নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্র্যাক প্লাটুন

দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়

লাল সবুজের ফেরি্ও্য়ালা

বলার মত কোন বিশেষ গুনাবলি আমার নাই ।

লাল সবুজের ফেরি্ও্য়ালা › বিস্তারিত পোস্টঃ

একজন জাফর ইকবাল

১০ ই জুন, ২০১৪ ভোর ৫:০৩

জাফর ইকবাল স্যার ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ইদানিং বেশ তৎপর হয়ে উঠেছে সে পুরানো কথা ।এই বিষয় এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল সেটা নতুন কথা কারন তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম ছেলেটি আমাকে বললো " সায়েন্স ফিকশন মুভি নকল করে... বই বানিয়ে,,, আমি ও বিখ্যাত হতে চাই___ বিখ্যাত ষাঁড়!!!!!!!! আমি কথা শুনে নিজেকে সামলে নিয়ে জানতে চাইলাম সেই কি এমন কোন কথা কোথায় বলেছে ? না তা বলেনি তবে তা আমি জানি । আমি জানতে চাইলাম সে কি জানে কতটুকু জানে । প্রশ্ন ছুড়ে বললাম তার নকল করা দুই এইটা বইয়ের নাম আর কোন মুভি থেকে নকল করলো বলো দেখি? ছেলেটি দাবি করলো স্যার এর সব লেখাই নকল , নকলের উৎস না বলেই পিছন ফিরে চলে গেলো ।



আমি মনে মনে ভাবতে থাকলাম আচ্ছা মানুষটা সম্পকে তার ধরনা কতখানি কথা থেকেই বুঝা যায় । প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়ে যেমন এ+ পাওয়া গেলেও সত্যিকারের মেধাবী হওয়া যায় না তেমন কেউ কারো জিনিস নকল করে জাফর ইকবাল কিংবা বিখ্যাত হতে পারে না ।ছোট বেলার শোনা আষাঢ়ে গল্প নজরুলের কবিতা চুরি রবীন্দ্রনাথ বিখ্যাত হয়েছে । মনে মনে হাসলাম।



এবার জাফর স্যার এর কথায় ফিরে আসি , ছোটবেলার পড়া স্যার এর কিশোর উপন্যাস এর কয়েকটি কথা আমার মনে আজো গেঁথে আছে " বিখ্যাত হচ্ছে লটারীর মত যার কপালে রয়েছে সে হবে, সেজন্য যে কখনো বিখ্যাত হবার চেষ্টা করতে হয় না । মানুষ হওয়ার চেষ্টা করতে হয় ।" আর সেই চেষ্টাটা আমাদের সমাজে করতে সবার যত আপত্তি আর কেউ যদি তা চেষ্টা করে আমরা তাকে বিখ্যাত হতে চায় বলে ঠাট্টা তামাশা করি ।





" একজন বিখ্যাত মানুষ দিয়ে কি হবে কিন্তু একশ জন খাঁটি মানুষ দিয়ে একটি দেশ বদলে যেতে পারে "---জাফর ইকবাল



একজন মানুষ কতখানি ভালো হলে তার জন্য তার শত শত ছাত্রছাত্রী রাস্তায় নামে , তার এক কথায় রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার পাশে দাঁড়ায়, তাঁর বই পড়ে বাচ্চারা তাকে পাগলের মত ভালোবাসে । যারা তার লেখা না পড়েই নানা জ্ঞানী কথা বলেন তারা শুধু একটা বই মেলা তে তার বইয়ের দোকান টা ঘুরে আসবেন প্লিজ বাকিটা নিজেই বুঝে যাবেন । হাত কাঁটা রবিন , দিপু নাম্বার টু , আমি তপু , আমার বন্ধু রাশেদ ,দুষ্ট ছেলের দল,টি-রেক্সের সন্ধানে এর মত কিশোর উপন্যাস , নয় নয় শূন্য তিন,কপোট্রনিক সুখ দুঃখ , ফিনিক্স এর মত বৈজ্ঞানিক কল্পকাহিনী কারো মুভি থেকে মারছে শুনলে যে কারোই হাসি পাবে । একবার চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ এ এসে ঘুরে যাবেন বুঝতে পারবেন স্যার কে কেন মানুষ ভালোবাসে ।



তারপর ছেলেটির সাথে আমার দেখা হয়েছে সে আমাকে নানা ভাবে অপমান করার চেষ্টা করে না পেরে আমাকে ষাঁড়বান্ধব প্রানী উপাধি তে ভূষিত করেছে । কিন্তু তাহাদের মহান প্রশ্ন ফাঁস এর কথাটি বার বার এড়িয়ে গিয়েছে যত দোষ করছে ওই জাফর ইকবাল কারন তিনি তাদের ভবিষ্যতের কথা ভেবে রাস্তায় নেমেছেন ।



এই সব মানুষ এর কথা শুনলে মার্ক টোয়েইন এর বিখ্যাত উক্তি মনে পড়ে যায় " মূর্খদের সাথে কখনো তর্কে জড়াবেন না , কারন তাদের কোন বিষয় সম্পর্কে জ্ঞান নেই , তারা প্রথমে আপনাদের তাদের স্তরে নামিয়ে আনবে তারপর আপনাকে তাদের অভিজ্ঞতা দিয়ে আঘাত করবে ।"



জাফর ইকবালরা ক্ষনজন্মা আর এসব ছেলেরা প্রতিদিনই জন্মায় যারা চাইবে নিজেকে বিখ্যাত করে তুলতে কিন্তু খাঁটি মানুষ হবার চেষ্টা করবে না তাই তারা কোনদিন জাফর ইকবাল হতে পারবে না।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ ভোর ৬:০৬

কলাবাগান১ বলেছেন: "জাফর ইকবালরা ক্ষনজন্মা আর এসব ছেলেরা প্রতিদিনই জন্মায় যারা চাইবে নিজেকে বিখ্যাত করে তুলতে কিন্তু খাঁটি মানুষ হবার চেষ্টা করবে না তাই তারা কোনদিন জাফর ইকবাল হতে পারবে না। "

২| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৬

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: বুঝলাম স্যার ক্ষণজন্মা। স্যার খুব ভালো মানুষ। তবে তার বিরুদ্ধে নেটে অনেক অভিযোগ পাওয়া যায়। আমি সত্যি মিথ্যা জানি না।

অনেকে বলে থাকেন তার লেখা চুরি করা। এই ব্যাপারে কি বলবেন।

কপি--অ্যালিয়েন মুভি (১৯৭৯) ::: পেস্ট-- ট্রাইটন একটি গ্রহের নাম (১৯৮৮)
কপি--ম্যাটিল্ডা মুভি (১৯৯৬) ::: পেস্ট-- নিতু আর তার বন্ধুরা (১৯৯৯)
কপি--বেবি'জ ডে আউট মুভি(১৯৯৪) ::: পেস্ট-- মেকু কাহিনী (২০০০)
কপি--এ চাইল্ড কলড ইট (১৯৯৫) ::: পেস্ট-- আমি তপু (২০০৫)
কপি--পিচ ব্ল্যাক মুভি (২০০০) ::: পেস্ট-- অবনীল (২০০৪)

আমি আবারো বলছি এটা আমার অভিমত না, নেটে ব্যাপকভাবে এটা নিয়ে প্রচারণা চলছে, তাই বললাম আর কি? আশা করি একটা গ্রহণযোগ্য উত্তর পাব।

৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮

rakibmbstu বলেছেন: অনুবাদ সাহিত্য বলে কিছু যে আছে তা কি কেউ জানে না নাকি? B:-) B:-) B:-)

৪| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

নামগোত্রহীন বলেছেন: অনলাইনে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রধান ও সবচেয়ে বড় কারণ জামায়াত-শিবিরের বিপক্ষে তার শক্ত অবস্থান। এটা একমাত্র ‘ছাগল’ সম্প্রদায় ছাড়া সবার জানা। নকল করে পুস্তক রচনা ইত্যাদি একেবারেই ফালতু কথা। স্যারের সেই কথার সাথে শতভাগ সহমত-" একজন বিখ্যাত মানুষ দিয়ে কি হবে কিন্তু একশ জন খাঁটি মানুষ দিয়ে একটি দেশ বদলে যেতে পারে "।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.