নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

একটা দাঁতাল ক্রেন

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬




এখানে মানুষের বেশ কিছু বাড়ি ঘর ছিল
কয়েকজন ভ্রাম্যমাণ হকারের নিত্য আনাগোনা
কিছু ছোট ছোট সারিবদ্ধ চায়ের দোকান
সারাক্ষণ টুংটাং শব্দ চামচ পেয়ালার
দুর্দান্ত কতো আড্ডা গল্পের সরস আসর
রাজনীতি সমাজ ক্রীড়া বিনোদন ইত্যাদি নানান
বিষয় নিয়ে জমজমাট আলোচনা মানুষের।
এসব নিয়ে মাঝে মাঝে মতভেদ চরমে উঠলে
তিক্ততা তপ্ত বাক্য বিনিময় গালিগালাজ
এমনকি হাতাহাতির পর্যায়েও চলে যেত কেউ কেউ,
উৎসুক শ্রোতা দর্শকের ভীর জমে যেত একে ঘিরে
বিচার শালিস পর্যন্তও গড়িয়ে থাকবে দুয়েকটি ঘটনা।
একদল শিশু খেলা করতো এখানটায়
সকাল থেকে সন্ধ্যা অবধি, রাতের কাছাকাছি
ফুটবল ক্রিকেট কানামাছি ওপেন্টি বায়োস্কোপ
কখনও ওড়াত ঘুড়ি মনের সুখে।
ওদের খিলখিল হাসির শব্দ আন্দোলিত হতো বাতাসে।
ওদেরও ঝগড়াঝাঁটি হতো, মারামারিও বেঁধে যেত কদাচিৎ
কিন্তু সেসব বেশিদূর গড়াত না বড়দের মতো,
ওরা নিজেরাই সেগুলো মিটিয়ে মেতে উঠতো খেলায়।
অপরাহ্ণে গৃহবধূরা সেজেগুজে আড্ডা জমাত এখানে
সালোয়ার কামিজ পরা দুয়েকজন কিশোরী তরুণীও থাকতো
তারা মজা করে গল্প করতো, কথা বলতো হেসে হেসে।
জানি না কতো মজার ছিল তাদের সেসব আড্ডার বিষয়
শুধু দেখতাম মাঝেমাঝে হাসির গমক বেড়ে গেলে
তারা আহ্লাদে ঢলে পড়তো একে অন্যের গা'য়ে,
তারপর যথারীতি সন্ধ্যা ঘনালে ফিরে যেত যারযার ঘরে।
এভাবে হেসেখেলে ভালই কাটছিল তাদের দিনগুলো,
কিন্তুু হঠাৎ একদিন একটি অতিকায় কুৎসিত
দাঁতাল ক্রেন এসে সব ভেঙ্গেচুরে গুড়িয়ে দিয়ে গেল।
আর কী প্রচণ্ড শক্তি সেই বিকটদর্শন দানব ক্রেনটার
তিলতিল করে গড়া মানুষের এতো কষ্টের ঘরবাড়ি
আসবাবপত্র, সারিবদ্ধ ছোট ছোট দোকানগুলো
কী অবলীলায় মাত্র কয়েক মিনিটেই কামড়ে
আঁচড়ে চিবিয়ে ভেঙ্গেচুরে ফেলে রেখে গেল
আবর্জনার স্তুপাকারে, যত্রতত্র।
সহস্র মানুষের ক্রন্দন বিলাপ মিলালো শূন্যতায়।
সত্যি একটা কিম্ভুতকিমাকার দাঁতাল ক্রেনের কাছে
মানুষ তো ছাড় ঈশ্বরও বড্ড অসহায়!
#

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই। শুরু খেকে শেষ পর্যন্ত বাস্তব চিত্র যেন ভিডিও দেখলাম। সার্থক আপনার লেখা।
মুগ্ধতা রইল ভাই।

শুভকামনা আপনার জন্য অর্ক ভাই।

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ অনুজপ্রতিম কবিবন্ধু নাঈম জাহাঙ্গীর নয়ন। মন্তব্য পাঠে প্রীত হলাম। একরাশ শুভকামনা আপনার জন্য।

২| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম ভাই।

এরকম লেখা চলুক অবিরাম।
ভালোবাসা জানবেন সবসময়।

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে জুন, ২০১৭ রাত ৮:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কষ্টের ছবি এঁকেছেন লেখার মাধ্যমে।


ধন্যবাদ অর্ক।

২২ শে জুন, ২০১৭ রাত ৯:৩২

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা শ্রদ্ধেয় আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই ভাল লাগায় ভীষণ প্রীত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.