নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

পিতা স্মরণে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯



পিতা, আবার আজকে তোমাকে মনে পড়ছে বড়। কতদিন
শুনি না প্রিয় কণ্ঠে সে ডাক- নাম ধরে; হারিয়েই গেছে সব
কালের গহ্বরে! আজ শুধু ক্ষীণ কিছু স্মৃতি তুমি । প্রিয় সেই
মুখটিও আমি যেন ভুলতে বসেছি ! ক্যালেন্ডারের পাতায়
আজ আর কালোরঙ মার্কার কলমে আমি গোল করে দাগ
দেই না-তোমার জন্ম মৃত্যু তিথিতে । জীবন যে সতত এক
জটিল অঙ্ক- তা তুমি নিজেও দেখেছ পৃথিবীতে! কিছুতেই
এখানে হিসেব মেলে না-মিলেও মেলে না-মিলতে চায় না!

পিতা, হঠাৎ আজ তুমি যেন আবার এসেছ ফিরে এখন- এ
রাতে । আকাশপটেতে উজ্জ্বল তারার ভিড়, এক ফালি বাঁকা
চাঁদ মিটিমিটি হাসে। তোমার মুখটি মনে পড়ে যাচ্ছে... আমি
যেন ফিরে গেছি সেই ফেলে আসা দিনে; কতো সুখ দুঃখ হাসি
কান্না ভরা দিন কাটিয়েছি একসাথে ! পিতা, যেমন এসেছ
আজ- এভাবেই এসো মাঝেমাঝে; স্মৃতিগুলো সতত সুখের।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


পিতার ছবিটা মানানসই হয়েছে; জাতির পিতা নয়তো আবার?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় চাঁদগাজী ভাই। এখানে আমি আমার নিজের প্রয়াত পিতার কথা বলেছি।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: স্মৃতিগুলো সতত সুখের !!!
সত্যিই তাই ,আমার খুব কঠিন সময়গুলো তে খুব মনে হয়;
বেঁচে থাকতে কখনো কোণ প্রয়োজন মুখ ফুটে বলতে হয়নি ।

আপনার লেখায় ভালোলাগা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপা।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব ছেলেরাই বিগত পিতাকে স্মরণ করে আবেগ তাড়িত হয়। একজন বটবৃক্ষের ছায়ার অভাব অনুভব করে।

আপনার পিতার বিগত আত্মা স্বর্গবাসী হউক- এই কামনা থাকল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মলাসইলমুইনা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ | মনে হচ্ছে আমার কবিতাই আপনি লিখেছেন | কেমন করে লিখলেন? আমার মনের খুব গহীনের কথাগুলো কেমন করে লিখলেন শব্দে,অক্ষরে ? আমিতো অনেক দিন, অনেক বছর ধরে এই কবিতাটাই লিখতে চেয়েছি | পারিনি |কবিতার ব্যর্থ হাতে এই কবিতাটি আর লেখা হয়ে ওঠেনি | আপনার কবিতার উচ্চারণে আমিও বললাম কথাগুলো অনেক বছর না দ্যাখা আব্বুকে | আব্বুকি শুনলেন !! আবারো অনেক ধন্যবাদ |

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল বাবা স্মরণে সার্থক কবিতা। মুগ্ধকর সব কথামালায় সাজানো প্রথম থেকে শেষ পর্যন্ত।

প্রতিটি লাইনে ২২ অক্ষর করে ভাব ঠিক রেখে লেখাটা কষ্টই, অনেক পরিশ্রমে গড়া কবিতা।

শুভকামনা রইল প্রিয় কবির জন্য

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

অর্ক বলেছেন: প্রিয় কবি সার্থক কবিতা লিখতে চাইলে পরিশ্রম করতেই হবে। আমি, আপনি, আমরা সবাই রয়েছি এর মাঝে। অশেষ ধন্যবাদ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:



বাবাকে নিয়ে চমৎকার লিখেছেন । সবচেয়ে আরামদায়ক ছায়া পিতার ছায়া ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

জাহিদ অনিক বলেছেন: পড়তে বেশ ভাল লাগলো। সাবলীল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কবিবর।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:




পিতা....... একটি দিগন্তের নাম, বিস্তৃত সমুদ্রের নাম...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কবিবর।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

মিরোরডডল বলেছেন: anek shundor lekha
Baba k miss kori
mon ta kharap hoye gelo

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: পিতৃছায়া হারিয়েছি ২৫ বছর আগে, আজো সে শূন্যতা আমাকে চোখের জলে ভাবায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ। শুভকামনা।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.