নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদার্থবিদ্যায় স্নাতক-স্তরের ছাত্র।

আরকিস মল্লিক

আই ডোন্ট বিলিভ ইন ফেয়ারিস।

আরকিস মল্লিক › বিস্তারিত পোস্টঃ

দেশদ্রোহী

১৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫২

অনেক অনেক বছর আগে
কোনো এক মাঘের বিকালে
শপথ নিয়েছিল ওরা---
যে করেই হোক আনবে স্বাধীনতা।
নাহ!পারেনি ওরা সফল হতে,
ইতিহাস বয়ে গেছে অন্য খাতে।
সাম্রাজ্যবাদী বিদেশী শাসকদের কাছে ওরা ছিল সন্ত্রাসবাদী,
আর নিজের দেশের তৎকালীন কংগ্রেস পার্টির কাছে?
দেশদ্রোহী!
নাহ!ওরা পারেনি সফল হতে।
কিন্তু ওরা তাও চেষ্টা করেছিল,
দেশ স্বাধীন করার চেষ্টায় জীবন দিয়েছিল।
আর যারা জেলে ঘুরতে যেত,
শাসকের হ্যাঁ তে হ্যাঁ,না তে না মেলাতো---
তারা?
তাদেরই নাম আজ ইতিহাসের পাতায়!
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে
মহান মনিষী এক এক জন সবাই তারা।
নাহ!ওরা পারেনি সকল হতে,
ওরা পারেনি স্বাধীনতা এনে দিতে।
কিন্তু ওরা তাও স্বাধীনতা ভিক্ষে করেনি,
সাম্রাজ্যবাদী শাসকদের পুজো করেনি,
ওরা লড়ে ছিল, জীবন দিয়াছিল,
স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল।
হয়ত আরো অনেক অনেক বছর পরে,
আবার লেখা হবে ইতিহাস নতুন করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: দারুন, দারুন!!
+++

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.