| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিয়ান দ্যা হিপনোটিক্স
এক মুটো স্বপ্ন ও কিছু বোতল বন্দী ইচ্ছেস্বপ্ন পূরনের লক্ষ্যে
কখনোই বলিনি আমাকে ভালবাসো। কারণ
আমি জানি ভালবাসাটা দু'টি হ্দয়ের মেলবন্ধন। সেই
মেলবন্ধন আঁকড়ে ধরার যোগ্যতা আমার নেই।।
সবসময় চেয়েছি তুমি পাশে থাকবে। ভালবাসার মানুষ
...
হিসেবে হয়ত নয়
কিন্তু একজন ভাল বন্ধু হিসেবে।
সেই বন্ধনও হয়ত এতটা মজবুত
করতে পারে নি আমি। আজ সিগারেটের জ্বলন্ত
শিখাও কষ্টগুলোকে সামান্যতম কমাতে পারে না উল্টো আমাকে দেখে বিদ্রুপ করে। সারারাত জেগে যখন আমি আকাশের অবিরাম
কান্না দেখি নিজের গোপনে অশ্রু ঝরানোটাকে তখন
খুব তুচ্ছ মনে হয়। আমার আকাশে আজ হঠাৎ হঠাৎ
মেঘের আনাগোনা দেখা যায়।
কষ্টগুলোকে মুক্তি দিতে আমি তখন বৃষ্টি ঝরাই
অভিরাম।
এতকিছুর পরও আমার ভালবাসার শক্তি বার বার আমাকে তোমার
কাছে ফিরিয়ে নিয়ে যায়।
আমি পারিনা অনুভূতিগুলোকে দূরে সরিয়ে রাখতে।
ভালবাসার শক্তিটা আমাকে অক্ষম
বানিয়ে রেখেছে বাইরের পৃথিবীটা থেকে। আমি আজও
তাই চিত্কার করে বলতে পারি ভালবাসি শুধুই
তোমায়। শত কষ্ট আর অভিমানের মাঝেও বাস্তব
এই সত্যটা থেকে কখনো তোমায়
দূরে সরিয়ে রাখতে পারব না।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
আরিয়ান দ্যা হিপনোটিক্স বলেছেন: ধন্যবাদ
২|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
সুহৃদ আকবর বলেছেন: আপনার কবিতা পড়ে হূদয় ছুঁয়ে গেল। লিখে যান ভাই। আই লাভ ভালোবাসা। তবে ভালোবাসার নামে নোংরামিকে অপছন্দই শুধু করি না প্রচন্ড ঘৃণা করি।