![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক রাতে
আকাশে পূর্ণিমা-চাঁদ ছিল যখন,
হঠাৎ করেই
আমার জীবনে এসেছিলে তখন।
তোমার কণ্ঠে 'ভালোবাসি' শুনে
পাগল হয়েছিলাম যখন,
তোমার ভাবনায় বিভোর হয়ে
অনেক স্বপ্ন সাজিয়েছিলাম তখন।
আমার চোখে চোখ রেখে
আমার বুকে হাত রেখেছিলে যখন,
আমার হৃদয়ের সব ক্ষত নিমেষে
মিলিয়ে গেছিল তখন।
সেই তুমি আমায় ছেড়ে গেলে;
অনেক কেঁদে কেটে যখন
চোখের জল ফুরিয়ে গেলো
বাস্তবটা চিনতে শুরু করলাম তখন।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩৭
আরকিস মল্লিক বলেছেন: ভালো বলেছেন
২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪২
রুদ্র জাহেদ বলেছেন: বাস্তব চিনতে শিখে পথ চলাতেই প্রকৃত নির্মল আনন্দ।ভালো লেগেছে
+
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৪
আরকিস মল্লিক বলেছেন:
৩| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০২
মিখু বলেছেন: শুভ কামনা রইল,
আর যেন কাদতে না হয় তার জন্য।
১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৫
আরকিস মল্লিক বলেছেন:
৪| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৪
দায়ী বলেছেন: কাব্যিক বাস্তবতা
১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫০
আরকিস মল্লিক বলেছেন: -_-
৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
আরকিস মল্লিক বলেছেন:
৬| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬
নুর আমিন লেবু বলেছেন: অনেক সুন্দর কবিতা
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২
আরকিস মল্লিক বলেছেন:
৭| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
বিজন রয় বলেছেন: আপনি সবার মন্তব্যের প্রতিউত্তরে শুধুমাত্র একটি ইমো ব্যবহার করছেন, এটা আমার মনে হয় ভাল দেখায় না।
ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
আরকিস মল্লিক বলেছেন: আসলে একটু চাপের মধ্যে আছি। সামনে ২য় সেমিস্টার তাই এত ইমো ব্যাবহার করছি সংক্ষেপে।কিছু মনে করবেন না বিজন ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩৫
রিপি বলেছেন:
কষ্ট না পেলে বাস্তবতা সহজে শেখা যায়না ভাইয়া। ভালো লিখেছেন। শুভেচ্ছা অনেক।