলাম এক বৃদ্ধ ফকির আমাদের বাড়ির সামনে এসে থামল। আমি এই বৃদ্ধকে চিনি। তিনি আমাদের বাড়ির সামনের ল্যাম্প পোস্টের নিচে বসে ভিক্ষা করেন। আমি বৃদ্ধটিকে দেখতে থাকলাম। ভাবলাম দেখি একজন ফকির তার দিনের শুরু করে কিভাবে। এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে।
ফকিরটি তার ঝোলা থেকে প্রথমে একটা বাড়ুন বের করে ল্যাম্প পোস্টের নিচ টুকু খুব ভাল ভাবে পরিস্কার করলেন। এরপর বাড়ুনটি আবার ঝোলার মাঝে রেখে একটি চটের ব্যাগ বের করে অনেক যত্নে পাড়লেন। দুই তিনবার বাড়ি মেরে বসলেন। এরপর একে একে তার ছাতা, ভিক্ষার থালা এবং একটি টিফিন বাটি বের করে রাখলেন। টিফিন বাটির ঢাকনা খুলে রাতের বাসি ভাত এবং ডাল খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। মিসকি হাসি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে থুয়ে দিলেন। পাঞ্জাবির পকেট থেকে টুপি বের করে মাথায় দিয়ে বসে বসে নামায পড়তে লাগলেন।
এর কিছুক্ষণ পরেই শোভন ভাইয়া চলে আসল। আমি গাড়িতে উঠলাম আর আমাদের যাত্রা শুরু হল।

আসলে কোন কাজই ছোট না। কিন্তু প্রত্যেকটি কাজের মাঝেই মমতা এবং শ্রদ্ধা থাকা অবশ্যয় প্রয়োজন। একজন ফকিরের তার কাজের স্থানটিকে এত যত্ন করে পরিস্কার করা এবং রাতের বাসি ভাত ও ডাল নিয়ে এসে মিসকি হাসি দিয়ে দিনের শুরু করা আসলেই বড় ব্যাপার।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: সুন্দর পোস্ট, এবং আপনার কথাগুলো অবশ্যই ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.