নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ

সোনালী ঈগল২৭৪

সোনালী ঈগল২৭৪ › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবনের কথকতা -১

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯



১ . ব্লগে আমি একেবারেই নতুন , মাত্র মাসখানেক হল , পোস্টের সংখ্যাও খুব একটা বেশি না , বেশিরভাগ সময় ব্লগে সাধারণত বিভিন্ন ব্লগারদের লেখা পড়া হয় , এই ব্লগে বেশ কিছু সম্ভাবনাময় তরুণ ব্লগার ( আমিও বয়সে তরুণ ) আছে যাদের সহজ সরল লেখাগুলো মন ছুঁয়ে যায় । একেকজনের লেখার পারদর্শিতা একেক বিষয়ে , আসলে ব্লগ আমাদের সমাজের সবস্তরের মানুষের মধ্যে তাদের মনোভাব প্রকাশের একটা সুন্দর প্লাটফর্ম করে দিয়েছে , নানান মানুষের নানান ধরণের মত থাকবে , সবার কথাতেই যুক্তি আছে , ভিন্নমত থাকলেও আমাদের প্রত্যেকের উচিত সবার মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা । মন্তব্য প্রদানের ক্ষেত্রে আক্রমণাত্মক মনোভাব পরিহার করা উচিত।

২. দেখতে দেখতে পিএইচডি রিসার্চ প্রায় শেষ হয়ে আসলো , আর মাসখানেকের মধ্যেই হয়তো ডিগ্রি হাতে পাবো । কিভাবে এই বিদেশ বিভুঁইয়ে চার বছর কেটে গেলো বুঝতে পারলাম না ।আমি আমার সম্পূর্ণ শিক্ষাজীবনে কখনোই বাড়ির বাহিরে যাইনি , স্কুল , কলেজ , ইউনিভার্সিটি সবকিছুই বাসা থেকে করেছি , বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে হলে খুব কম সময়ের জন্য থাকা হয়েছে , বাসা থেকে বের হলাম একেবারেই দেশের বাহিরেই চলে আসলাম । চার বছরের কাজের ব্যাস্ততায় একাকীত্ববোধ খুব বেশি অনুভূত হয়নি , কিন্তু ইদানিং খুব একঘেয়ে লাগছে , মনে হয় অনন্তকাল ধরে কেবল কাজ করেই যাচ্ছি ।

৩. গতকাল আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রের সাথে পরিচিত হলাম , সে সম্প্রতি এখানে আন্ডারগ্র্যাড লেভেলে পড়াশুনার জন্য এসেছে , কথায় কথায় জানলাম সে আমাদের নিকট প্রতিবেশী দেশের নাগরিক ( ভারত কিংবা পাকিস্তান নয় ) ।তাকে যখন জানালাম আমি বাংলাদেশের নাগরিক এবং আমরা প্রতিবেশীদেশ সে শুনে তাজ্জব বনে গেলো ! সেই ছাত্রের আঠারো বছরের জীবনে সে নাকি বাংলাদেশের নাম শুনেনি !!!! যদিও তাকে আমি বাংলাদেশ বিষয়ক বহু তথ্য তাকে বিতরণ করলাম এবং জানালাম তাদের দেশ থেকে প্রচুর শিক্ষার্থী আমাদের দেশের মেডিকেল কলেজ গুলোতে পড়তে আসে । সে আসলেই জানেনা নাকি ভাব ধরার জন্য বললো বুঝলাম না । যাই হোক বিদেশে পড়াশুনাকালীন সময়ে প্রচ্ছন্ন বর্ণবৈষম্যের একটা ব্যাপার আমার চোখে পড়েছে , এই সময়গুলোতে কমপক্ষে বিভিন্ন দেশের প্রচুর শিক্ষার্থীর সাথে মেলামেশার সুযোগ হয়েছে , বাস্তবে সত্যি হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশ গুলোকে অনেক খাটো চোখে দেখা হয় , বহুজাতিক শিক্ষার্থীদের আড্ডায় সুদূর আফ্রিকার কোনো এক দারিদ্র পীড়িত দেশ থেকে আসা শিক্ষার্থীকে কৌশলে পাশ কাটিয়ে রাখা হয় । বিশেষত ইউরোপীয়ানদের মধ্যে এই প্রবণতা প্রচুর , অথচ আফ্রিকার দুর্ভিক্ষ আর যুদ্ধপীড়িত দেশের একজন শিক্ষার্থীকে এক পাহাড়সমান চ্যালেঞ্জে জয়ী হয়ে জীবনে এতদূর আসতে হয়েছে যা কিনা গল্পগাথার কোনো কাহিনীকেও হার মানাবে ।

৩ . জাপানে স্কুল লেভেল কিংবা আন্ডারগ্র্যাড লেভেলের কোনো শিক্ষার্থীকে যদি বাংলাদেশ সম্পর্কে কোনো প্রশ্ন করা হয় এদের বেশিরভাগের উত্তর থাকে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি , আর আমাদের দেশে ট্রেনগুলোতে মানুষ বাদুড়ঝোলা হয়ে চলাচল করে ( এদের কাছে বাংলাদেশের ট্রেডমার্ক হচ্ছে ইজতেমা শেষ হবার দিন প্রচুর যাত্রী বোঝাই যে ট্রেন যায় সেটা ) । কিন্তু গর্ব করার মতো আরো অনেক জিনিস আমাদের দেশের আছে আর আমরা একটু একটু করে উন্নত হচ্ছি , আমার মনে হয় বিদেশে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করাটা বেশি জরুরি।

৪. আমার কাছে বাংলাদেশের মানুষকে মনে হয় বেশ খানিকটা নৈরাশ্যবাদী , কিছুটা কল্পনাপ্রিয় , চ্যালেঞ্জগ্রহনে অনিচ্ছুক আর খুব বেশি সমালোচনাপ্রবন , প্রশংসা কিংবা ধন্যবাদ দিতে জানিনা । এই যেমন কারো সাথে কথা বললেই সে দেশের বর্তমান পরিবেশ , যোগাযোগ ব্যবস্থা কিংবা সামাজিক অস্থিরতা নিয়ে হতাশা প্রকাশ করে এবং ভবিষ্যৎ নিয়ে কোনো আশা দেখে না ।কিন্তু বাস্তব হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল যদি কিছু বিষয় ঠিক থাকে , আমরা এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি , যার অর্থ হচ্ছে অনুন্নত অবস্থা থেকে উন্নতির দিকে যাচ্ছি ,এক স্তর থেকে আরেক স্তরে উন্নতি ।এই ধাপ পরিবর্তনের সময় স্বাভাবিক ভাবেই সমাজ , রাজনীতি দেশ সবখানেই কিছু অসামঞ্জস্যতা দেখা যায় , সমাজে অস্থিরতা বাড়ে , আবার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় , পৃথিবীর সব উন্নত দেশের ইতিহাস পর্যালোচনা করলে এই ব্যাপারটা চোখে পরবে , এই ব্যাপার নিয়ে এতো হতাশ হবার কিছু নেই ।

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
বেশ গোছানো ছিমছাম।
আশা করি এখন থেকে আপনার নিয়মিত পোষ্ট পাবো।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই , চেষ্টা করবো নিয়মিত পোস্ট দিতে

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর গোছানো লেখা আপনার। নিয়মিত পোস্টের অপেক্ষায় রইলাম। শুভকামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ ভাই , আপনার কবিতা লিখার হাত চমৎকার , শুভকামনা থাকলো

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ব্লগার,

1- আপনি নতুন হলেও একসময় দেখবেন এক এক করে কয়েকটি বছর আপনি ব্লগে কাটিয়ে দিয়েছেন।যে কারণে ব্লগিং সম্পর্কে আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত একে অপরের মধ্যে শ্রদ্ধাবোধ থাকাটা জরুরী। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার থাকলেও আমি কিন্তু ব্লগে তেমন পরিবেশটি পেয়ে থাকি।

2 - কাজের মধ্য দিয়ে আপনার চার বছরের রিসার্চ ফেলো শেষ হলো। দেশ বা বিদেশ যেখানেই থাকুন আগামী দিনগুলি আপনার জীবনকে আরো সমৃদ্ধতায় ভরিয়ে দিক কামনা করি।

3- গতকাল আপনি ক্যাম্পাসে যে প্রতিবেশী দেশের স্টুডেন্ট এর সঙ্গে পরিচিত হলেন নিঃসন্দেহে আপনার সঙ্গে সে নাটক করে গেছে । উপমহাদেশের থেকে সে প্রতিবেশী দেশ সম্পর্কে জানে না , বুঝে না - এটা কখনোই হতে পারে না। নিজেকে মহান চালাকের মোড়কে মুড়ে দিয়ে হামবড়া ভাব করে বিদেশে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে চেয়েছে।
3- রিপিট হয়ে গেছে। জাপানে স্কুল লেভেলের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট সম্পর্কে কিছু বলার নেই।
4- আপনার ভাবানুভবে মুগ্ধতা । ট্রানসিশন পিরিয়ডে দেশকে সত্তিকারের বিশেষ স্তরে উন্নীত করতে গেলে আপনাদের মধ্যে তরুণদের এইতো এগিয়ে আসা জরুরি ।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।।








১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য , শুভকামনা থাকলো

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

ম্যাড ফর সামু বলেছেন: যথাযথ স্থানে যথাযোগ্য পরিচালকের অভাবে আমাদের দেশের ভাবমূর্তি বিদেশীদের নিকট নেগেটিভলি উদ্ভাসিত হয়। আপনার সুন্দর গোছানো লেখায় পুরো একমত। আর নতুন বলে নিজেকে লুকিয়ে রাখবেন না। নিজের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে দূর করে দেন মুর্খতার অভিশাপ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , আপনি ঠিক বলেছেন , আমাদের যথাযথ লোকের অভাব আছে , তবে আশা রাখি একদিন এই অবস্থার উন্নতি হবে

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি খুব চমৎকার লিখেছেন। আপনি নিয়মিত লিখলে খুব ভালো হবে। আপনার প্রতি শুভ কামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , আপনার লেখাগুলোও বেশ ভালো , শুভকামনা থাকলো আপনার প্রতি

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার লেখা। নিয়মিত লিখবেন আশা করি।
অফটপিক : আমার পুর্বের মন্তব্যটি মুছে দিয়েন।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই , লেখাটি পড়ার জন্য , শুভকামনা থাকলো

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

স্বপ্নডানা১২৩ বলেছেন: ইসসিরে, চ্যালা রানুর কমেন্ট দেখলাম, কিন্তু উনার গুরু চাগার কমেন্ট মিস্কর্সি ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই লেখা পড়ার জন্য , তবে গুরু আর চলার ব্যাপার বুঝলাম না

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! চমৎকার লিখেছেন! আপনার অভিজ্ঞতা লিখুন।
আমাদের ভালো লাগবে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপা উৎসাহ প্রদানের জন্য , চেষ্টা থাকবে ভালো লিখার

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

আরোগ্য বলেছেন: খুব ভাল, অভিজ্ঞতালব্ধ পোস্ট।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , শুভকামনা রইলো

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর পোষ্ট।ধন্যবাদ এবং শুভসন্ধ্যা

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য , শুভকামনা রইলো

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

ফয়সাল রকি বলেছেন: পর্ব চালিয়ে যান। +++

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই , চেষ্টা করবো চালিয়ে নেবার , ভালো থাকবেন

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর গোছানো লিখা। আশা করি সবসময় আমাদের মাঝে থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাই আপনার মন্তব্যের জন্য , আপনার জন্য শুভকামনা থাকলো

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

ঢাবিয়ান বলেছেন: সত্যি বলতে কি বিদেশে বাংলাদেশীদের সাথে সবচেয়ে বেশী আপনজনের মত ব্যবহার করে ভারতীয়রা। এ কারনেই ভারতীয়দের সাথেই বাংলাদেশীদের সবচেয়ে বেশি বন্ধুত্ব হয়। তবে আপনি খুব সম্ভবত নেপালীর কথা বলেছেন। নেপালী ও শ্রীলংকানদের সম্পর্কে আমারো ভাল অভিজ্ঞতা নাই । তারা নিজেদের আমাদের চেয়ে উপড়ের অবস্থানে ভাবে এবং সেটা বোঝাতে খুবই তৎপর।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ভাই , আপনি ঠিক বলেছেন , তবে মাঝেমধ্যে ভারতীয়রাও আমাদের কিছুটা দূরে সরিয়ে রাখতে চায় , শুভকামনা থাকলো আপনার প্রতি

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

ভুয়া মফিজ বলেছেন: জাপান আমার খুব পছন্দের দেশগুলোর একটা।
এখানকার বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক পর্ব লিখুন। আপনার লেখার হাত খুব ভালো।
লিখলে পড়ে আনন্দ পাওয়া যাবে। কাজেই দেরী না করে শুরু করে দিন, আজই। :)

শুভকামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , আমি চেষ্টা করবো জাপানের বিভিন্ন বিষয় তুলে ধরার

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর লেখা....

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ , শুভকামনা থাকলো

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

সুমন কর বলেছেন: ছোট, ছিমছাম এবং ভালো লিখেছেন।
+।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই , শুভকামনা রইলো

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২

জুন বলেছেন: পোষ্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই পড়েছি ।
প্রানবন্ত লেখায় নিজের অভিজ্ঞতাগুলো সুন্দর করে তুলে ধরেছেন । অনেক ভালোলাগা রইলো ।
এবার আপনি আস্তে আস্তে সবার মন্তব্যের উত্তরগুলো দিন সোনালী ঈগল :)
+

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার প্রতি , উত্তর দিতে আসলেই অনেক দেরি হয়ে গেছে সেকারণে আন্তরিক ভাবে দুঃখিত , শুভকামনা থাকলো আপনার প্রতি

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমাজে অস্থিরতা বাড়ে , আবার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় ,
পৃথিবীর সব উন্নত দেশের ইতিহাস পর্যালোচনা করলে এই ব্যাপারটা চোখে পরবে ,
এই ব্যাপার নিয়ে এতো হতাশ হবার কিছু নেই ।

................................................................................................................
স্বাগত, আমাদের এই বাংলা ব্লগ বাড়ীর দেশে । চিন্তা এবং র্চচার মাধ্যমে প্রকাশিত
লেখার মাঝে আমাদের ভাষা, সংস্কৃতি সমৃদ্ধ হয়, আমরা আপনার মন মানসিকতায়
মুগ্ধ । এপর্যন্ত ১৮জন আপনাকে উইশ করেছে , তাদের কথার সুচিন্তিত উত্তর দিন, এটাও
ভাষা ও বাংলা লেখা র্চচা সমৃদ্ধি করে ।সবার ব্লগবাড়ী ঘুরে আসুন আপনার চিন্তার আরও
প্রসার ঘটবে ।
.................................................................................................................

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে , দেরিতে উত্তর দেবার জন্য আন্তরিক ভাবে দুঃখিত , আপনার প্রতি শুভকামনা রইলো এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

নতুন নকিব বলেছেন:



দারুন শিক্ষনীয় এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ নতুন নকিব ভাই , আমি নিয়মিত আপনার লেখা পড়ার চেষ্টা করি , শুভকামনা রইলো আপনার প্রতি

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

অক্পটে বলেছেন: বোধহয় আমরা আপনাকে পেলাম। আপনার জন্য অনেক শুভকামনা।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , শুভকামনা থাকলো আপনার প্রতি

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

কিরমানী লিটন বলেছেন: খুব সুন্দর পোষ্ট আপনাকে- অভিবাদন আর শুভকামনা ...

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই , ভালো থাকবেন

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

দারুণ দারুণ পোস্ট দিবেন আশা করা যায়।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই , চেষ্টা থাকবে ভালো কিছু করার

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

দৃষ্টিসীমানা বলেছেন: আশাজাগানিয়া পোষ্টে অনেক ভাল লাগা রইল ।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , শুভকামনা আপনার প্রতি

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: আমিও ব্লগে নতুনই লিখছি। নতুন হয়ে আরেক নতুনকে স্বাগত জানাই। কতদিন আগে আপনার মত অভিজ্ঞতা নিয়ে আমিও একটি লিখা পোস্ট করেছিলাম। অবসরে পড়ে দেখার নিমন্ত্রণ রইল।[link|https://www.somewhereinblog.net/blog/k4ws4r/30262190|একটি পুরোনো দেশ এবং একটি নতুন দেশের গল্প।
ও! হ্যাপি ব্লগিং। :)

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আপনার প্রতি শুভকামনা রইলো ভাই আমার পক্ষ থেকে , অবশ্যই আপনার লিখা পড়ে দেখবো , ভালো থাকবেন

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

কালীদাস বলেছেন: আপনার ইউরোপিয়ানদের এক্সপেরিয়েন্সটা খানিকটা অবাক করল আমাকে। কোন দেশের জানতে পারলে ভাল হত। ইস্টার্ণ ইউরোপে রেসিজমের চর্চা সবসময়ই ছিল, কিন্তু সেন্ট্রাল বা ওয়েস্টার্ণ ইউরোপে এরকম কখনও দেখিনি। তাছাড়া ইস্টার্ণ ইউরোপের লোকজনও যারা বাইরে পড়তে আসে, সাধারণত মেন্টালিটি বাকিদের তুলনায় বেটার দেখেছি।

দেশে ফেরার পর আপনার কথায় কথায় থ্যাংকস দেবার স্বভাবটা মানুষকে অবাক করবে হয়ত। এই কমন কার্টেসিগুলোর চর্চা আমাদের মধ্যে নেই বললেই চলে।

আপনার ফাইনাল ডিফেন্সের জন্য গুড লাক :)

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ কালিদাস ভাই মন্তব্যের জন্য , আসলে আমি সে অর্থে বলিনি ব্যাপারটা , ইউরোপীয়ানদের মধ্যে প্রচুর সহানুভূতিশীল ও পরোপকারী মানুষ আমি দেখিছি , আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে আমরা এখনো মানবিক মানুষ হতে পারিনি

শুভকামনা জানবার জন্য ধন্যবাদ , আর দেরিতে উত্তর প্রদানের জন্য আন্তরিকভাবে দুঃখিত

আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিয়মিত লেখা পাব আশা করি। অনুসরণে রাখলাম।

শুভ কামনা জানবনে। ভাল থাকুন সবসময়।

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০৫

বলেছেন: চমৎকার উপলব্ধি ---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.