![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমিয়ে পড়,
পাড়ি দিতে ঘুমের দেশে,
হারিয়ে যেতে স্বপ্নের-রাজ্যে।
ঘুমিয়ে পড়।
দুঃখ আছে যত রাশি-রাশি,
সব যাবে হারিয়ে স্বপ্নের-দেশে, মুখে তোর ফুটবে হাসি।
ঘুমিয়ে পড়।
আবিস্কার কর নিজেকে,
নতুনভাবে।
দুঃখ আছে যত, ভুলে গিয়ে তুই দে একটু হেসে ।
ঘুমিয়ে পড়।
পাড়ি দে তুই স্বপ্নের-দেশে।
©somewhere in net ltd.