নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলে নেয়া ভাল, এই ব্লগের প্রত্যেকটি লেখাই আমার না, প্রয়োজনের তাগিদে কিছু বিশেষ গুরুত্বপূর্ন লিখা আমি লেখকের সোর্স সহ এইখানে কপি করে রাখি।স্রেফ নিজের প্রয়োজনের কথা ভেবে। তাতে যদি আপনার সামান্য উপকার ও কখনো হয়ে যায়,সেটা আমার জন্যে সারপ্লাস।হ্যাপি ব্লগিং !

সাদ বিন

সাদ বিন › বিস্তারিত পোস্টঃ

বিরিখোর দেখছেন, বিস্কুটখোর দেখছেন কখনো?

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০

বিস্কুট..



মোটামুটি সবাই এটার ফ্যান।ছোট্ট বেলায় সল্টেজ বিস্কুট চা দিয়া খাইতাম।ভালো লাগত। তখনো বুঝি নাই ওইটা কম দামী বিস্কুট।একটু বড় হইলাম।দাত ও শক্ত পোক্ত হইল। এই সুবাদে বেলা বিস্কুটের সাথে পরিচয়।গরম চায়ে ডুবাইয়া টিভি দেখতাম।পরক্ষনে কাপের দিকে তাকাইলেই অর্ধেক টা হারাই ফেলতাম।তখনো বড় হইনাই আমি। বাসায় পাইনেপেল বিস্কুট আসলো। ক্রিমটুকু খাইয়া বাকিটা ঢিল মারিতাম। এরপর মিষ্টার কুকিজ। ব্রীটল প্লাস ক্রেইজি। চিনি মাখা। এইটাই তখন কার বয়সে আমার খাওয়া সেরা বিস্কুট।আবেগ দিয়া খাইতাম।





মাঝে মাঝে মেহমান আসলে আম্মা ভেতরের রুম থেকে আমারে দিয়া নাস্তা পাঠাইয়া দিতেন।পতিমধ্যে লোকচক্ষুর আড়ালে গিয়া সাধ্যমত মারিয়া দিতাম।মেহমান বুঝত সেটা। মনে মনে সকলেই যাহা জানে,মুখ খুলিয়া বলিবার অধিকার কারো নাই। আমি সেইফ





...আস্তে আস্তে আসলো ফুলকলির বিস্কুট।কয়েকটা ফ্লেবারে।চকলেট ,সল্টেজ আর হরলিক্স। হরলিক্স টাই মজা।এরপরে যখন কিশওয়ানের টা খাইলাম, অটোমেটিক ফুলকলির সাথে ব্রেকাপ হয়া গেল...



...এনার্জি প্লাস ও খাইতাম, তবে মুখে লাগিয়া বিরক্তি তৈরির কারনে এটাও ডিব্বার বাইরে আসিত না..

টিভিতে কিছু এড ছিল বিস্কুটের। বিস্কুট দিয়াও যে দিলের কাজ সারা যায় তাহা প্রথম শিখাঈল ব্রিটল বিস্কুট। এডটা দিয়াই সাইরা দিছে হালারা..



ভার্সিটিতে যেদিন পরীক্ষা থাকত, আর থাকত চাপা চাপা টেনশান,( টেনশান টেনশান, টুইং টোয়াং :P) ,সেই টেনশান দফারফা কইরা দিত জলিলের ‪#‎বংগজ‬ বিস্কুট। স্বাদ নাই, কিছু নাই,বিনোদন টাই জিষ্ট :|



অনেক বিস্কুট হারাই গেছে লাইফ থিকা, চাইলেও খাবো না,খাইলেও চাবো না। তবে ১টা বিস্কুটের জন্য আমি সাঁতরাইতেও পারি

...চিকন চিকন,পাতলা, স্লিম ফিগার, ‪#‎ফীট‬ বিস্কুটট। অস্থির, আসলেই অস্থিরর ।তবে ফ্যাক্ট হইলো, এই বিস্কুট নিজের টাকায় কিইন্যা খাওয়া মানেই লস। পুলাপান এতিমের মত তাকাই থাকে







যাই হোক , অনেক কথা কইলাম। বিসকুটিয় আলাপ এখানেই থামবে। তবে খাওয়া কিন্তু........ B| B| B| !



স্বপ্ন দেখি, শেষ বয়সে গিয়েও দুটি প্রান ভরা জোছনায় কিছু একটা হাতে নিয়ে বলছে...



" চলো কামড়াই :P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

সাইফুল আজীম বলেছেন: চলো কামড়াই :D :D :P :P :D :D

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০১

সাদ বিন বলেছেন: দ্বৈত জীবন কামড়া কামড়ি হীন হলে মজা নাই ভ্যা :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.