![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানিনা আসবে কবে,
জানিনা আদৌ আসবে কিনা,
সেই স্বপ্নের দিন।
যেদিন আমার প্রতীক্ষার হবে অবসান,
যাব আমি তোমার কাছে ফিরে।
হয়ত কোন এক পরন্ত বিকেলে,
আলো-আধারিতে যাব তোমার কাছে ফিরে।
হয়ত সেই স্বপ্নের দিন আসতে,
মাত্র কয়েকদিনই বাকি আছে।
হয়ত সেই স্বপ্নের দিন আসতে,
এখনও কয়েকবছর বাকি।
জানি তোমাকে প্রচুর দঃখ দিয়েছি,
নিজেও কি কম কষ্ট পেয়েছি?
একদিন আসবো ফিরে,
তোমার কাছে,
তোমার মনের মত হয়ে।
প্রতীক্ষার অবসান করে,
তাড়াতাড়ি ফিরে যাব তোমার কাছে।
জানি সেই স্বপ্নের দিনে,
তুমিও আবার আপণ করে নেবে আমাকে।
থেকো অপেক্ষা করে,
আমি ঠিক তোমার কাছে,
একদিন আসবো ফিরে।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১
আরকিস মল্লিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
"আলো-আধারিতে যাব তোমার কাছে ফিরে। "
-বাসে আসার প্ল্যান করবেন না।