নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

কপিপেস্টের সুযোগ উঠিয়ে দিয়ে ব্লগ কর্তৃপক্ষ তাদের এই জনপ্রিয় ব্লগ সাইটকে সম্ভাবনার এক নতুন দিগন্তে নিয়ে গেলেন। এখন থেকে আবার নতুন মাত্রায় নব উদ্যমে ব্লগিং শুরু হবে। কপিবাজ অপরাধী ব্লগারদের বিদায় ঘন্টা বেজে গেল। তাদের জন্য আর কিছুই নেই ব্লগে। মন্তব্য করার ক্ষেত্রেও দেখতাম অনেক ব্লগার মন্তব্যে পুরো কবিতা বোল্ডে কপিপেস্ট করে 'ভালো, সুন্দর' লিখতো। যা ভীষণ বিরক্তিকর ও লেখক'র জন্য অবমাননাকরও মনে হতো আমার। এখন থেকে ব্লগিং সামগ্রীরূপে প্রকৃত অর্থেই হবে সত্য, সুন্দর, পরিশীলিত ও সৃজনশীল। ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আপাতত আর কোনও পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। যেভাবে আছে, সেভাবেই রাখাটাই উত্তম হবে। অবশ্য এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। নির্ঘাত অনেকে লগইন করে নিজের পেজে নতুন পোস্টের ক্ষেত্রে কপিপেস্ট'র সুবিধা না দেখে হয়তো বিরক্ত হবেন। তাদের কথা ভেবে সম্ভব হলে লগইন অবস্থায় নিজের পেজে নতুন ব্লগ লেখার ক্ষেত্রে কপিপেস্ট'র স্বাধীনতা দেয়া যেতে পারে।

ধন্যবাদ ধন্যবাদ।

সবাইকে অশেষ ব্লগীয় শুভেচ্ছা।

সকলের কল্যাণ হোক।

শুভ ব্লগিং।

পরিচ্ছন্ন ব্লগিং।

***
দুঃখিত তাড়াহুড়োয় ঠিক বুঝিনি রইট ক্লিকও তো কাজ করছে না! না না এভাবে হয় না, হতে পারে না! রাইট ক্লিক তাড়াতাড়ি ফিরিয়ে আনা হোক। না হলে তো কিছুই করা সম্ভব না!

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং :)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

আরাফআহনাফ বলেছেন: ব্লগারই যদি না থাকে - ব্লগিং শুভ হবে কীভাবে?
এটা সুইসাইডাল এক্ট - সামু নিশ্চয়ই ফিরে আসবে এমন সিদ্ধান্ত থেকে।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

অর্ক বলেছেন: আমার জন্য কোনও ব্যাপার নয়, এই তো দু তিন মিনিটে লিখে পোস্ট দিলাম। তবে একথা ঠিক লগইন অবস্থায় নতুন পোস্ট লেখার ক্ষেত্রে কপিপেস্ট'র সুবিধা রাখাতে দোষের কিছু নেই। আমার মনে হয় কর্তৃপক্ষ ভাবছেন ব্যাপারটা।
ধন্যবাদ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

Bangladeshi Moinul বলেছেন: কপি পেস্ট উঠিয়ে দেয়াটা নিশ্চয়ই কোনো ভাল সমাধান হতে পারে না। বিশেষ করে যারা কবিতা বা গল্প লিখে, তারা দেখা যায় অনেক সময় ধরে তার নিজের মোবাইল বা পিসির নোট প্যাড এ একটু একটু করে এক লাইন দু লাইন করে লিখে তারপর তার পুরো কবিতাটা সামুতে এনে পেস্ট করে পোস্ট করে। এক্ষেত্রে আপনি কিভাবে সাধুবাদ জানান আমার জানা নেই।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

অর্ক বলেছেন: মানুষ অভ্যাসের দাস। এই সাইটটি এরকম জেনে ব্লগিং করুন। আপনার সমর্থনে আমি পোস্টে লিখেছি কিছু সুবিধা লগইন অবস্থায় রাখার।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

অর্ক বলেছেন: একটু বেশিই টাইট হয়ে গেল! কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছেন। আশা করি শীঘ্র সব ঠিক হবে।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা তবে নিজেদের ব্লগে নিজেরা কপি পেস্ট করা যাবে এমন সিস্টেম থাকলেই ভাল হবে । আর রাইট ক্লিক তো দিতেই হবে-এছাড়া চলবে না

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

অর্ক বলেছেন: একটু সময় দিন। চলুক না কিছুদিন এভাবে।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

অর্ক বলেছেন: ঠিকই তো আপা রাইট ক্লিকও তো কাজ করছে না! একটু বেশি টাইট করে ফেলেছে দেখছি।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

চানাচুর বলেছেন: ভাইয়া আমাকে একটা গানের লিংক দেন তো টাইপ করে :)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

অর্ক বলেছেন: গুগল করেন।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে সহমত পোষণ করছি!!



পোস্টের জন্য থ্যাংকু!:)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

বিলিয়ার রহমান বলেছেন: @চানাচুর আপি আপনার জন্য গানের লিংক !:)

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।

তবে লগইন হওয়ার পর যেন সবকিছু আগের মতোই চলে সে ব্যবস্থা করতে পারলেই সবচেয়ে ভালো হবে বলে মনে করি।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

অর্ক বলেছেন: শতভাগ ঐক্যমত্য এব্যাপারে। ধন্যবাদ।

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আমি সিস্টেমেটিক্যাললি ন্যাচারাল ব্লগিং করতে পারছি আমার কোন সমস্যা হচ্ছে না আপি!!:)

একই মন্তব্য আবার করলাম!!! আইমিন কমেন্ট কপি করে রাখা যাচ্ছে!! পেস্টও করা যাচ্ছে!! ব্লগ পোস্টের ক্ষেত্রেও একই কথা বলা যায়!! আপনার কেবল সিস্টেমটা জানতে হবে এই আরকি!!:)

হ্যাপি ব্লগিং

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

আমি মাছরাঙ্গা বলেছেন: কপি / পেষ্ট কি আসলেই বন্ধ হয়েছে !!
কপি করতে : "ctrl+u"
পেষ্ট করতে : Google chrome plugin

পেষ্ট প্রমান: "কপিপেস্টের সুযোগ উঠিয়ে দিয়ে ব্লগ কর্তৃপক্ষ তাদের এই জনপ্রিয় ব্লগ সাইটকে সম্ভাবনার এক নতুন দিগন্তে নিয়ে গেলেন !! কপিপেস্টের সুযোগ উঠিয়ে দিয়ে ব্লগ কর্তৃপক্ষ তাদের এই জনপ্রিয় ব্লগ সাইটকে সম্ভাবনার এক নতুন দিগন্তে নিয়ে গেলেন !!"

ওয়েব টেকনোলজীর ব্যাপারে সামুর ডেভোলাপারদের আরও চৌকষ হওয়া প্রয়োজন ।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

অর্ক বলেছেন: যথার্থ বলেছেন। সহমত ধন্যবাদ ও শুভকামনা।

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সিস্টেম জানাইয়েন বিলিয়ার ভাই। আমার সময়ের বড্ড অভাব। তাই আগের মতোই ব্যবহার করতে পারাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: চোরেরা নাকি কপি পেষ্টের রাস্তা খুঁজে পেয়েছে। কাজেই ওদের সাথে পেরে ওঠা মুশকিল।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

অর্ক বলেছেন: তাই তো দেখছি। ধন্যবাদ ভাই। শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.