![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন রাতের অন্ধকার ভেদ করে
ভোরের প্রথম আলো এসে পৌঁছায় পৃথিবীর বুকে,
পাখিদের ডাকে ঘুম ভেঙে মানুষ ওঠে জেগে,
তখন ঘুম নেমে আসে তাদের চোখে।
তাদের অসহ্য লাগে ভোরের আলো,
পাখিদের ঘুম ভাঙ্গানো গান।
অন্ধকারের সাথেই সখ্য তাদের
আলো তাদের শত্রু চিরকালের।
সারাদিনের খাটা-খাটুনির পরে
ক্লান্ত হয়ে রাতে সবাই যখন দেবে পারি ঘুমের দেশে,
তখন তারা সতেজ হবে;
মগ্ন হবে তাদের সৃষ্টি তৈরিতে।
হ্যাঁ, শুনে অলীক কল্পনা মনে হলেও
এরা আছে, আমাদেরই মাঝে।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
আরকিস মল্লিক বলেছেন: হ্যাঁ। আমিও Night owl
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০
মেহেদী রবিন বলেছেন: লেখক নিজেই কি এই প্রজাতির? যদি হয়ে থাকেন তো আসুন গলে মিলি।