নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদার্থবিদ্যায় স্নাতক-স্তরের ছাত্র।

আরকিস মল্লিক

আই ডোন্ট বিলিভ ইন ফেয়ারিস।

আরকিস মল্লিক › বিস্তারিত পোস্টঃ

একান্তে

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২



আজও মনে আছে--বৃষ্টি পড়ছিল তখন,
তোমায় প্রথম দেখেছিলাম যখন।
নদীপাড়ের রাস্তাটা--সেদিন ছিল একদম ফাঁকা।
বৃষ্টি পড়ছিল--ঝম ঝম-ঝম ঝম করে তখন।
তোমার হাতে ছিল গোলাপি রঙের একটা ছাতা,
আমার হাতটা ছিল পুরো ফাঁকা।
বৃষ্টি পড়ছিল--ঝম ঝম-ঝম ঝম।
ভেসে যাচ্ছিল আমাদের এই শহর--কলকাতা।

ভিজতে ভিজতে হাঁটছিলাম আমি,
উলটো দিক থেকে হাঁটতে হাঁটতে আসছিলে তুমি।
নীল ন্যারো জিন্‌স আর সাদা টি-সার্টে,
তোমায় মানিয়েও ছিল বেশ।
হঠাৎ আসা ঝড়ো হাওয়ায় উড়ে গেছিল তোমার গোলাপি ছাতা,
তোমার হাতও হয়েছিল আমারই মতো ফাঁকা।
বৃষ্টি পড়ছিল তখন--ঝম ঝম--ঝম ঝম।
রাস্তার পাশে,এক বড় বটগাছের নীচে,
আশ্রয় নিতে হয়েছিল তোমাকে।
বৃষ্টির হাত থেকে বাঁচতে,
আমিও তখন গেছিলাম সেখানে।
বৃষ্টি পড়ছিল তখন বেশ জোরেই--
ঝম ঝম-ঝম ঝম-ঝম ঝম।

কথা হয়েছিল প্রথমবার তোমাতে আমাতে,
হারিয়ে গেছিলাম আমি না জানি কোন সে কল্পজগতে!
বৃষ্টি পড়ছিল তখন বেশ জোরে--
ঝম ঝম-ঝম ঝম-ঝম ঝম শব্দ করে।
দেখেছিলাম আমি, সেদিন তোমার চোখে
আমার এত বছরের কাঙ্খিত মরণ।
বৃষ্টি পড়ছিল তখন--
ঝম ঝম-ঝম ঝম।

আজ তোমার সাথে এতগুলো বছর একসাথে কাটিয়ে,
একান্তে বৃষ্টিস্নাত সেইদিনটাকে
বড় মনে পড়ে।
আজও তোমাকে একই ভাবে ভালোবাসি,
পাগলী মেয়ে তোমাকেই ভালোবাসি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: গতানুগতিক !

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

আরকিস মল্লিক বলেছেন: :(

২| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর হয়েছে তবে বৈশিষ্ট্য বিহীন কবিতা বলা যায়। কবিতার ছন্দ উপমা অনুপ্রাস এর কোন উপস্থিতি নাই। চালিয়ে যান একদিন হবেই।।

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

আরকিস মল্লিক বলেছেন: অনেক সময় ছন্দ ছাড়াই কবিতা লিখতে ভালো লাগে ভাইয়া। :)

৩| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগলো। তবে এই রকম সিচুয়েশনে একটু সেক্স থাকলে মন্দ হত না।।

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

আরকিস মল্লিক বলেছেন: :P

৪| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

নাজমুস সাকিব রহমান বলেছেন: ভালোই।

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

আরকিস মল্লিক বলেছেন: :)

৫| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটামুটি লাগল।

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ

৬| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:০২

রুদ্র জাহেদ বলেছেন: আজও তোমাকে একই ভাবে ভালোবাসি,
পাগলী মেয়ে তোমাকেই ভালোবাসি।

ভালো লেগেছে কবিতা

২০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১১

আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.