নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদার্থবিদ্যায় স্নাতক-স্তরের ছাত্র।

আরকিস মল্লিক

আই ডোন্ট বিলিভ ইন ফেয়ারিস।

আরকিস মল্লিক › বিস্তারিত পোস্টঃ

সময় হয়েছে এবার

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৭

আজ বিশ্বের সর্বত্র
এক হিংসার আবহ।
সিরিয়া থেকে ইরাক---
নেই কোনো ফারাক।

একদিকে একদল সন্ত্রাসবাদী,
অন্যদিকে একদল তথাকথিত উদ্ধারকারী।
তারা লিপ্ত হয়েছে সংঘর্ষে,
ক্ষমতা দখলের অমোঘ উদ্দেশ্যে।

ক্ষমতার পৈশাচিক লোভ
দেয় না শিশুদের শৈশব উপভগের সুযোগ।
তাই সোমালিয়ায় শিশুদের হাতে ওঠে রাইফেল;
এহেন মানবতা-বিরোধী খুন-খুনির কথা বলে
কোন রেড-বুক,গীতা,কোরান,বাইবেল?

এই মুখোশধারী জানোয়ারদের জন্যই
আজ পৃথিবীর বিভিন্ন স্থানে বয়ে চলেছে রক্তগঙ্গা।
এবার সময় হয়েছে প্রতিরোধ গড়ে তোলার;
অনেক তো হল নীরব দর্শক হয়ে থাকা,
কিন্তু আর না!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: অনেক তো হল নীরব দর্শক হয়ে থাকা,
কিন্তু আর না!

জাগরণ আবার কবে যে ঘটবে

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

আরকিস মল্লিক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.