নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ

সোনালী ঈগল২৭৪

সোনালী ঈগল২৭৪ › বিস্তারিত পোস্টঃ

নভেল করোনা ভাইরাস সনাক্তকরণে সাম্প্রতিক কিছু যুগান্তকারী আবিষ্কার

২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৩

বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসী থাবায় পর্যুদস্ত , প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাসের ভয়াবহ থাবায় , তখন চিকৎসাবিজ্ঞানীরা বসে নেই । তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে , তবে বিজ্ঞানীরা এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে করোনা সনাক্তকরণের দ্রুততম পদ্ধতি আবিষ্কারে । তবে কয়েকজন বিজ্ঞানী অবশ্য করোনা ভ্যাকসিন ডেভেলপ করার দিকে অনেক এগিয়ে গেছেন , যদিও পুর্নাংঙ্গ ভ্যাকসিন আবিষ্কারের পথে যেতে আরো অনেক পথ অতিক্রম করতে হবে । এই গবেষণায় সবচেয়ে এগিয়ে আছে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের "Wyss Institute of Biological Inspired Engineering" এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা। নিন্মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Wyss Institute এর গবেষকদের দ্বারা উদ্ভাবিত করোনা সনাক্তকরণের কিছু সদ্য আবিষ্কৃত টেকনোলজি সম্পর্কে কিছু ধারণা দেয়া হলো :

১।


INSPECTR™

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Wyss Institute of Biological Inspired Engineering এর বিজ্ঞানীরা বিশ্বখ্যাত Sherlock Biosciences এর সাথে যৌথ উদ্যোগে ভাইরাল ডিটেকশন এর জন্য ছোট একটি পেনড্রাইভের মত একটি ডিভাইস তৈরী করেছে। এই যন্ত্রটি INSPECTR™ নামে বাণিজ্যিক ভাবে রেজিস্ট্রেটশনও পেয়েছে । এই যন্ত্র পোর্টেবল এবং খুব দ্রুত এবং সহজতর উপায়ে যে কেউ এটি ব্যবহার করতে পারবে করোনা ডিটেকশন এর কাজে । সাধারণত করোনা আক্রান্ত সন্দেভাজন রোগীর নাক থেকে "nasopharyngeal swab" সংগ্রহ করে এই ছোট পোর্টেবল ডিভাইস এর সাহায্যে ভাইরাল ডিটেকশন করা হয় । খুবই কার্যকর এই পোর্টেবল ডিভাইস করোনা সনাক্ত করণে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

২।


Laterial Flow Device (LFD)

COVID-১৯ সনাক্তকরণে সদ্য আবিষ্কৃত আরেকটি যুগান্তকারী আবিষ্কার হচ্ছে “lateral flow device” (LFD)। এটি ডিজপোজেবল এবং অনেকটা প্রেগনেন্সি ডিটেকশন কিট এর মত কাজ করবে । এটি মূলত ডিএনএ ন্যানোটেকনোলজি বেসড ইনস্ট্রুমেন্ট । পূর্বের যন্ত্রের মত একইভাবে আক্রান্ত অথবা সন্দেহভাজন ব্যাক্তির "nasopharyngeal swab" সংগ্রহ করে এই ছোট ডিজপোজেবল ডিভাইস এর সাহায্যে ভাইরাল RNA ডিটেকশন করা হয় । এই ইনস্ট্রুমেন্ট এ একটি nitrocellulose paper স্ট্রিপ আছে । ভাইরাস ডিটেকশন হলে রং পরিবর্তনের মাধ্যমে এটি ভাইরাসের উপস্থিতি নির্দেশ করে । যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে এই ডিভাইস জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা চলছে ।

৩।


N95 ফেস মাস্ক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক কতৃক উদ্ভাবিত N95 ফেস মাস্ক করোনা ভাইরাস সনাক্তকরণে একটা চমকপ্রদ আবিষ্কার । এই ফেস মাস্ক এ একটি সেন্সর সংযুক্ত করা আছে । এই মাস্ক সেন্সরের মাধ্যমে তার সামনে থাকা করোনা ভাইরাসের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে ব্যাক্তিকে জানায় , তবে এটি মাত্র পরীক্ষামূলক আবিষ্কার , এটার ব্যাপক প্রয়োগ আরো অনেক দূর ।

এবার আমি আলোচনা করবো করোনা ভ্যাকসিন আবিষ্কারের পথে বিজ্ঞানীরা কতটুকু অগ্রসরমান হয়েছে । যদিও এখনো কার্যকর ভাবে ভ্যাকসিন আবিষ্কার হয়নি কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কারের পথে বিজ্ঞানীরা অনেকদূর এগিয়েছে । সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এর বিজ্ঞানী প্রফেসর ডোনাল্ড ইঙ্গবার বেথ ইসরাইল হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে করোনা আক্রান্ত ব্যাক্তির ফুসফুস থেকে সেল নিয়ে তা কালচার করে ন্যানোটেকনোলজি ও টিস্যু ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাহায্যে একটি ক্ষুদ্র আকৃতির " Lung Cheap " তৈরী করেছে যা বিশ্বে এই প্রথম উদ্ভাবিত " In vitro corona virus disease model " । এই " Lung Cheap " টি একটি করোনা আক্রান্ত কৃত্রিম ফুসফুস । এখন বিজ্ঞানীরা এই " Disesed lung cheap " মডেল এর উপর বিভিন্ন ড্রাগস্ প্রয়োগ করে দেখতে পারবে , কোন ড্রাগটি করোনার বিরুদ্ধে কার্যকর ।



lung cheap

বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই একদিন করোনা ভাইরাস এই পৃথিবী থেকে বিতাড়িত হবে এবং সেইদিন খুব বেশি দূরে নয়

ছবি ও তথ্যসূত্র : Harvard University Wyss Institute of Biologically Inspired Engineering

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: এই ভাইরাস অবশ্যই মানুষের কাছে হার মানবে।

২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: হা অবশ্যই , মানুষের উদ্ভাবনী শক্তির কাছে এই ভাইরাস পরাজিত হবে

২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:১২

নেওয়াজ আলি বলেছেন: এই ভাইরাস পরাজিত হবেই। তবে সময়ের ব্যাপার ।

২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঠিক বলেছেন তবে আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.