নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্র্যাক প্লাটুন

দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়

লাল সবুজের ফেরি্ও্য়ালা

বলার মত কোন বিশেষ গুনাবলি আমার নাই ।

লাল সবুজের ফেরি্ও্য়ালা › বিস্তারিত পোস্টঃ

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিছু কথা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫

ডিম আছে না মুরগীর ডিম ধরুন আপনার খুব খেতে ইচ্ছা করছে আপনার কাছে কোন টাকা নাই ওদিকে ডিম কিন্তু শরীরের জন্য ও খুব দরকার তাই ডিম খাওয়া আপনার জন্য জরুরী তাই ডিম আপনাকে খেতেই হবে ।তাই ডিম কিনার জন্য আপনি টাকা ধার করতে গেলেন আপনার বন্ধুর কাছে ,আপনার বন্ধু আপনাকে টাকা দিবে কিন্তু শর্ত হল আপনি তাঁর থেকে ১০ টাকার ধার করলে পরে তাকে ফিরত দিতে হবে ৩০ টাকা এবং ধার করা টাকা দিয়ে ডিম কিনতে হবে তাঁর দোকান থেকে।ভাঁজতে হবে আপনার বাড়িতে আপনার কাঠ পুড়িয়ে আপনার তেল মরিচ দিয়ে এবং ডিম খেতে হলে তাকেও দিতে হবে অর্ধেক খানি ।কেউ যদি খুব বোকা না হয় তা হলে সে কোন দিন ও এভাবে ডিম খাবে না ।আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এর চুক্তিটা ঠিক সেই রকম বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দ্বিগুণ সুদে ঋণ নিতে হবে ভারতীয় ব্যাংক আবার সেই ঋণ এর টাকায় কয়লা কিনতে হবে ভারত থেকে আবার সেই কয়লা দিয়েই আমাদের সুন্দরবন ধবংস করে যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে তা থেকে উৎপাদিত অর্ধেক বিদ্যুৎ দিতে হবে ভারত কে ।কিন্তু আমরা এত বোকা না তাই আমরা এই বিদ্যুৎ কেন্দ্র চাই না তাই সকলের প্রতি আহ্বান হাতে হাত ধর যে যেভাবে পারো ।

"যদি থাকে সুন্দর মন এসো বাঁচাও সুন্দরবন"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.