![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কোন বিশেষ গুনাবলি আমার নাই ।
আমি কে??কি করি??কোথায় থাকি???
আমি সেই জাতির একজন যেই জাতির একজন মেয়ে মতো হাজারো লোকের সামনে 'ম্যারি মি আফ্রিদি' লেখা পোষ্টার তুলে ধরে।
আমি সেই জাতির একজন যেখানে আলেম মাওলাদের কথায় শুয়রের সাথে সহবাস করতে হয়।
আমি সেই জাতির একজন যেখানে হরতাল দেয়া হলে ছাত্ররা উল্লাস করে।
আমি সেই জাতির মাঝে একজন যেই জাতি একজন রাজাকারকে শহীদের মর্যাদা দেয়।
আমি সেই জাতির মাঝে একজন যেই জাতিতেপাকিস্তানের সমালোনা করলে মালু আর ইন্ডিয়ার করলে ছাগু উপাধি দেয়া হয়,অথচ কখনোই বাংলাদেশের দালাল উপাধী দেয়া হয় না।
আমি সেই জাতির একজন যারা ৩৬৫ দিন ফেলানী হত্যা নিয়ে মুখের ফেনা তুলে অথচ একদিন্ও ৩০ লাখ শহীদ নিয়ে কথা বলে না।
আমি সেই জাতির মাঝে একজন যেখানে জয় বাংলা মানে আওয়ামীলীগ করা আর নারায়ে তাকবীর বলতে শিবির করা বোঝানো হয়।
আমি সেই জাতির একজন যেখানে রাজনৈতিক গ্যাঞ্জামের কারনে ৩৬৫ দিনের মাঝে ২০০ দিন স্কুল কলেজ বন্ধ থাকে।
কি ভাবছেন আমাকে?জয় বাংলার লোক?শিবিরের লোক??কিংবা জিয়ার সৈনিক???
নারে ভাই তাদের সবাইকে আমার চেনা হয়ে গেছে।
আমি নারীদের তেতুল বলি
আমি নিজে বানানো ফতোয়া দেই না ফতোয়াকে অস্বীকার করি।
লগিবৈঠা দিয়ে হাজারো মানুষ মারি না।
সংখ্যালঘুদের দেশ থেকে তাড়াতে চাই না।
মিছিল থেকে ধরে নিয়ে যেয়ে রগ কাটি না কিংবা চাপাতি দিয়ে কোপাই না।
বিশ্বাস করি না বোরখা পড়লেই ধর্ষন থেমে যাবে।
আমি শুধু জানি যে আমি একজন মানুষ এবং ততোটাই ধার্মিক যতটুকুতে আমার মনুষ্যত্ব বিলীন হবে না।
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১
লাল সবুজের ফেরি্ও্য়ালা বলেছেন: জান তো একদিন না একদিন যাবেই ভাই আর মান যারা দিতে জানে তারা মান পাবেই ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯
মনুমনু বলেছেন: ও ভাই ফেরিওয়ালা.... মনের কথা কইতে গেলেইত জান থাকে না।
মান থাকে না।