![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোই কাটছিল দিনগুলো তোর সাথে,
ভালোই ছিলাম আমি তোর পাশে।
হঠাৎ আসা এক ঝাড়ে,
স্বপ্নগুলো আমার গেল ভেঙ্গে সব একসাথে।
এক-লহমায় ঘটল ছন্দপতন।
কী হয়েছে বুঝে ওঠার আগেই,
আবিষ্কার করলাম তুই আর নেই আমার পাশে।
তুই বললি ভুলে যেতে তোকে,
যাচ্ছিস তুই তোর প্রিন্স চার্মিং -এর কাছে।
সেও আপন করে নিল তোকে।
তুই আমার কথা বলাতে তাকে,
সব শুনে সে বলল তোকে,
এটা নাকি ইনফ্যাচুয়েসন তার মতে।
এরকমটা নাকি এই বয়েসে একটু আধটু হয়েই থাকে!
কথাগুলো জানালি তুই আমাকে,
বাকরুদ্ধ হলাম আমি,তোর কথাগুলো শুনে।
তুই বললি ভুলে যেতে তোকে,
তুই আর চাস না আমাকে;
তুই থাকতে চাস তোর প্রিন্স চার্মিং -এর কাছে।
তোর কথাগুলো শুনে,
আমার বুকের ভিতরটা নিঃশব্দে ফাটে।
দুঃখে,বেদনায় কাতর হয়ে,
সব শেষে অতি কষ্টে,
জানতে চাই আমি তোর কাছে---
তুই কী মনে করিস আমাদের ব্যাপারটাকে?
কোন উত্তরটা যে ছিল তোর নিস্তব্ধতায়,
বুঝতে পারিনি আজও।
কেন এরকম হল বুঝতে না পারলেও,
বুঝেছি,ঘটে গেছে ছন্দপতন।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫১
রিপি বলেছেন:
ভালো লিখেছেন।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ।এটা ২ বছর আগে লিখেছিলাম।এরকম এ কিছু একটা ঘটেছিল একজন এর সাথে।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১
রিপি বলেছেন:
৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৭
অবনি মণি বলেছেন: সুন্দর ! আজ যেখানে যতো লেখা সবগুলো কাহিনী পরিচিত পরিচিত লাগে ।
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:২০
আরকিস মল্লিক বলেছেন: ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: সাবলিল লিখেছেন।
++++