![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
সামহোয়্যারের এই বিপুল জনপ্রিয়তার মাঝে আমাদের একটা ক্ষুদ্র ভুমিকা আছে ।
ভুমিকাটা হচ্ছে ভেলরি টেইলর নিয়ে যখন আমরা একটা আন্দোলন করি , তখন শত সহস্র ইমেইলের মাধ্যমে এই সাইটটির কথা অনেক অজানা জায়গায় ছড়িয়ে যায় । -
ঠিক এই মুহুর্তে মনে পড়ছে এরকম একগাঁদা নাম আমি বলতে পারব , যে ব্লগাররা সামহোয়্যারের নাম কোনদিনই জানতেন না , হয়তো কোনদিনই তারা ব্লগিং করতে আসতেন না , কিন্তু ভেলরি টেইলর বিষয়ক মেইলে লিংক পেয়ে তাঁরা এই ব্লগের খবর পান ।
এই ধারা অব্যাহত আছে । শওকত হোসেন মাসুম আর রাশেদের মতো জনপ্রিয় ব্লগার যেরকম আমরা এই প্রচারনায় পেয়েছি , ঠিক একই ভাবে লীনা দিলরূবার মতো আরো নতুন নতুন ব্লগার এখনও সেই মেইলের ফরোয়ার্ডিং পেয়ে সামহোয়্যারে ভিড় করছেন ।
এই লোকরা ব্লগিংয়ে উৎসাহিত হয়েছিলেন কারন তারা মনে করেছিলেন ব্লগ একটা প্রতিবাদের জায়গা , ব্লগ একটা সত্য উচ্চারনের মাধ্যম ।
এই সত্য উচ্চারনের প্লাটফরমকে রক্ষা করার একটা নৈতিক দায় তাই আমাদের বাকী সবার ।
আমার একটা পোস্ট এই মাত্র সরানো হয়েছে , এবং হয়তো এই পোস্টের জন্য আমাকে ব্যানও করা হতে পারে ।
কিন্তু , আমরা নিরূপায় ।
শত শত ব্লগার প্রয়োজনে ব্যান খেতে পারে ,
কিন্তু ঘাস খাওয়া আর সব্জি খাওয়া যে এক নয় , সেটা তো কাউকে না কাউকে বলে যেতেই হবে ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
নিঃসঙ্গ বলেছেন: উঁ
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
সু-শান্ত বলেছেন: লড়ার কিছু আসলেই আছে কি যদি অপরপক্ষ পেছন দিক থেকে ছুরি মারে? হাসিব ভাইকে ব্যান করা মানে তো পেছন দিক থেকেই ছুরি মারা।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬
জান্নাতী বলেছেন: ভালো লিখেছেন। 'কিন্তু ঘাস খাওয়া আর সব্জি খাওয়া যে এক নয় , সেটা তো কাউকে না কাউকে বলে যেতেই হবে।'- খুবই ভালো লিখেছেন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬
রাগিব বলেছেন: আরিল ও জানা -- এই দুজনের বিবেচনার উপরে আমার আস্থা ছিলো। হঠকারি মডারেশনের জন্য যেকোনো ইন্টারনেট সাইট অল্প দিনেই ১নম্বর থেকে সবার পেছনে চলে যেতে পারে। এই কথাটা যে কোনো ওয়েবভিত্তিক সাইটের মনে রাখা দরকার।
ব্লগারদের লেখা ছাড়া কোনো ব্লগেরই কোনো মূল্যই নেই। ইউজারেরাই নমস্য ইন্টারনেটে।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭
শিরোনামহীন বলেছেন: সেটাই। স্বাগতম।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
ইউনুস খান বলেছেন: জেবতিক ভাই পোস্ট ফ্লাডিং এ একজন ব্লগার কখন অবিবেচক হয় আশা করি এখন বুঝতে পারছেন।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: উঁ
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯
রাগিব বলেছেন: এই পোস্টও শহীদ!!
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
সুদীপ্ত বলেছেন: লড়াই চলবে। কোন অবস্থাতেই থামবো না, সম্পূর্ণ ব্যান না হওয়া পর্যন্ত। আবার আসবো নতুন নিক নিয়ে। হার মানতে রাজি নই।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
অপু ফিরোজ বলেছেন: +
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
শিরোনামহীন বলেছেন: রাগিব ভাইয়ের সাথে একমত। রেগুলার ব্লগাররা লেখা বন্ধ করে দিলে সামহোয়্যারের দুর্দিন আসতে সময় লাগবে না। অহনহকারের কথা নয়, এটাই চরম বাস্তব যেটা মাননীয়(!) মডারেটররা বুঝতে পারছেন বলে মনে হয় না।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪১
ফিউশন ফাইভ বলেছেন: গতকাল মাহবুব মোর্শেদ খুব কৌশলে এই পোস্টে অমি রহমান পিয়ালকে লোকালটক বলে চালাতে চেয়েছেন। এবং সুকৌশলে তার বিরুদ্ধে বিষোদগার করেছেন। অথচ সেই পোস্ট প্রথম পাতা থেকে সরানো তো হয়নি বা তাকে দণ্ড দেওয়া হয়নি। হাসিবের ব্লগ বাতিল হওয়ায় আমার খুবই খারাপ লাগছে। তাকে আমি অনেকদিন ধরেই চিনি। বাবুয়ার ব্লগ মুছে ফেলাও কোনোক্রমেই উচিত হয়নি।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪২
আহসান হাবিব শিমুল বলেছেন: আপনার ঐ লেখা পড়ে আমিও প্রথম সামহোয়ারউন সম্পর্কে জানতে পারি।
কোন পোষ্টটা সরানো হয়েছে?
মডারেটরদের শুভবুদ্ধির উদয় হোক।
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪২
সুদীপ্ত বলেছেন: তুমি যাকে মৃত্যু বল, তুমি যাকে বলো শেষ, সমূল পতন; আমি তার গভীরে বিশ্বাসী; বারুদের চোখ দেখে বলি, "এই সব মৃত্যু কোন শেষ নয়, সব নয়, এই সব মৃত্যু থেকে শুরু হয় আমাদের সূর্য্যময় পথ।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৪
পুরানপাগল বলেছেন: এসব কিসের আলামত বাবা!!!!!!!!!!!!!!!!
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৪
সুদীপ্ত বলেছেন: আহসান হাবিব শিমুল: মুকুল, আরিফ জেবতিকের এই পোস্ট এবং আগের পোস্ট, লোকালটকের সর্বশেষ পোস্ট সরানো হয়েছে। এছাড়া তামিম ইরফান সব লেখা সরিয়ে ফেলেছেন। কাকভুষুন্ডির পোস্ট ডিলিটেড।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ... ... ... ... ... ...কি আর বলব জেবতিকদা...মাঝে মাঝে হাসি পায়, মাঝে মাঝে পায়না...
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৫
রেটিং বলেছেন: উ
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৫
মনির হাসান বলেছেন:
.. আরিফ ভাই প্রথম পাতায়তো পোস্ট আছেতো !
যাই হোক .. ব্লগারদের লেখা ছাড়া কোনো ব্লগেরই কোনো মূল্যই নেই। ইউজারেরাই নমস্য ইন্টারনেটে।
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৭
ইউনুস খান বলেছেন: @সুদীপ্ত আপনাকে একজন পুরান পাপী বলে মনে হচ্ছে।
আপনার এখনকার উদ্দেশ্য নিয়েও সন্দেহ আছে।
অন্ধকারে শিকার করা ঠিক না।
২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০
সুদীপ্ত বলেছেন: ইউনুস, আন্দাজে কথা না বললে খুব খুশি হব। আমার আগের নিক অরণ্যচারী, সেই নিকে আপনার সাথে ভালোই খাতির ছিল। আমি সবাইকে জানিয়েই নিক চেঞ্জ করেছি। আপনি জানেন না দেখে অবাক হলাম।
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২
মনির হাসান বলেছেন: প্রথম পাতায় নাই ! ? !
২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২
সুদীপ্ত বলেছেন: আমার উদ্দেশ্য সব সময়ই পরিষ্কার - কোন অন্যায়ের কাছে মাথা নত না করা।
অন্যায়ের প্রতিবাদ স্বরূপ নতুন কোন পোস্ট লেখা থেকে আপাতত বিরত থাকছি। পোস্ট দিলেও লাভ নেই, জেনারেল থেকে ওয়াচ কিংবা ব্যানে চলে যাব।
২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯
২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
ইউনুস খান বলেছেন: সরি অরণ্যচারী ভাই আমি জানতাম না। অনেকদিন ব্লগে আগের মতো নিয়মিত না। আপনের পোস্ট টি চোখেই পড়েনি।
সরি
সরি
সরি
চিনতে পারিনি বলে বলেছি।
২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
সুদীপ্ত বলেছেন: ইটস ওকে @ ইউনুস খান
২৮| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি চলে গেলেন কেন? এখন তো আপনাকে দরকার।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪
কাক ভুষুন্ডি বলেছেন: উঁ