নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২



আমি ঠিক এখন বসে আছি মালিবাগ রেল ক্রসিংয়ের মোড়ে
সড়কের পাশে একটি চায়ের দোকানে
এক কাপ লাল চা'র পেয়ালা হাতে
বৃদ্ধ দোকানদার পাশের চেয়ারে বসা, ঝিমুচ্ছে
মুখোমুখি বেঞ্চে বসে আছে একজন মধ্যবয়ষ্ক ভদ্রলোক
দ্বিতীয়বারে মতো একটি সিগারেট ধরিয়েছে
আমার দিকে ছুটে আসছে ওর ধোয়া অনবরত
দশটার কাছাকাছি ঘড়ির কাটা
রাত বাড়ছে।
আমি জানি, একটি কবিতার উপজীব্য হবার মতো
কিছুই নেই এখানে
গতানুগতিক, অত্যন্ত সাধারণ একটি অনুল্লেখ্য দিন
সেপ্টেম্বরের একটি শুষ্ক ম্রিয়মাণ রাত
দুই হাজার সতের সাল
নিতান্তই সাধারণ গৎবাঁধা চলমান জীবন আমাদের;
আজ সারাদিন আমার বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু ঘটেনি,
ঘুমে, নির্ঘুমে হয়তো আসছে রাতটিও কাটবে গতানুগতিক;
আমি আমারটাই শুধু হলফ করে বলতে পারি,
ওদের দুজনেরটা কেবলই আমার অনুমান।
সবমিলে কণামাত্র বিশেষত্ব কিছু নেই এই মুহূর্তগুলোর।
জানি, এখানে একটি কবিতা লিখবার মতো কোনও উপাদান নেই
কিন্তু তবু আজ আমি এখন এখানে একটি কবিতা লিখবো
ঠিক এখনকার, এই চলমান মুহূর্তকালকে নিয়ে,
কারণ আমি স্বাধীন একটি কবিতা লেখার জন্য।
সত্যি এ এক অভূতপূর্ব রোমাঞ্চকর অনুভূতি,
যা হয়তো ঠিক শব্দ বাক্যে কখনওই ব্যক্ত করা যায় না।
বৃদ্ধ দোকানদার আড়মোড়া ভেঙে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে পথে
মধ্যবয়ষ্ক ভদ্রলোক বিরামহীন ধোয়া ছেড়ে চলেছে সিগারেটের
আর আমি, চা'র পেয়ালা বেঞ্চের ওপর রেখে দিব্যি কবিতা লিখছি
এই মুহূর্তে আমার ভীষণ আনন্দ অনুভূত হচ্ছে,
মনে হচ্ছে, আমি যেন এখন এখানে, এই কবিতাটি লেখার জন্যেই
পৃথিবীতে এতদিন ধরে বেঁচে আছি,
আমার মানব জীবনের সবটুকু সার্থকতা যেন আজকের
এই কবিতাটি লেখার মাঝে।
সত্যি, স্বাধীনতার এ এক অবর্ণনীয়, অভূতপূর্ব সুখদ অনুভব
যা হয়তো কখনওই পূর্ণরূপে ব্যক্ত করা যায় না
শুধু নিজের মাঝে নিজের মতো অনুভব করা যায়।
ঠিক এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন
আমি একটি কবিতা লিখছি
আমার আর কোনও অপেক্ষা নেই কোনকিছুর
আমি স্বাধীন একটি কবিতা লেখার জন্য।
আমি কবিতা লিখছি
লিখছি
লিখছি
লিখছি...

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


গদ্য, নাকি লাইন-ভাংগা পদ্য?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

অর্ক বলেছেন: লাইন-ভাংগা পদ্য। ধন্যবাদ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

গাজী বুরহান বলেছেন: কবিতা! সে তো এরকম হওয়া উচিত। দারুণ লিখছেন ভাইয়া।। অসাধারণ। গতানুগতিক ছন্দ মিলিয়ে কি লাভ? যদি কবিতাই না হয়। অসাধারণ।। অসাধারণ।।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

অর্ক বলেছেন: আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানা নেই! আপনার, আমার এই কবিতায় ভালো লাগা একেবারে অকৃত্রিম। আমি জানি আপনি পাঠ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উপরের মন্তব্যকারি কবিতা না পড়েই একটা তির্যক মন্তব্য করে বসেছে।

আন্তরিক ধন্যবাদ ও ভরপুর শুভকামনা।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

জাহিদ অনিক বলেছেন: জানি, এখানে কবিতা লেখার জন্য কোনও উপাদান নেই
কিন্তু তবু আজ আমি এখন এখানে একটি কবিতা লিখবো
ঠিক এখনকার, এই চলমান মুহূর্তকালকে নিয়ে।
- দারুণ।

আমি হলে হয়ত এভাবে লিখতাম,

আমার হাতের চায়ের কাপে কিংবা ওদের হাতের জ্বলন্ত সিগারেটে,
কোথাও নেই এমন কোন উপাদান; যার নির্যাস নিয়ে লেখা যেতে পারে একটি কবিতা;
তবুও; তবুও আজ আমি এই ঘটমান বর্তমানকে নিয়ে লিখে ফেলব একটি কবিতা।
আমি লিখব; আমি লিখব কারণ আমি স্বাধীন,
আমি স্বাধীন, একটি কবিতা লেখার জন্য।

উপরে উল্লেখিত আপনার লাইনগুলোও বেশ বেশ সুন্দর হয়েছে। আমি কেবল আমার চিন্তাটা আপনাকে বলেছি।

ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

অর্ক বলেছেন: আপনারটা বিস্তারিত ও আরও আবেদনময়। ভালো লাগলো। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো, নিত্য ঘটনাকে কবিতায় রুপান্তর করেছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

অর্ক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৯

মলাসইলমুইনা বলেছেন: মালিবাগ রেল ক্রসিং-এর কাছে থেকেই স্কুল, ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো পার |এই মালিবাগ রেল ক্রসিং পেরিয়েছি কত লক্ষবার জীবনে হেটে, রিকশায়, মুড়িরটিনে সে কি আর গুনে শেষ করা যায় ...| মালিবাগ রেল ক্রসিংয়ের শব্দে, চিৎকারে, জনারণ্যে ঢুকে কবিতার সে একটা মাত্র সংযোগ আমার ছিল সে'হলো সুকান্তের কবিতার একটা মাত্র লাইন -- 'নেই প্রয়োজন কবিতার স্নিগ্ধতার' | সেই মালিবাগ রেল লাইনের মোড়ে দাঁড়িয়ে কবিতা লেখা ! ইউ আর দ্যা ম্যান ! বাই দা ওয়ে, কবিতার জন্যও শুভেচ্ছা নিন |

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

অর্ক বলেছেন: খুব খুশি হলাম জেনে। আন্তরিক ধন্যবাদ ও ভরপুর শুভকামনা। ভালো থাকুন সবসময়।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

অর্ক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা সেলিম আনোয়ার ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.