নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ

সোনালী ঈগল২৭৪

সোনালী ঈগল২৭৪ › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবনের কথকতা -৪

০৪ ঠা মে, ২০১৯ রাত ১১:০৪



১। দীর্ঘ বিরতির পর অবশেষে আবার সামুতে ফিরে এলাম , সবশেষ গত মার্চ মাসে সামুতে সর্বশেষ পোস্ট দিয়েছিলাম বিদেশে থাকাকালীন সময়ে , এরপর দেশে ফিরে এসে দেখি সামুতে লগ ইন করতে পারছি না। সবশেষ বহু কায়দা করে গতকাল ব্লগে লগ ইন করতে পেরেছি , একটা অন্যরকম অনুভূতি , যা আশংকা করেছিলাম দেশে এখন ব্লগিং করতে আসলেই অনেক সমস্যা ।

২। গত মার্চ মাসের শেষ সপ্তাহে দীর্ঘ চারবছরের সুদীর্ঘ গবেষণা শেষে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে অবশেষে পিএইচডি ডিগ্রি লাভ করলাম। এখন পুরোদস্তুর ডক্টর , এর মধ্যে দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের সমাপ্তি হল । বিগত চারবছর আবার জীবনের সবচাইতে সোনালী সময় , যদিও পিএইচডি গবেষণা করতে গিয়ে অনেক ঘাট প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে , তারপরেও সেই সময়টা ছিল জীবনের অন্যতম সমৃদ্ধ অধ্যায় । বিশেষ করে জাপানের মত একটা উন্নত দেশে বসবাস জীবনের অন্যতম একটা মাইলফলক হয়ে থাকবে , ভবিষ্যতে হয়তো সুযোগ হতে পারে আরো নতুন নতুন দেশে যাবার কিন্তু গত চারবছরের অভিজ্ঞতার সাথে কোনোকিছুর তুলনা হয়না ।

৩।দেশে ফিরে যখন দেখলাম সামু ব্লগ আর লগ ইন করতে পারছিনা তখন ভেবে নিয়েছিলাম হয়তো আর কখনোই সামুতে ব্লগিং করতে পারবো না , এটা অবশ্যই কষ্টকর অনুভূতি , তার চেয়েও কষ্ট হচ্ছিলো এই ভেবে যে এই ব্লগের প্রতিভাবান ব্লগারদের লেখা হয়তো আর পড়তে পারবো না , এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারেনা । সামু ব্লগে বেশ কিছু ভালো ব্লগার আছে যারা খুবই প্রতিভাবান , তাদের লেখা পড়ে অনেক কিছু জানা এবং শেখা যায় , এই যে আমি যে স্টাইল এ লিখা লিখছি সেটাও হয়তো কোনো না কোনো ভালো মানের ব্লগার এর লেখার স্টাইল এর ছায়া অবলম্বনে !!!!

৪।ঢাকা শহর আমার কাছে এখন একটা মেন্টাল টর্চার সেল এর মত লাগে । এই শহরকে আগে যেমন দেখে গিয়েছিলাম ফিরে এসে মনে হলো যে শহরটি কেমন যেন মলিন হয়ে গেছে , শহরে প্রাণের কোনো চঞ্চলতা নেই , মানুষগুলোর মুখ কেমন যেন বিষন্ন আর শোকগ্রস্ত , তাদের মুখে কোনো হাসি নেই । আমি যখন শহরের রাস্তা অতিক্রম করি , ফুটপাথ দিয়ে হাটি তখন আমি কিছু যেন খুঁজে বেড়াই । আমি আমার সেই আগের শহরকে খুঁজি , চার বছর আগেও যে ঢাকা খুব ভালো ছিল তা নয় , কিন্তু এখন ভালো করে খেয়াল করলে বড় একটা পরিবর্তন চোখে পড়ে । ঢাকা এখন অনেক বেশি অমানবিক হয়ে গেছে ।এই শহরের মানুষ আর যাই হোক শান্তিতে নেই। এই শহরের মানুষদের হৃদয় পাষান আর অশান্ত হয়ে গেছে , অশান্তিতে থাকা মানুষ তার চারপাশের কোনোকিছুকেই শান্ত রাখতে পারেনা , এভাবে চলতে থাকলে এই শহরে বসবাসরত মানুষদের মূল্যবোধজনিত বিপর্যয় অবশ্যম্ভাবী ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৯ রাত ৩:২৬

বলেছেন: অভিনন্দন আপনাকে।

গবেষণার বিষয়বস্তু কি ছিলো!

শুভ হোক আগামী দিনগুলো।

০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:২০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , পড়ার জন্য , গবেষণার বিষয়বস্তু ছিল টিস্যু ইঞ্জিনিয়ারিং এন্ড রিজেনেরেটিভ মেডিসিন

২| ০৫ ই মে, ২০১৯ সকাল ৯:৩১

জুন বলেছেন: আমার পিতৃপুরুষের জন্মভুমি ঢাকাকে নিয়ে আপনার ৪নম্বর বক্তব্যর সাথে একমত পোষণ করছি সোনালী ঈগল। ঢাকা মরে গেছে।
আপনার লেখাগুলো আন্তরিক তাই পড়তেও ভালো লাগে।
+

০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:২২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য , আপনার সাথে আমিও সহমত পোষণ করছি , কিন্তু একদিন সত্যি ঢাকা সুন্দর আর ছিমছাম শহর হবে এই প্রত্যাশা করি , দেরিতে মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত

৩| ০৫ ই মে, ২০১৯ রাত ৮:২০

করুণাধারা বলেছেন: আপনার পিএইচডি ডিগ্রী লাভের সংবাদে সহব্লগার হিসেবে আনন্দিত হলাম। অভিনন্দন এবং শুভকামনা জানাই।

ঢাকা নিয়ে আপনার ভাবনার সাথে সহমত পোষণ করছি। সত্যি সত্যি ঢাকা দিন দিন কষ্টের নগরী হয়ে উঠছে.......

ছবিটা খুবই সুন্দর লাগলো, তাই পোস্টে লাইক!

০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:২৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য , দেখবেন একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে , দেরিতে উত্তর প্রদানের জন্য দুঃখিত

৪| ০৫ ই মে, ২০১৯ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: সোনালী ঈগল২৭৪,



ব্লগের চত্বরে আবার ফিরে আসা এবং শিক্ষায় কৃতিত্বের জন্যে শুভেচ্ছা।

শুধু ঢাকাই নয়, মনে হয় সারা দেশটাই মূল্যবোধজনিত বিপর্যয়ে আকন্ঠ নিমজ্জিত।

০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:২৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনার শুভকামনার জন্য , ভালো থাকবেন এই প্রত্যাশা করি

৫| ০৬ ই মে, ২০১৯ রাত ১:১৬

মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন।
আপনার আগমনে ব্লগ যেন প্রান ফিরে পেলো।
এভাবে প্রতিটি ব্লগার ফিরে আসুক এই প্রত্যাশাই রেখে গেলাম।

০৭ ই মে, ২০১৯ বিকাল ৪:২৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই , চেষ্টা করবো ব্লগে নিয়মিত থাকার , ভালো থাকবেন আর দেরিতে উত্তর প্রদানের জন্য দুঃখিত

৬| ০৭ ই মে, ২০১৯ রাত ১১:২০

মেঘ প্রিয় বালক বলেছেন: ব্লগে স্বাগতম,প্রিয় ঢাকা শহর দিন দিন নিমজ্জিত হচ্ছে।

১৩ ই মে, ২০১৯ রাত ৮:৩৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই , ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার , দেরিতে উত্তর প্রদানের জন্য আন্তরিকভাবে দুঃখিত

৭| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: পিএইচডি ডিগ্রী' র জন্য অভিনন্দন সহ ব্লগার ! আপনার জন্য শুভ কামনা অনেক অনেক।
ঢাকার ব্যাপারে আপনার সাথে একমত পোষণ করছি।

১৩ ই মে, ২০১৯ রাত ৮:৩৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপা, ব্লগে না আসার দরুন আপনার লেখাগুলো মিস করছিলাম , ভালো থাকবেন , দেরিতে উত্তর প্রদানের জন্য সরি

৮| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৩:২৬

অজ্ঞ বালক বলেছেন: এই শহরকে ভালো না লাগলেও কিছু করার নেই। বাধ্য হয়ে প্রতিনিয়ত গিলতে হয় এই শহরে থাকাটা।

১৩ ই মে, ২০১৯ রাত ৮:৫০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঠিক বলেছেন ভাই , দিন শেষে আমাদের আবার এই শহরের বুকেই ফিরে আসতে হয়

৯| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আগে কেন আমি পড়ি নাই বুঝতে পারলাম না।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ব্যাস্ততার কারণে হয়তো পড়ে উঠতে পারেন নাই। যাই হোক দেরিতে হলেও সময় করে পড়েছেন সেজন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.