![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অন্তহীন প্রতীক্ষার হল শেষ,
এই তো ছিলাম বেশ।
কিন্তু এবার সময় হয়েছে যাবার;
ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে সব এবার।
এতদিন তো হল হাত গুটিয়ে বসে থাকা;
ডাইরির পাতাগুলো প্রেমিকাকে নিয়ে লিখে ভরানো।
নাহ! আর সময় নেই এগুলোর জন্য;
লক্ষ্যটা এখন সম্পূর্ণ ভিন্ন।
আর হয়ত দেখা হবে না তার সাথে;
আর হয়ত ঠোঁট রাখা হবে না তার ঠোঁটে,
তাই সুখটান সিগারেটে।
হবে এবার চলে যেতে।
সময় হয়েছে দেশের অনাহার-বিদ্ধ মানুষ গুলোর পাশে দাঁড়াবার,
জীবনের নিশ্চয়তা ছেড়ে 'চে' -এর পথে পাড়ি দেবার।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৫
মহা সমন্বয় বলেছেন: সময় হয়েছে দেশের অনাহার-বিদ্ধ মানুষ গুলোর পাশে দাঁড়াবার,
জীবনের নিশ্চয়তা ছেড়ে 'চে' -এর পথে পাড়ি দেবার।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
আরকিস মল্লিক বলেছেন:
৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
সোজোন বাদিয়া বলেছেন: আপনার পথের দিকে তাকিয়ে রাইলাম। সফল হোন।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯
বিজন রয় বলেছেন: হঠাৎ চে নিয়ে আসলেন?
++++
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬
আরকিস মল্লিক বলেছেন: পুরনো একটা লেখা; মন হল তাই দিলাম
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২
অবনি মণি বলেছেন: আমার অন্তহীন প্রতীক্ষার হল শেষ,
এই তো ছিলাম বেশ।
কিন্তু এবার সময় হয়েছে যাবার;
ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে সব এবার।