নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=খালি হাতেi যেতে হবে=

২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫


যতই করি বাহাদুরি
যেতে হবে খালি হাতে
রয়ে যাবে বিত্ত বৈভব
যাবে না তার কিছু সাথে।

হিংসা বিদ্বেষ আর অহংকার
মনে নিয়ে জীবন কাটাই
হায় বুঝি না আমরা ঘুড়ি
অন্য কেহ ধরছে নাটাই।

সুতাতে টান পড়বে যখন
সকল ছেড়ে যেতে হবে
কারো কী আর সাধ্য আছে
ইহকালে পড়ে রবে!

এই দুনিয়ার ছলচাতুরি
পরকালে মাথায় বোঝা
সহায় সম্পদ হবে না আর
কষ্ট হতে বাঁচার ওঝা!

যেমন করবে পাবে তেমন
দুনিয়াতে শাস্তি কিছু
মন্দ কর্ম হয় বুমেরাং
বৃদ্ধকালে নেবে পিছু।

আমলনামা ঘেঁটে দেখো
ভুল শুদ্ধতা কতখানি
সময় থাকতে ঠিক করে নাও
সততা নাও বুকে টানি।

জীবনখানা রঙ তামাশায়
হিংসা ঈর্ষা দম্ভে সাজাই,
মরতে হবে তোমার আমার
কেন এসব ভুলে যে যাই!
=================
©কাজী ফাতেমা ছবি
২২/০১/২৫

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



খালি হাতেই যেতে হবে সুন্দর হয়েছে কবিতা।

কবিতা পাঠের পর আমারো ভাবনায় আসে-

যা কিছু জড়ো করেছিলাম দিনের পর দিন
স্বপ্ন, সোনা, নাম সবই থাকবে মাটির ঋণ
আসবে যখন নীরব ডাক, থামবে সকল পথ
খালি হাতেই যেতে হবে সেই চূড়ান্ত সত্য।

সঙ্গে যাবে না অহংকার, যাবে না হিসাব
থাকবে শুধু হৃদয়ের ভার পাপ আর সওয়াব
ধূলোর দেহ, আলোয় ফেরা, ক্ষণিকের এই ঘর
খালি হাতেই যেতে হবে থাকবে শুধু কর্ম।

যদি চাই সে যাত্রা হোক শান্ত, দীপ্তিময়
আজই তবে করে নিই হৃদয়টা সৎগুনময়
কারণ শেষকালে বুঝব সকলই গভীর ব্যথায়
খালি হাতে নয়,যেতে হবে আমলের আলোয়।

শুভেচ্ছা রইল

২| ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৬

এ পথের পথিক বলেছেন: :(

৩| ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৫

শায়মা বলেছেন: হাসন রাজার মত গান হয়েছে আপুনি! :)

৪| ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১

সুলাইমান হোসেন বলেছেন: মাঝে মাঝে ভাবি,
দুনিয়ার লোভ লালসায়
অন্তরকে ডুবিয়ে দিয়ে কি লাভ,
মৃত্যুর কোনো সিক্যুরিটি নাই,
যেকোনো সময় মালাকুল মওত এসে
তোমাকে নিয়ে চলে যাবে অনন্তে,
খুলে দিবে হৃদয়ের সমস্ত গিট।
মাঝে মাঝে কবরস্থানে যাই,
দেখি এবং ভাবি,
কোথায় গেলো তোমাদের সেই ধনসম্পদ,
আনন্দ ফুর্তি,অট্টহাসি,সত্যকে নিয়ে উদাসিনতা।
ধন সম্পদের অহংকার,আজ মাটি হয়েছে কি?
আজ বুজতে পারছো,
দুনিয়াতে আল্লাহর সামনে,
মাথা ঝুকানোর কত দাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.