নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল

আরাফাত শাহরিয়র

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!

আরাফাত শাহরিয়র › বিস্তারিত পোস্টঃ

মিরপুর থেকা উত্তরা

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৪২

আজ সকালে অফিসের গাড়িটা না পেয়ে, "তো কি হইছে" ভঙ্গিতে বুক চেতিয়ে বাসা থেকে বের হলাম; মিরপুর থেকে উত্তরার অভিমুখে। রাস্তায় গিয়ে কিছুক্ষণ কিছু সিএনজি ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা চালালাম। অনেক চেষ্টার পর যাদের টিকিটা'র লাগুর পাচ্ছিলাম, তারা অদ্ভুত সব সংখ্যার কথা বলছিল! আমি অবাক হয়ে শুনছিলাম। ভাড়ার কথা বলে? নাকি আমার হাতের ল্যাপটপের ব্যাগটা কিনতে চেয়ে দাম হাঁকায়?



তারপর রাস্তার পাশে আমার মত ট্যাক্সির জন্য ছুটাছুটি করে হাঁপাতে থাকা গোমড়া-মুখো এক ভদ্রলোক, আমাকে বলল কিনা বুঝলাম না, তবে পাশে গিয়ে দাঁড়াতে আনমনে মুখ আরও গোমড়া করে বিড়বিড় করল, "বাস"।

আমিও আনমনে ঐ দিকে রওয়ানা হলাম।



ফ্লাইওভার চালু হবার পর থেকে ওটার উপর দিয়ে নাকি একটা বাস সার্ভিস চালু হয়েছে। খবরটা শুনার পর আমি হাসি ভরা গাল নিয়ে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে খুশিতে পায়ের আঙ্গুলে টিল্কি দিচ্ছি! ১০ মিনিট যেতে না যেতেই বাস চলে আসল। আনন্দে আমি রীতিমত শব্দ করে হাসতে হাসতে বাসের দরজার দিকে দৌড় দিলাম। হা হা হা হা!



কিন্তু উঠতে চাইতেই হেল্পার আর বাসে উঠে বসার যাত্রী ক্যান্ডিডেট'রা আমার দিকে জম্বির মত নিষ্প্রাণ চোখগুলো নিয়ে ঘুরে দাঁড়াল। আমি ভয়ে থমকে গেলাম!



হেল্পার বলল, "ভাই"।



আমি ভয়ে ভয়ে বললাম "জি ভাই?"



"ঐ যে দেখতে পাচ্ছেন, আপনার পেছনে, ঐটা লাইন।"



আমার মুখের প্রাণবন্ত হাসিটা নিমিষে একজন জম্বির হাসি'তে রূপ নিলো! আকাশ-বাতাস দুলে উঠল! তাকিয়ে দেখি, একটা বিকলাঙ্গ সাপের মত অদ্ভুত ভাবে একে-বেঁকে একটা লাইন বহুদূর চলে গেছে। কড়া রৌদ্রের কারণে লেজের দিকটা দিগন্তের কাছাকাছি একটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে ঢুকেছে। ওখানে রেস্টুরেন্টের সাদা পোশাক পড়া একটা ছেলে ক্রমাগত লেজের অংশ হয়ে থাকা একটা লোককে রেস্টুরেন্ট থেকে বের করার চেষ্টা চালাচ্ছে।



ভাঙা গলায় প্রশ্ন করলাম, "ওওওঐ দিকে?"



উত্তর দেওয়ার জন্য তারা সেখানে নাই। বাস চলে গেছে। কি যাত্রী নিলো? লাইনের লেজ'তো এখনও রেস্তোরাঁর ভেতরে!



রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই গোমড়া-মুখো ভদ্রলোকের মত চেহারা করে, ক্লান্ত পায়ে অনেকক্ষণ হেঁটে পৌঁছলাম লাইনের পিছনে। রেস্টুরেন্টের বয়ের সাথে কিছুক্ষণ ফাইট করলাম।



কিছু সময় যেতে খেয়াল করলাম মাঝে মাঝেই বেনামী, নম্বর বিহীন কিছু বাস আসছে। বিভিন্ন অফিসের বাস। তাদের সাধারণ যাত্রী নেওয়ার কথা না, কিন্তু নেয়। চুরি করে নেয়।



হেল্পারের চোখেমুখে কৃত্রিম অনিচ্ছা। দরজা খুলে হেল্পার বেটা অন্য দিকে তাকিয়ে "আব্দুল্লাহপুর" বলে যাক্কুইর* দিয়ে বাসের ভেতর গিয়ে বসে থাকে। আর যাত্রীরা লাইনের বাসের লাইন ভেঙে পাখির ঝাঁক হয়ে হৈ হৈ করে বাসগুলোতে ওঠার চেষ্টা চালায়।



হেল্পার কিছুক্ষণ পর দরজার সিঁড়িতে নেমে এসে, প্রবল বেগে, না' সূচক হাত নাড়তে থাকে। প্রতিবাদ করে কেউ কেউ প্রবল হাত নাড়াকে উপেক্ষা করে উঠে যায়। হেল্পার তার নিষেধ অমান্য করা সত্ত্বেও প্রতিবাদী যাত্রীর পিঠে চাপড় দিয়ে বাসের ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার না সূচক হাত নাড়তে থাকে।



আমিও একবার গেলাম থেকেথেকে উড়া-উড়ি করতে থাকা যাত্রী-পাখির ঝাঁকের সাথে।

কিন্তু হায়!

আমার সামনের জনও পিঠে চাপড় পেল। আমি পেলাম প্রবল বেগের হাত নাড়া। লাজুক লাজুক মুখ করে ফিরে আসতে হল লাইনে।



মাঝে মাঝেই দেখলাম খালি প্রাইভেট গাড়ি'গুলো থেমে থেমে ডাকছে, আর ডাকতেই লাইন থেকে দলছুট পাখির মত লোকজন ছুটে ছুটে যাচ্ছে ওগুলোর দিকে। যাচ্ছে পাঁচ জন। হাত নাড়া খেয়ে লাজুক মুখে ফিরে আসছে তিন জন।



ফিরে এসে লাইনের ছেড়ে যাওয়ার স্থানটা খুঁজছে। কিন্তু সহজে পাচ্ছে না, কারণ যারা ঝাঁকের সাথে যায় নাই, লাইনের বাসের প্রতি বিশ্বস্ত সেই যাত্রীরা প্রতিশোধ নিতে একজন আরেক জনের পিছনে এত কাছাকাছি দাঁড়িয়ে আছে যে, সেখানে মানুষ কি, একটা চড়ুই পাখিও কাঁধে হাত দিয়ে দাঁড়াতে পারবে না।



যাহোক পাক্কা ৪৫ মিনিট পর বাসে উঠতে পারলাম। অফিসে ঢুকতেই, দেড়ি করার জন্য প্রতিদিন যাদের কথা শুনাই, তারা আনন্দিত মুখে ঘুরে তাকাল আমার দিকে। ঘড়িতে তখন এগারোটা বাজে বাজে করছে।



আমি তাঁদের আনন্দিত সম্ভাষণের উত্তরে আরও বেশি আনন্দিত হবার ভান করে উত্তর দিলাম "সুপ্রভাত"! মনে মনে বললাম, "কি ব্যাপার আজকে আপনারা এত তাড়াতাড়ি যে"? :পি

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: মিরপুর-উত্তরা যাতায়াত আসলেই এক মহাবিপত্তি!

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:০৫

আরাফাত শাহরিয়র বলেছেন: বাস বাড়লেই কিন্তু বিপত্তি কমে যাওয়া উচিৎ! ফ্লাইওভারটা হওয়াতে উত্তরা, বনানী, গুলশান-তো এখন মিরপুরের সিথানে!!!

২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:০২

বেগুনী ক্রেয়ন বলেছেন: বহুদিন বহুদিন ধরে এসব ভোগান্তিতে ছিলাম| এখন অফিস এর কাছেই থাকি

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:২৬

আরাফাত শাহরিয়র বলেছেন: ভাল করছেন। (ওয়াই)

৩| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১৭

সমুদ্র কন্যা বলেছেন: ফ্লাইওভার দিয়ে কয়েকটা বাস সার্ভিস চালু করা উচিত। আর বাসও বাড়ানো উচিত। তবে ফ্লাইওভার হওয়ার আগের রুটের বাসগুলোতো চলেই। একটু দাঁড়াতে হয়। কিন্তু এত ভোগান্তি হয় না।

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:২১

আরাফাত শাহরিয়র বলেছেন: আগের রুটের বাস? মানে যেগুলা আগারগাও হয়ে যায়? জ্যাম না অনেক ঐ দিক দিয়ে! ভোগান্তি কম কই!

আর মিরপুর ১০ নম্বরের সাথে এখন মালিবাগ, মৌচাকের কোনও পার্থক্য নাই!

সহমত যে ফ্লাইওভারের উপর দিয়ে আরও বাস সার্ভিস চালু করা উচিৎ!

৪| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:২০

নয়া_পাগলা বলেছেন: ভাই আমার বাসা কালশি রোডে।ফ্লাই ওভার হওয়াতে আমাদের কোন লাভ হয়নাই :( :( :( :( ।বাসার সামনের রাস্তায় জ্যাম বাড়াইছে।আর ঐ বজ্জাত জাবলে নুর X( X( X( X( X( এর ভারা আগারগাও থেকেও ৩০ টাকা আর পূরবী থেকেও ৩০ টাকা। ফ্লাই ওভার হওয়াতে লাভ হইছে বড়লোকের জাদের গাড়ি আছে |-) |-) |-) |-) । আমার মত গরিবের কুনো লাভ হ্য়নাই :(( :(( :(( :(( :(( :((

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:২৫

আরাফাত শাহরিয়র বলেছেন: কালশির পরে খালি জায়গা'গুলা ভরতে দেন শুধু। দোকান পাট কিছু হোক! দেখবেন তখন জ্যাম কারে কয়! বলতেছি না যে ফ্লাইওভারের উপর দিয়ে আরও বাস সার্ভিস চালু হওয়া দরকার? যদি হয় তাইলে কি অবস্থাটা হবে? তখন দাঁড়ানোর সময় কমবে ঠিকই কিন্তু জ্যামে বসে থাকার সময় বাড়বে! :পি

৫| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৩০

তাসিম বলেছেন: বাইসাইকেল কিনতে পারেন। ঝামেলা চুকে যাবে।

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৫

আরাফাত শাহরিয়র বলেছেন: লেখক বলেছেন: বুদ্ধিটা খারাপ না! দূরত্ব কিন্তু অনেক কমে গেছে ফ্লাইওভার হওয়ার পর! গুগল ম্যাপ বলছে উত্তরা থেকে হেঁটে ২ ঘণ্টা লাগার কথা! https://maps.google.com.bd/maps?hl=en&tab=wl

সাইকেলে কতক্ষণ লাগবে? এক ঘণ্টা?

৬| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৩

তাসিম বলেছেন: মাঝারি গতিতে গেলে ৪০-৪৫ মিনিট লাগে।

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৫২

আরাফাত শাহরিয়র বলেছেন: হুম! আমি সিরিয়াসলি ভাবতেছি ব্যাপারটা নিয়ে। আপনারে ধন্যবাদ। একটা ভাল সাইকেল কিনতে হবে। আর একটা জোস দেইখা হেলমেট। কিন্তু একটা ভাল সাইকেলের দামতো অনেক হবে! পাচ-ছয় হাজারের লাল নীল মোটা চাক্কার সাইকেল গুলো দিয়ে বড়জোর কালসি পর্যন্ত যাওয়া যাবে বলে আমার ধারনা! তারপর হেঁটে যেতে হবে!

৭| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৩

বনসাই বলেছেন: অসাম লিখেছেন। প্রতিদিনের যাত্রার ভোগান্তি ভুলে গেলাম।

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৫২

আরাফাত শাহরিয়র বলেছেন: ধন্যবাদ ভাই! ভাল্লাগতেছে!

৮| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:০১

তাসিম বলেছেন: সাইকেল, হেলমেট, হ্যান্ডগ্লাভস আর টুকিটাকি কিছু জিনিস ১০,০০০ টাকার ভিতরে হয়ে যাবে। এতে শরীর ভালো থাকবে আবার সময়মত ঝামেলা ছাড়াই অফিসে যাওয়া যাবে।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:১১

আরাফাত শাহরিয়র বলেছেন: আবারও অনেক ধন্যবাদ ভাই।

৯| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:০২

আমিনুর রহমান বলেছেন:

ফ্লাই ওভার দিয়ে একটা বাস সার্ভিস আছে আগারগাও টু আব্দুল্লাহপুর। 'জাবালে নুর' বাস সার্ভিস এর নাম। এদের বর্তমানে ১৩ খানা বাস যা ৩০/৩৫ সিটের বাস ১৫ মিনিট পর পর আসে আর তা প্রতি স্টপিজ থেকে ৮ জন করে ফলে অনেক লাইন এর সৃষ্টি হয়।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

আরাফাত শাহরিয়র বলেছেন: আমি জাবালে নুরের বিশাল লাইনের কথাই বলতেছি ভাই! :)

১০| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:০০

শফিক১৯৪৮ বলেছেন: আপনার উপস্হাপনা, বর্ণনা, শব্দচয়ন সব অত্যন্ত চমৎকার! খুব ভাল লাগল।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৯

আরাফাত শাহরিয়র বলেছেন: ধন্যবাদ! খুশি হলাম অনেক।

১১| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৯

রাঙ্গাকলম বলেছেন: ভাই এই দুখে মা বাবাকে ছেড়ে এখন আপনার পাশে (অফিসের পাশে) মিরপুরে থাকি.
X( X(

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:২৮

আরাফাত শাহরিয়র বলেছেন: এইটাই বুদ্ধিমানের কাজ! সারাদিন জ্যামের ভিতর গরমে, চিৎকার চ্যাঁচামেচির মধ্য দিয়ে বাসায় গিয়া ম্যাজাজমুজাজ খারাপ কইরা বাপমারে খেজি মারার চাইতে দূরে থাকা ভাল! :(

১২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:২১

রাঙ্গাকলম বলেছেন: শফিক১৯৪৮ বলেছেন: আপনার উপস্হাপনা, বর্ণনা, শব্দচয়ন সব অত্যন্ত চমৎকার! খুব ভাল লাগল।

সময় নিয়ে এই জন্য সম্পূর্ণটা পড়েছি।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:২৪

আরাফাত শাহরিয়র বলেছেন: ধন্যবাদ ভাই! :)

১৩| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

নীল-দর্পণ বলেছেন: মনে মনে বললাম, "কি ব্যাপার আজকে আপনারা এত তাড়াতাড়ি যে" =p~ =p~ :P

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:০৮

আরাফাত শাহরিয়র বলেছেন: হেহেহে!

১৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ভাই আপনি ভালো লেখেন। আপনার অন্য লেখাগুলোও পড়েছি। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো। ধন্যবাদ

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩

আরাফাত শাহরিয়র বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.