নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সদ্যজাত শিশুর আকাঙ্ক্ষা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫



সদ্যজাত ছোট্ট শিশু তাকিয়ে আছে, এ
পৃথিবীর দিকে। ওর ক্ষুদে চোখে, কতো
বিস্ময় নিয়ত করে খেলা! মাতৃক্রোড়ে
খুঁজে পায় অনাবিল সুখ। ওর ছোট
ছোট হাত পা'র শূন্যে ছোড়াছুড়ি, শুধু
শুধু নয় তা, ও ঠিক চায় কিছু ব্যক্ত
করতে ওর ভাষাতে। আমরা বুঝতে
পারি না, সে কেবলই আমাদের ত্রুটি!

ওর জন্যে চাই এক সুস্থ, বাসযোগ্য
পৃথিবী। যেখানে ওর অনাগত দিন
হবে নির্ঝঞ্ঝাট, মুক্ত আজকের তাবৎ
কলুষতা, অনিয়ম থেকে। ঠিক কিছু
বলছেই ও হাত পা ছুড়ে! নিশ্চয় ও
চাইছে, শান্তির সেই অনন্য পৃথিবী।


ছবি: ইন্টারনেট।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


কিছুক্ষণের মাঝে ২য় বাচ্ছা জন্ম নিলো?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

অর্ক বলেছেন: আরও একশো, আরও হাজার বাচ্চা জন্ম নিবে...

তো!

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ লেখা

কি করে লেখা প্রথম পাতায় আসে জানা আছে? আমিও লিখি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

অর্ক বলেছেন: ধন্যবাদ। দুঃখিত, এব্যাপারে আমার জানা নেই!

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধরণীতে নতুন শিশুকে স্বাগতম এবং বাসযোগ্য করে গড়ে তোলার মত পরিস্থিতি বর্তমানে অনেক রাষ্ট্রে নেই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

অর্ক বলেছেন: একমত। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো । +++++

' ... বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি .......' কবি সুকান্তের ছাড়পত্রের লাইন মনে পরে গেলো ।

শুভকামনা । :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

অর্ক বলেছেন: জেনে সুখী হলাম। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১

জাহিদ অনিক বলেছেন: আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

অর্ক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.