![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক তো হল আঁকড়ে বসে থাকা পুরনোকে,
অতীত নিয়ে বাঁচার চেষ্টা।
অনেক তো হল সিগারেটের ধোঁঁয়া উড়িয়ে
রাতের ঘুম নষ্ট করা।
অনেক তো হল দূরে থেকে নীরবে
তোকে ভালোবেসে কষ্ট পাওয়া।
অনেক তো হল বোঝানো নিজের অবুঝ মনকে
যে তুই একদিন ঠিক বুঝবি নিজের ভুলটা।
অনেক তো হল বার বার করে
একসাথে কাটানো মুহূর্ত গুলো মনে করা।
অনেক তো হল বার বার করে
তোর পাঠানো পুরনো মেসেজ গুলো পড়া।
অনেক তো হল বার বার করে
নিজেকে কষ্ট দেওয়া;
কিন্তু আর নয়,এবার ফিরতে হবে
জীবনের কাছে আরও একবার।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
আরকিস মল্লিক বলেছেন: dhonnobad
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩
রাজসোহান বলেছেন: আখরে = আঁকড়ে, ধোয়া উরিয়ে = ধোঁয়া উড়িয়ে
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
আরকিস মল্লিক বলেছেন: thik kore dicchi vai
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮
আরকিস মল্লিক বলেছেন: dhonnobad vai
৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
মনিরা সুলতানা বলেছেন: বেশ ভালোলেগেছে
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
আরকিস মল্লিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
রিপি বলেছেন:
এবার ফিরতে হবে
জীবনের কাছে আরও একবার।
মিথ্যে আকঁড়ে ধরে আর কতদিন। স্বার্থপর মানুষদের জন্য অপেক্ষা না করাই ভালো। কবিতা ভালো হয়েছে তবে বানানের দিকে আরও খেয়াল রাখতে হবে।