![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা করে দিন যায়,
জীবন থেকে আর একটা দিন ঝরে যায়।
কত কিছু হারিয়ে যায়;
আবার কত মানুষ নতুন করে নিজকে খুঁজে পায়।
কিন্তু দিনের শেষে নিজেকে নিজের কাছে সেই অচেনাই থেকে যেতে হয়।
আর একটা নতুন দিন আসে,
না জানি কোন বার্তা নিয়ে সাথে।
জানি আবার লড়তে হবে নিজের সাথে,
যেতে হবে আবার হেরে।
আবার পরতে হবে রোজকার সেই বানানো 'আমি' -র মুখোশটাকে;
জানি দিনের শেষে আবারও সেই অচেনাই থেকে যেতে হবে নিজর কাছে।
হয়ত একদিন আসবে সেই কাঙ্খিত দিন;
পরতে হবে না কোন মুখোশ যেদিন,
যাব জিতে আমি সেই দিন।
শেষ হবে নিজের সাথে এই লড়াই,পরিচয় হাতড়ে বেড়ানো;
খুঁজে পাব নিজেকে---সেই কাঙ্খিত দিনে,
জানি আসবেই সেই দিন,একদিন।
২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হয়ত একদিন আসবে সেই কাঙ্খিত দিন;
পরতে হবে না কোন মুখোশ যেদিন। +++++++++
৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: চমৎকার।
+++
৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
৫| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ বন্ধুরা
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।