নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদার্থবিদ্যায় স্নাতক-স্তরের ছাত্র।

আরকিস মল্লিক

আই ডোন্ট বিলিভ ইন ফেয়ারিস।

আরকিস মল্লিক › বিস্তারিত পোস্টঃ

কিছু না বলা কথা

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৯


আজ লিখতে চলেছি এমন কিছু কথা,
যা তোকে কোনদিন হবে না বলা।
শুরু হচ্ছে এক গল্প---
এ গল্পে দুঃখ আছে;
সুখও আছে,
তবে মাত্রায় অল্প।
শুরু হচ্ছে না বলা নিজের গল্প---
শ্রুতির সাথে ব্রেক আপের পর
ভেবেছিলাম ভালবাসতে পারবো না কাউকে কোনদিনও আর।
কিন্তু ওই ব্রেক আপের ঠিক আটমাস পর
বুঝলাম ভুল ছিলাম আমি আরো একবার।
কবিতা লিখতে শুরু করেছিলাম আবার,
তোর সাথে ফেসবুকে আলাপের পর।
তোর নামটা ছিল আরো অদ্ভুত---
ইরা।
এককথায় তুই ছিলিস ভারী চমৎকার।
ভালোই কাটছিল দিনগুলো
তোর সাথে ফেসবুকে ফ্ল্যার্ট করে।
হঠাৎ মনটা গেল বিগড়ে;
যখন জানলাম আরো অনেকের সাথেই---
ফেসবুকে ফ্ল্যার্ট করিস তুই।
তখন বোঝালাম নিজেকে---
আমি তো আর ভালবাসি না তোকে
তুইও বাসিস না ভালো আমাকে।
এই বুঝিয়ে সান্তনা দিলাম নিজেকে।
কিন্তু কিছু দিন পর পর,
ওই একই কথা ভাবি বার বার।
বুঝলাম ভুল ছিলাম আমি আরো একবার---
ফ্ল্যার্টিং টা আর সীমাবদ্ধ নেই
শুধু ফ্ল্যার্টিয়েই।
আমার মনে জন্ম নিয়েছে নতুন কিছু---
অন্যকিছু।
ফেসবুকে অনলাইন হয়ে থাকতে লাগলাম,
আর সবসময় তোরই কথা ভাবতে থাকলাম।
দেখতে লাগলাম তোর নিত্যনতুন আপলোড করা ছবি,
ভাবতে থাকলাম কখন আনলাইন হবি!
হঠাৎ একদিন দেখলাম---
তোর রিলেসানসিপ স্যাটাসটা
সিংগেল থেকে মিংগেল।
মনটা খুব খারাপ হয়ে গেল;
নাহ!তোকে বলা হয়ে উঠল না "ভালবাসি"।
আমার অনুভুতি গুলো হয়ে থাকল শুধুই---
কিছু না বলা কথা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: কিছু অনুভূতি,প্রকৃত অনুভূতি না বলা থেকে যায়।ভালোই

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.