নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো দিগন্তের পানে.....

আমার জন্য আলো জ্বেলোনা কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে ফিরবনা .........

লালমিয়াভাই

আমি আকাশ পছন্দ করি, আকাশে উড়ে বেড়াতে ভালোবাসি...।ভালোবাসি সবুজ, ভালোবাসি সাগর আর পাহাড়কে....। ভালোবাসি মা কে, ভালোবাসি তোমাকে....তবে সবচেয়ে বেশি ভালোবাসি প্রিয় মাতৃভূমিকে.....।

লালমিয়াভাই › বিস্তারিত পোস্টঃ

কোটা বিরোধী ছাত্রদের উপর পুলিশের অ্যাকশন !!

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

চাকরিতে বিদ্যমান সব ধরনের কোটা বাতিল ও ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় পরীক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পরীক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের দিকে সরে যেতে বাধ্য হয়। আরেকটি অংশ তখনো শাহবাগে অবস্থান করছিলেন। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে তাঁরাও পিছু হটে। এরপর চারুকলা অনুষদের সামনের রাস্তায় পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ।



পুলিশের রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান প্রথম আলো ডটকমকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই তাঁদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।



"ওহে নাবালক পুলিশ, যখন বেজম্মা চত্ত্বরে হনুমান সরকার রা ২ মাস কালব্যাপী ফালাফালি করেছে আর কোক বিরানী গিলে দেশের আইন শৃঙ্খলার তেরটা বাজিয়েছিল তখন তোমাদের শৃঙ্খলাবোধ কই ছিলো ! স্যালুট তোমাদের আর তোমাদের এই সরকার বাহাদুরকে। তবে তোমরা মনে রেখ - এক মাঘে শীত যায়না।"



লিঙ্কঃ View this link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫২

চোরাবালি- বলেছেন: :-P :-P :-P :-P :-P

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

মুঘল সম্রাট বলেছেন: মেধা যুক্ত রাষ্ট চাই।

৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১১

নির্ভীক আহসান বলেছেন: এইডা বিরানী আন্দোলন না, এট্টু-আধডু অ্যাকশন হবেই B-)

৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............


এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................

৫| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

হাসান কালবৈশাখী বলেছেন: দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে! বেশিরভাগ দফতরে নারীকোটা ১০ ভাগও পুরন হয় নাই।
মহিলা বিদ্দ্যেষি আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

৬| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫

বিভ্রান্ত মানুষ বলেছেন: @ হাসান কালবৈশাখী বলেছেন: চুদান আলাপ কত দিন করবি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.