![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিং ক্রিং ক্রিং শব্দে
অরুনিমাদের বাড়ির ল্যান্ডফোনটা বেজে ওঠে।
হ্যালো!
বল---
অরুনিমা?
হুম,বল কী বলবে।
কী করছো?
এই শুয়ে আছি;তুমি?
বন্ধুদের সাথে ক্রিকেট খেলছি।
তাহলে ক্রিকেটই খেল তুমি,
আমি রাখি।
ফোনটা কেটে দেয় অরুনিমা।
অর্ক ভাবে---
মেয়েটা বুঝবে কবে?
আরো ভাবে---
যেদিন বুঝবে,তাকেই খালি খুঁজবে।
অন্যদিকে অরুনিমাও ভাবে---
ছেলেটা সেই কাঙ্খিত কথাগুলো বলবে কবে?
অবাক হয়ে যায় এই ভেবে---
সে এখন খালি ওই ছেলেটার কথাই শুধু ভাবে,
কি যে হল তার!
অর্ক ফোন করে অবার;
ভাবে বলবেই মনের কোনে জমা হয়ে থাকা কথাগুলো এবার,
কিন্তু বলা হয়ে ওঠে না।
দেখতে দেখতে এসে যায় ১৪ই ফেব্রুয়ারী---
ভালোবাসার দিন,
অরুনিমার কাছে একটা বিশেষ দিন।
অর্ক মনে সাহস এনে বলেই ফেলে কথাটা;
অরুনিমা মুচকি হেসে বলে---
আমি আগেই জানতাম,
এই কথাটা বলতে একটা বছর লাগলো তোমার?
মন-খারাপ করে না বুঝি আমার।
এক আশ্চর্য ভালোলাগা ছেয়ে যায়
দুজনেরই মধ্যে।
দুটি হৃদয় চিরকালের জন্য এক হয়ে যায়।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২
অগ্নি কল্লোল বলেছেন: মিষ্টি।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
আরকিস মল্লিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
বিজন রয় বলেছেন: সুন্দর মিষ্টি ছোট গল্প।
++++