নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদার্থবিদ্যায় স্নাতক-স্তরের ছাত্র।

আরকিস মল্লিক

আই ডোন্ট বিলিভ ইন ফেয়ারিস।

আরকিস মল্লিক › বিস্তারিত পোস্টঃ

হয়ত তোকে ভালোইবাসি

১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৫৪


সত্যিই কি তোকে ভালবাসি?
ভালোবাসার মানে কি আমি বুঝি?
নাহ!অত-শত আমি জানি না,
তুইও যে আমার জন্য পাগল হয়েছিস তাও মনে হয় না।

তবু কেন জানি মনে হয় তোকে ভালোবাসি।
মাঝে মাঝে কেন যে চোখের সামনে ভেসে ওঠে তোর হাসি?
নাহ!অত-শত ভেবে করবো কী?
তার থেকে এই একা একাই বেশ আছি।

যেদিন বুঝেছি তুই এড়িয়ে চলতে চাস আমাকে,
সেদিন থেকে আমিও আর দেখা দিই না তোকে।
তাও তোকে একবার শেষবারের মত দেখার ইচ্ছা জাগে কেন কত!
কেন যে স্বপ্নে তোকে দেখি ঘন ঘন এত!

আমার এই অদ্ভুত রোগটা কী তা হয়ত জানি;
হয়ত তোকে সত্যিই ভালোবাসি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০০

নুর আমিন লেবু বলেছেন: ভাল লাগল ভাই

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: আমার এই অদ্ভুত রোগটা কী তা হয়ত জানি;
হয়ত তোকে সত্যিই ভালোবাসি।


অনেক অনেক ভাল লাগা রইল।

৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: ভালোই লাগল

৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা। :)

৫| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

বিজন রয় বলেছেন: ভালবাসি, হয়তো নেই।

৬| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ বন্ধুরা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.