নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদার্থবিদ্যায় স্নাতক-স্তরের ছাত্র।

আরকিস মল্লিক

আই ডোন্ট বিলিভ ইন ফেয়ারিস।

আরকিস মল্লিক › বিস্তারিত পোস্টঃ

আর কোন দিন যাব না

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭


দেড় বছর হয়ে গেল--চিনি তোমায়,
ঠিক যেমন তুমিও চেনো আমায়।
আমাদের বাড়িতে বাংলা পড়তে আসতে তুমি;
শুধু তোমায় দেখব বলেই বাবার কাছে ওই ব্যাচটায় পড়তাম আমি।

ফেসবুকে অনলাইন হতাম শুধু দেখতে তোমার নিত্য-নতুন আপলোড করা ছবি,
তোমার সাথে ফেসবুকে গল্প করাটা হয়ে গেছিল আমার হবি।
এরই মধ্যে একদিন ফেসবুকে ফোন নাম্বার দিলে তুমি;
তখন একা একা ভিক্টোরিয়ায় একটা বেঞ্চে বসেছিলাম আমি।
আজও মনে আছে ফোন করতেই ফোনটা কেটে দিয়েছিলে তুমি,
টেক্সট করে বলেছিলে,ফোন না করে যেন শুধু টেক্সট করি আমি।

তারপর থেকে রোজ চলতে থাকল টেক্সট চালাচালি
একদিন সাহস করে মনের কোনে জমা হওয়া কথাগুলো বলেই ফেলি;
সেদিন নিরুত্তর থেকেছিলে তুমি।
মাঝে মাঝে নানা ফন্দি এঁটে,
দেখা করতে শুরু করি তোমার সাথে।
তখন মনে হতে শুরু করেছিল--
আমিও যেমন ভালোবাসি তোমায়,
একইভাবে তুমিও ভালোবাসো আমায়।

আর আজ?
আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করছ তুমি।
বলছ--সবাইকে এই একই কথা বলি কিনা আমি?
বলতেই পারতে--'ভালোবাসি না তোমায়'।
এরকম মিথ্যা অভিযোগ আনার কি ছিল কোন দরকার?

একবার চোখে চোখ রেখে বলেই দেখো--'ভালোবাসি না তোমায়'।
আর কোনদিন যাব না কাছে,
যতই দুঃখের পাহাড় চেপে বসুক মনের মাঝে,
আর কোনদিন যাব না তোমার কাছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:

"বলছ--সবাইকে এই একই কথা বলি কিনা আমি? "

-প্রফেশানেল?

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

আরকিস মল্লিক বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.