![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কোন বিশেষ গুনাবলি আমার নাই ।
ভারতের কাছে ৫৮ তে অল আউট হয়ে জাতির কাছে ক্ষমা চাইলো মুশফিক
ক্ষমা চাইবার কিছুই নাই যা হবার হয়ে গেছে তোমরা ভালো করেই জানো আমরা ১ ঘণ্টা ২ ঘণ্টা বেশি গেলে ১ দিন মন খারাপ করে বকাবকি করবো , খেলা দেখবো না এই করবো সেই করবো প্রলাপ বকাবো কিন্তু কেউ কোনদিন বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি বাংলাদেশের খেলা দেখবো না আর পারলেও কারো পক্ষে যে কতদিন সেটা করা সম্ভব তা ভালো করেই জানা আছে ।
আজকের কথা বাদ দিলাম ৫৮ এবং ১০০ এর আগে তো আগে অনেকবার অল আউট হয়ে গেছে কেউ কি খেলা দেখা বন্ধ করছে করে নাই। উল্টা পাল্টা অনেক কিছুই কিন্তু করছে খেলা দেখা বন্ধ হয় নাই ।যখন সাকিবের ব্যাট হাসবে , মুশির মুখে হাসি দেখবো ১ জন বিজয়,মমিনুল আর তাসকিন কে আবিষ্কার করতে পারবো তখন ঠিক আবার ওদের নিয়ে স্বপনের ডানা ঝাপটাবো ।
দোষটা আসলে ওদের না আমাদের মহামান্য নির্বাচকদের যারা দিনের আলোতে চোখে কালো চশমা পড়ে ঘুরে ১৬ কোটি বাঙালি তাদের আবেগ দিয়ে সেই চশমা খুলতে পারেনা । কোন বোলার ৫ ম্যাচ খেলে ২ উইকেট নিয়ে টিমে টিকে যায় শুধু অভিজ্ঞতার কারণে আর কোন বোলার ৫ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়ে ও টিমে থাকতে পারে না তাকে অভিজ্ঞতা লাভের সুযোগ দেয়া হয়না তখন কিন্তু ওই ৯ মাচে ২ উইকেট পাবা বোলারটার মাঝে ভালো করার চেষ্টা কতটুকুই হবে । রাজ্জাক আর আরফাত সানীর কথা বলছিলাম।
শুধুমাত্র স্বজনপ্রীতির কারণে সম্পূর্ণ অফ ফর্মে থাকা প্লেয়ারটিও যখন দলের ওপেনিং এর মত গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে টিম থেকে বাদ পরবে না তখন কিন্তু নতুন একটা বিজয় বের হয়ে আসবে না । আমি কার ভায়রা ভাই তাই বলে গায়ের জোরে অফ ফর্মে থাকা প্লেয়ারটিকে তো কোন যুক্তিতেই টিমে রাখা যায় না । তাহলে দোষটা কার নির্বাচক না ওদের। রিয়াদ আর তামিমকে যদি দেশের স্বার্থে দলের বাইরে রাখা হয় বলে দিতে পারি ওদের ফিরতে খুব একটা সময় লাগবে না কারণ তাদের মাঝে চেষ্টা আর পরিশ্রমটা বৃদ্ধি পাবে ।
১জন তাসকিন , মমিনুল আর বিজয় কে আমরা খুজে পাই যে ক্রিকেট লীগে সে লীগটি যদি বন্ধ করেই রাখা হয় যেখানে আমরা নিয়মিত সিরিজ খেলতে পারছি না সেখানে এইরকম আন্তর্জাতিক আসর আমরা নিজেরাই বন্ধ করে রাখি তাহলে তো মাসের পর মাস জয় হাতছাড়া হওয়াটাই স্বাভাবিক ।
বাংলাদেশ আমার মা আর ক্রিকেট হচ্ছে সেই মায়ের এক সন্তান তাকে নিয়ে অনাদর আর অবহেলা করলে তাঁর থেকে পরিপূর্ণতা আশা করাটা যে অন্যায়। যাকে আমরা এতটা ভালোবাসি সেই ভালোবাসা আর আবেগের মূল্যটুকু দিবেন মাননীয় ক্রিকেট বোর্ড আর নির্বাচকমণ্ডলী এবং তোমরা ক্ষমা চাই না চাই ভালোবাসার প্রতিদান ১৬ কোটি মানুষের মুখের হাসি এইটুকুই ।
বাংলাদেশ আমৃত্যু
২| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:০৭
লাল সবুজের ফেরি্ও্য়ালা বলেছেন: নির্বাচক পরিবর্তন করে কি হবে যদি তাদের নির্বাচনের দৃষ্টি পরিবর্তন না হয় ।
৩| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:৫১
কেএসরথি বলেছেন: হে হে আমাদের স্টাইলটা কি জানেন? আমরা যখন কেউ একটু ভালো খেলি, তখন ওস্তাদ হয়ে যাই।
ধরেন সাকিবের কথা - ও ভালো করছে এবং করবে। কিন্তু সাকিবের মনে কোন ভয় নাই। সাকিব কখনও ভাবে না "আমি খারাপ করলে, পরবর্তী টুর্নামেন্টে আমাকে বাদ দেয়া হবে"। কারন সাকিব জানে, ভালো করুক আর খারাপ করুক - ওর স্থান বাংলাদেশ দলে পার্মানেন্ট।
এটাতো গেল সাকিবের কথা, যে কি না ভালো খেলেই যাচ্ছে। কিন্তু অন্য খেলোয়াড়রাও একই রকম ভাবেন। তামিম জানে বাংলাদেশ ওর মতো আরেকটা লড়াকু ব্যাটসম্যান এখন পাবে না। তাই খেলায় ভালো করার পেছেন শুধুমাত্র ব্যক্তির ইচ্ছাটাই আছে - ভয় নেই।
আজকে আমাদের দলের ১১জনের মাঝে, ৬/৭ জন খেলোয়াড় পার্মানেন্ট। মানে এরা যত বাজেই খেলুক না কেন, আগামী ১-২ বছরের মাঝে এদের দল থেকে বাদ দেয়া হবে না।
আর আমাদের এইসব ক্রন্দন যদি কেউ শুনত, তাহলে বলতাম "ভাইরা আমাদের খেলোয়াড়গুলোকে একটা সলিড ডায়েটে আনা হোক - তাদের পুষ্টিকর খাবার খাইয়ে মোটা তাজা করা হোক।" আল্লাহর কসম একবার এটা মেনে চলা হোক, এরপর দেখবেন আমাদের খেলা কি করে বদলে গেছে।
কিন্তু কোন বালছাল শুনবে না। সবাই ব্যস্ত "খেলোয়াড়দের উন্নয়নে বিদেশ সফর" নিয়ে।
৪| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৩
আহসানের ব্লগ বলেছেন:
৫| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৯
bakta বলেছেন:
৬| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তামিম ইকবালকে অতি অবশ্যই ঘাড় ধরে বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া উচিৎ। একটা ননসেন্স খেলোয়াড়!
৭| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩
সময়ের ডানায় বলেছেন: তামিম, মাহমুদুল্লাহ, রাজ্জাক, জিয়াউর বাদ।
এদের খেলা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়।
এগুলারে পাবলিক টয়লেটের সামনে লাইন ধরাইয়া খাড়া করাইতে হইবে। আশা করি তিনমাস এভাবে দাড়া করাইয়া ট্রেনিং দিলে সব ঠিক হয়া যাইব।
৮| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খেলার ভিতর রাজনীতি!
এরকম তো হবেই।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ রাত ১:০০
মতিউর রহমান মিঠু বলেছেন: আজকের ব্যাটিং ব্যর্থতার কোন অজুহাত চলেনা। স্বজন প্রিতীর কথা সত্য বলছেন।
তামিম, রিয়াদ, নাসির অনেক দিন ধরেই ফর্মে নেই এদের কিছুদিন দলের বাইরে রাখলে কি এমন ক্ষতি তা বুঝতে পারছিনা।
আমার মনে হয় এখন এসব নির্বাচক পরিবর্তন করা উচিত।