![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য সাত সমুদ্র পার করে এসেছি,
তোমার কাছে নিজেকে হারিয়ে ফেলেছি।
কী করে এমনটা হল জানি না---
এমনটা তো হবার কথা ছিল না।
নিজেকে হারিয়ে ফেললাম আমি;
শুধু একটাই অনুরোধ---আজীবন এই ভাবে ভালবেসো তুমি।
এখন সবসময়ই স্বপ্নলোকে বিচরণ করি আমি,
সাথে থাকো তুমি---
হাতে হাত।
তোমাকে মেয়ে আমি সত্যি ভালোবাসি,
তুমিও পারলে বেসো আমাকে আরো একটুখানি।
এখন রোজ রাতে---
এ মন শুধু তোমারই ছবি আঁকে,
আমার নীল কল্পনাতেও আসো শুধুই তুমি;
তোমার মাঝে বিলীন হয়ে যাই আমি।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
আরকিস মল্লিক বলেছেন:
২| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
অবনি মণি বলেছেন: তোমার মাঝে বিলীন হয়ে যাই আমি
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
আরকিস মল্লিক বলেছেন:
৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫১
বিজন রয় বলেছেন: অনেক অনেক ভাল লিখছেন আপনি।
পরিচ্ছন্ন।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর কবিতা বেশ ভাল লাগল।কবিকে অসংখ্য ধন্যবাদ।