![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই স্বল্প জ্ঞানের একজন মানুষ।না আছে দ্বীনি কোন জ্ঞান, না আছে একডেমিক কোন স্পেসিফিক বিষয়ে দুর্দান্ত কোন ভিত্তি। পরীক্ষার ঠিক দিন পাচেক আগে হলের রুম থেকে রুমে গিয়ে সুধা নিয়ে আসা দুই টাকার লোক আমি।বড়াই করার মত কিছুই জমে নি এ পাত্রে।
উপরওয়ালার কাছে তবুও শুকরিয়া, প্রতিটাবার তীরের একেবারে কিনারায় এসে হাপাতে হাপাতে কুল পেয়ে যাই। প্রতিটা বারেই, রিভিউ দেই মহান স্রষ্টার কাছে, ও আল্লাহ, অসম্ভব কে সম্ভব করা তোমার কাজ। আমার না। তুমি দিলে আমি পাবো, নাহয় আমি নিখাদ শূন্য ।
রিভিউ সাকসেসফুল হয়।দয়ার সাগর ফিরিয়ে দেন নি কোন দিন।সেই ফার্ষ্ট ইয়ারের শুরু থেকে এভাবেই পথচলা।আর কিছুদিন দয়া পেলে হয়তো বাংলাদেশের প্রথম শ্রেনীর নাগরিকের একটা মর্যাদা জুটে যাবে কপালে।আর সেটা তার দয়াতেই, তিনিই পারবেন। আমি না।
যেই তিনি আমাকে দিলেন, আমি বিশ্বাস করি সেই তিনিই যদি কখনো চান,আমি ফাকা হয়ে যাবো।একদম ফাকা।এ শূন্যে প্রতিধবনি ধাক্কা খেয়ে এফোড় ওফোড় হয়ে যাবে।তবু আমার ভেতর থেকে কিচ্ছুটি বেরুবে না।
শুন্য দেয়ালের মাঝে আমি এক নিখাদ শুন্য মানুষ।ভুলে ভরা।নগন্য এক সৃষ্টি।
অনন্ত বিশ্বের এই আংগিনায় আমার মত কত কাংগাল প্রতিদিন কিছু না কিছু চাইছে।তিনি দিচ্ছেন।কাউকে একটু পরে দিচ্ছেন।কাউকে সাথে সাথেই পার করে দিচ্ছেন। তার দয়া সব !
আগোছালো এসব কথা কেন বলছি জানি না।তবে মনে হচ্ছিল এধরনের চিন্তাগুলো কীবোর্ড হয়ে বেরিয়ে যাক।স্রষ্টার দয়ার কথা মানুষকে বলতে দোষ কি?
কিছুদিন ধরে মনের এক কোনে কিছু অনুশোচনা জন্মাচ্ছে। মনে হচ্ছে তার কোন সৃষ্টির কাছেই আমি অনেক দিন যাবত ক্রোধের দুয়ারে ভাসছি। ঐ দয়াময়, তার সাথে সব দেনা পাওনা মাফ করে দিলেও, তার কোন সৃষ্টির সাথে এরকম করলে তা মাফ করবেন না।ইনসাফের ক্ষেত্রে কত্তো কঠোর ঐ দয়াময় !
মনে হচ্ছে, ফেবুতে/ব্লগে আমার জ্ঞান শূন্যতার দরুন হয়তো কখনো কারো মনে কষ্টের দাগ একে দিয়েছি। হয়তো আবেগের ঠেলায় বিবেকের অনেক দিক উপেক্ষা হয়েছে।মনে কষ্ট পেয়েছে কেউ।
সেটার পুরোটা দায়ভার আমার।একান্তই আমার।আমি সেসবের জন্যে লজ্জিত,দুঃখিত।আমি যদি যুক্তির দুয়ারে সত্যিটা বলেও আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকি, তবে সেটার জন্যেও লজ্জিত।
দুদিনের দুনিয়ায়,ফেবুর/ ব্লগের কোন লিখার কারনে কারো মনোকষ্টের কারন হয়ে থাকলে সেজন্যে আপনার নিকট আমার অনুশোচনা।আমি মানুষ।আমি ভুল। আমায় মাফ করে দেবেন।
মুসলিম ভাইদের মধ্যকার দুরত্বগুলো অকারনে বেড়ে যাক আমি চাই না।সেই বোধ থেকেই বলছি আমি ক্ষমাপ্রার্থী।
দিন না মাফ করে !
ঐ উপরওয়ালার কাছে চাইলেই উনি মাফ করে দেন।আপনিও দিন না ।
প্লীজ !
©somewhere in net ltd.