নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নশিন দেখ বৃষ্টি

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩



অনাগত শক্তিকে স্বাগত জানাও
দেখ ফাগুন এসেছে দ্বারে
আর কী দারুণ রিমঝিম বৃষ্টি
আজ সকাল থেকে আমাদের শহরে
অনেক অপেক্ষার বৃষ্টি আমাদের
নশিন এসো বৃষ্টিতে ভিজি
পিছে পরে থাক পুরনো দিনের ক্ষত
সব ভুলে এসো পথে নামি
পাশাপাশি দাঁড়াই সড়কে
কিছুক্ষণ হাটি একসাথে
নশিন এখন বসন্ত আমাদের দ্বারে
এবসন্ত শুধু একবারই আসে
তারপর চলে যায় না ফেরার দেশে
আর কোথাও পাবে না তাকে
শুধু খুঁজে ফেরাই হবে সার
সারাটি জীবনভর
উহু বসন্ত আসবে না আর
নশিন আমার এহাত ফিরিয়ে দিয়ো না
পাথর রেখ না বুকে বেঁধে
সব ভুলে এসো পথে নামি
পাশাপাশি দাঁড়াই সড়কে
নশিন এসো বৃষ্টিতে ভিজি
কিছুক্ষণ হাটি একসাথে
#

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর। ভালো লাগলো কবিতা।

নতুনত্বের আহ্বানে জেগে ওঠুক তরুণ, গড়ুক বিশ্ব দিয়ে মনুষ্যত্ব আর ভালোবাসা।

শুভকামনা রইল ভাই।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৬

অর্ক বলেছেন: সুন্দর মন্তব্য। ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগলো কবিতা।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৭

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:২০

মানুষ বলেছেন: ভাল লেগেছে।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৭

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর কাব্য বেশ ভালো লাগলো। :)

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৮

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কাব্য +

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৮

অর্ক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.