![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাতে আবারও বেরোবে সে,
এই শহরের কোন বড় রাস্তার পাশের গলিতে
আপেক্ষা করে থাকবে সে,
কোন এক অগন্তুকের এক রাতের প্রণয়ী হতে।
তারপর যখন প্রেম-পর্ব শেষ করে
সব হিসাব মিটিয়ে দিয়ে আগন্তুক যাবে চলে
রাতপরীও ধরবে বাড়ির পথ, ক্লান্ত শরীরে;
জীবনের না মেলা হিসাব গুলো মনে করতে করতে।
রাতপরীর জীবনটা শেষ করতে ইচ্ছা করে মাঝে মাঝে
শুধু পারে না ৩ বছরের মেয়েটার কথা ভেবে;
রাতপরী ভাবে, নিজের জীবন তো শেষ হয়েই গেছে
আর কী বাকি আছে তাতে।
তবুও সে স্বপ্ন দেখে তার ছোট্ট মেয়েটাকে নিয়ে,ভেজা চোখে ভাবে,
তার ছোট্ট সোনা রাতপরী না হয়ে কি সত্যিকারের পরী হবে?
২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৬
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
রিপি বলেছেন:
আহা জীবন। রাতপরীদের জীবন।
ভালো হয়েছে।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।