নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে গড়ে, ভালোবাসার ইটে?
প্রেমে উর্বর দাও করে দাও, আমার বুকের ভিটে।

নয় কুঁড়েঘর প্রাসাদ দিয়ো, মনের ভিতে গড়ে
প্রেমের খুঁটি শক্ত বন্ধন, না হোক সে নড়বড়ে।

মন কুঠুরির আলোর ঘরে, বাজবে সুখের নৃত্য
ভরবে সুখে রিনিঝিনি, তোমার আমার চিত্ত।

হুররাম আমি তোমার রাণী, হও সুলেমান তুমি;
সুখের ছোঁয়ায় সারাবেলা, থাকুক মনোভূমি।

ঘেঁষে থেকো দুঃখ সুখে, মন প্রাসাদের রাজা
উচ্ছ্বলতায় থেকো তুমি, দিবানিশি তাজা।

প্রেম প্রাসাদের দেয়াল জুড়ে, সুখের কারুকার্য
বলবে যেমন চলবো তেমন, আদেশ শিরোধার্য।

মোমের আলোয় মনের প্রাসাদ, থাকবে জ্বলে রাতে
পাখির ডাকে উঠবো জেগে, মিহি হাওয়ার প্রাতে।

স্বচ্ছ জলের থাকবে দীঘি, কাটবো সাঁতার দু'জন
ডালে বসে গাইবে পাখি, সুরেলা সুর কূ'জন।

হও সুলেমান তুমি আমার, আমি তোমার হুররাম
সুখের হাওয়া প্রাসাদ জুড়ে, যাক বয়ে অবিরাম।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৫০

এম এ কাশেম বলেছেন: সুলেমানের হুররাম তুমি, প্রাসাদ সেরা রাণী
সামঅয়্যার ব্লগে তাই বিলাও প্রেমের বাণী।

২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। থ্যাংকিউ সো মাচ ভাইয়া

২| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৮

ঢাবিয়ান বলেছেন: এইসব দাসী বান্দি হইতে চান কেন আপু ? তামিমের বাপের রানী হইয়া থাকেন :`>

২৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা.... আমাদের যুগই ভালো। লুইচ্চা যুগে যাইতাম না

থ্যাংকিউ সো মাচ

৩| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১৮

ডঃ এম এ আলী বলেছেন:



এই সুন্দর কবিতাটির উপর মন্তব্য কবিতায় দিলে
কেমন দেখায় দেখি একটু চেষ্টা করে , জানি হবেনা তা
কোন কবিতা, তবে নিশ্চয়ই তা দেখাবে কবিতার মতই করে ।

সুলেমানের প্রেমের রানী প্রাসাদ গড়ে আশায় থাকে
তৃষিত আকুল তার আঁখি ঘুমে-থাকে জেগে
প্রাণে মিশে স্বপন দূর দিগন্তে চেয়ে
সুলেমানকেই কেবলি সে ডাকে ।

বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী
কী গাহে তার গানের পাখি
কী কবে সে না পায় ভাষা
হুরের জীবন রঙিন কুয়াশা ।

বিশ্ববীণায় রাগিণী থামি যে যায়
প্রাসাদ হারা হুররামের হৃদয়
আলোহারা পথে ধায়, গহন তিমির
গুহাতলে সুলেমান তরে ধায় । ।

হুররামের নয়নে সন্ধ্যাতারার আলো
সুলেমানের আঁধার পথে জ্বালো জ্বালো
মরীচিকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর
কাটিওনা মিছে, দিন-অবসানে ।

না না, ভুল কোরো না , ভুল কোরো না,
ভুল কোরো না ভালোবাসায় সুলেমানে
ভুলিয়ো না, ভুলিয়ো না, আর তাকেও
ভুলায়ো না আর কোন নিষ্ফল আশায়।

বিচ্ছেদ দুঃখ নিয়ে খাকই তুমি দুর
জেনে রাখ যত দুর ততই নুর
জ্বালবে আলো তোমার হৃদয় মাঝে
পরিচিত সে যে তারই সাথে ।

দয়ার ছলে তুমি হোয়ো না নিদয়
হৃদয় দিতে গিয়ে ভেঙো না তার হৃদয়
রেখো না লুব্ধ করে, মরণের বাঁশিতে মুগ্ধ করে
টেনে নিয়ে যেয়ো না তাকে সর্বনাশায়।

মায়ার পিছে পিছে ফিরায়োনা শুধু
সবই স্বপনসম শুধুই মিছে
ডেকো না ডেকো না, ডেকো না
ডেকোনা আর সুলেমানে ।

ভাবো শুধু চলে যে এসেছে মনে
তার সে বেদনা নিয়ে এসেছে ফিরে
মূল্য সে নাহি চায় ভালোবেসেছিল বলে
কৃপাকণা দিয়ে আঁখিকোণে রেখে দিও তাকে।

ওরে সুলেমান, দুঃখ জোয়ারের জলস্রোতে
নিয়ে যাবে তোমায় সব দুঃখ যন্ত্রনা হতে
দূরে যবে যাবে সরে, তখন চিনবে তারে
আজ অবহেলা ছলনা দিয়ে ডেকো না তাকে ।

সুলেমান আর হুররামের প্রেম কাহিনী আমর হোক
এ কামনা রেখে গেলাম কাব্যকারে ।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই কবিতাটি পোস্ট আকারে দিলে ভালো লাগতো।
খুব সুন্দর হয়েছে শ্রদ্ধেয়

জাজাকাল্লহ খইর
ভালো থাকুন

৪| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:


ও হ্যাঁ হুররাম সুলতানের সত্যিকার ইতিহাসের কথা বলতে ভুলে গিয়েছিলাম ।
তাই এখানে তুলে দিয়ে গেলাম।
হুররাম সুলতান যিনি রোজেলানা হিসেবেও পরিচিত–[note ১] ছিলেন উসমানীয় সম্রাট প্রথম
সুলাইমানের কানিজ (উপপত্নী) এবং পরবর্তীকালে তার বৈধ স্ত্রী। তিনি সম্রাটের সন্তান সুলতান
দ্বিতীয় সেলিম, শাহজাদা মেহমেদ, মিহরিমাহ সুলতান, শাহজাদা আব্দুল্লাহ, শাহজাদা বায়েজিদ ও
শাহজাদা জাহাঙ্গীরের মাতা। [৬] উসমানীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর নারীদের
মধ্যে তিনি একজন ছিলেন। নারীদের সালতানাত নামে পরিচিত শাসনকালের তিনি একজন
অন্যতম ব্যক্তিত্ব।

হুররাম সুলতানের হাত ধরেই উসমানী সাম্রাজ্যে প্রথম নারীদের ক্ষমতা বৃদ্ধি পায় । তাঁর স্বামীর শাসনকালে
তিনি সুলতানের প্রধান স্ত্রী (হাসেকি সুলতান) ছিলেন। তিনি তার স্বামীর মাধ্যমে ক্ষমতা অর্জন করে উসমানী
সাম্রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করে সাম্রাজ্যের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

তেমনি তামিমের বাপের সাম্রাজ্যে দুর্দান্ত রাণী হিসাবে হুররাম রাজ্যত্ব করুক এ কামনাই রইল ।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইতিহাস জেনে ভালো লাগলো। যদিও সিরিয়ালে দেখেছি এদের কর্মকান্ড। কতগুলা সন্তান। তাও হুররাম কত সুন্দর ছিল

আমি তো তাসীনের বাপ ডাকি। বড় পোলা থুইয়া ছোট পোলার নাম কখন আসলো হাহাহা

তামীমের বাপে রাণী না আমি প্রজা হয়ে দিনাতিপাত করছি :)

থ্যাংকিউ সো মাচ

৫| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:
উপরে মন্তব্যের ঘরে হুররাম সুলতানের ছবিটা আসে নাই । তাই এখানে আবার দিয়ে
দিলাম । এখনো ছবি না আসলে আমার করার আর কিছুই নাই ।
দয়া করে ভুল থাকায় এবং একই রকম কথামালা থাকায় উপরের মন্তব্যটি মুছে দিবেন


ও হ্যাঁ হুররাম সুলতানের সত্যিকার ইতিহাসের কথা বলতে ভুলে গিয়েছিলাম ।
তাই এখানে তুলে দিয়ে গেলাম।
হুররাম সুলতান যিনি রোজেলানা হিসেবেও পরিচিত। ছিলেন উসমানীয় সম্রাট প্রথম
সুলাইমানের কানিজ (উপপত্নী) এবং পরবর্তীকালে তার বৈধ স্ত্রী। তিনি সম্রাটের সন্তান সুলতান
দ্বিতীয় সেলিম, শাহজাদা মেহমেদ, মিহরিমাহ সুলতান, শাহজাদা আব্দুল্লাহ, শাহজাদা বায়েজিদ ও
শাহজাদা জাহাঙ্গীরের মাতা। উসমানীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর নারীদের
মধ্যে তিনি একজন ছিলেন। নারীদের সালতানাত নামে পরিচিত শাসনকালের তিনি একজন
অন্যতম ব্যক্তিত্ব।

হুররাম সুলতানের হাত ধরেই উসমানী সাম্রাজ্যে প্রথম নারীদের ক্ষমতা বৃদ্ধি পায় । তাঁর স্বামীর শাসনকালে
তিনি সুলতানের প্রধান স্ত্রী (হাসেকি সুলতান) ছিলেন। তিনি তার স্বামীর মাধ্যমে ক্ষমতা অর্জন করে উসমানী
সাম্রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করে সাম্রাজ্যের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

তেমনি তামিমের বাপের সাম্রাজ্যে দুর্দান্ত রাণী হিসাবে হুররাম রাজ্যত্ব করুক এ কামনাই রইল ।

তথ্য ও ছবি সুত্র : গুগল উইকিপিডিয়া ।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সিরিয়ালের হুররাম বেশী সুন্দর। যে ক্ষমতা আর বুদ্ধি খাটিয়ে সে সুলতানের সাথে রাজত্ব করেছে দেখেছি

ধন্যবাদ আপনাকে

৬| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২

ডঃ এম এ আলী বলেছেন:





সুলতান সুলেইমান তার "মুহিব্বি" নামক ছদ্মনাম ব্যবহার করে হুররেম সুলতানের জন্য নিম্নোক্ত কবিতাটি লিখেছিলেন:

"আমার নির্জনতার সিংহাসন, আমার সম্পত্তি, আমার প্রেম, আমার পূর্ণিমা।
আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার সখী, আমার চিরন্তন অস্তিত্ব, আমার সুলতান, আমার একমাত্র ভালোবাসা।
সুন্দরীদের মাঝে সবচেয়ে সুন্দরীতমা...
আমার বসন্তকাল, আমার সদা প্রফুল্ল মুখী ভালোবাসা, আমার দিবস, আমার প্রাণের প্রিয়া, আমার হাস্যোজ্জল পত্র...
আমার গুল্ম, আমার মিষ্টি, আমার গোলাপ, এ জগতে একমাত্র সেই আমাকে কোন দুঃখ দেয় নি...
আমার ইস্তাম্বুল, আমার কারামান, আমার আনাতোলিয়ার পৃথিবী
আমার বাদাকশান, আমার বাগদাদ আর খোরাসান
আমার সুকেশী রমণী, আমার হেলানো ভুরুর প্রণয়, আমার দুষ্টুমিভরা চোখের প্রেম...
আমি সর্বদা তোমার গুণ গাইবো
আমি, এই ভগ্ন হৃদয়ের প্রেমিক, অশ্রুভরা চোখের মুহিব্বি (প্রেমিক), আমিই তো সুখী।"

কবিতাটি সামুতে প্রকাশ করেছিলেন ২০১৬ সনে রেজাউলবেষ্ট নামে একজন ব্লগার সুত্র : Click This Link

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ কী কবিতারে বাবা

প্রেম ভালোবাসা উপছে পড়ছে একেবারে। যাই হোক এদের সম্পর্ক শেষ পর্যন্ত টিকে ছিল

কবিতাটি অসম্ভব সুন্দর ছিল।

৭| ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:৩৫

কামাল১৮ বলেছেন: সুলতান সুলেমান কোন ধর্মে বিশ্বাসী ছিলেন।সেকি মুসলমান ইহুদী না খৃষ্টান।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের দিনের রাজা বাদশাদের ধর্মের ঠিক নাই

৮| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুলতানের হারেমে থাকার এমন আকাঙ্খা !!!
.....................................................................
আহারে ! আধুনি ক নারীর এ কে মন আর্তনাদ ?

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হেহেহেহে

এত সিরিয়াসলি নিয়েন না। অই প্রাসাদটা দেখে লিখছিলাম। আমি আধুনিক না। ব্রিটিশ আমলের মানুষ

৯| ৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: হুররাম কবিতা ভালো হয়েছে। গরমের দিনে একটি কবিতা কিছু ভালোলাগার ক্ষণ এনে দিতে পারে।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

১০| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক দিন অগে শুনা আপনার সুপ্রিয় বড় ও ছোট ছেলের নামের মধ্যে ভুল করায় দু:খিত ।
তাদের জন্য শুভকামনা রইল ।
গুররেম সুলতানকে নিয়ে বাংলাদেশে টিভি সিরিয়াল হয়েছে এটা জানা ছিলনা ।
নিশ্চয়ই তাকে সকলেই ভাল করে চিনে আমার থেকেও ভাল করে ।

২০১৬স এর দিকে আমি প্রথম সামুতে বিচরণ শুরু করি । তখন রেগুলার আনেকক্ষন লাগিয়ে সে সময়কার
ও তারো আগেগার অনেকের মুল্যবান লেখা আমি পাঠ করতাম । অনেকের লেখা আমি প্রিয়তে নিয়ে যেতাম
পরে কন সময় কাজে লাগবে বলে ।
এখন এ পোষ্টে দেখলাম আনেকেই হুররেম সুলতান বিষয়ে আপনাকে কিছু প্রশ্ন করেন । তাঁরা উইকিডিডিয়া
হতে এই বিখ্যাত ঐতিহাসিক ব্যত্বিত্বটির বিষয়ে অনেক গুরুত্বপুর্ণ তথ্য দেখে নিতে পারেন ।
এখানে সামুতে তার বিষয়ে ২০১৬ সালে প্রকাশিত একটি মুল্যবান লেখার লিংক তুলে দিলাম ।
লিংক ফলো করে অনেকেই দেখতে পাবেন সামুতেই তার বিষয়ে আনেক তথ্য প্রোথিত হয়ে আছে ।
হুররেম সুলতান -উসমানীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর নারীদের মধ্যে একজন
লিংকটি যদি আরো ডিভাইসে কাজ না করে তাহলে সেখানে থাকা হুররাম পরিচিতির সংক্ষিপ্তসার নীচে দেখে যাবে।

হুররেম সুলতান রোক্সেলানা হিসেবেও পরিচিত।"রোক্সেলানা" সম্ভবত তার মূল নাম নয় বরং তার ডাকনাম ছিল,
যা তার রুসাইন বংশসূত্রকে নির্দেশ করত।১৬শ-শতাব্দীর পরবর্তী এবং ১৭শ- শতাব্দীর শুরুর দিকে তুর্কি বিষয়ে
গবেষক পোলিশ কবি সামুয়েল ত্বারদভস্কির দেয়া তথ্য অনুসারে, হুররেম সম্ভবত কোন ইউক্রেনীয় অর্থোডক্স
ধর্মযাজক পিতার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি পোল্যান্ড রাজ্যের রুথেনীয় ভয়ভডেশিপের প্রধান শহর ল্বও-এর
৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বের রুহাটাইন নগরীতে জন্মগ্রহণ করেন (বর্তমান পশ্চিম ইউক্রেন)।১৫২০-এর দশকে
ক্রিমিয়ার তাতাররা ওই এলাকার একটি তড়িৎ অভিযানের সময় তাকে বন্দী করে একজন দাসী হিসেবে নিয়ে
আসে (সম্ভবত প্রথমে ক্রিমিয়ার নগরী কাফফায়, যা দাস ব্যবসার একটি প্রধান কেন্দ্র, এরপর কনস্টান্টিনোপলে)
এবং তাকে প্রথম সুলাইমানের হারেমের জন্য বাছাই করে।
অল্প সময়ের মধ্যেই রোক্সেলেনা তার মনিব সুলায়মানের সুনজরে চলে আসেন এবং সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের
ঈর্ষার পাত্রীতে পরিণত হন। শীঘ্রই তিনি সুলায়মানের প্রিয়তম সঙ্গিনী বা হাসেকি সুলতান হয়ে ওঠেন। সুলতানের
উপর হুররামের প্রভাবের কথা দ্রুত আশেপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ে। তিনিই সুলতানের সর্বাধিক সংখ্যক
সন্তানের জন্ম দেন।

শুভেচ্ছা রইল

০৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ টিভিতে প্রচার হত এটা। মাঝে মাঝে দেখতাম। সবচেয়ে কষ্ট লেগেছে যখন সুলতান নিজ পুত্রকে ফাঁসি দিল। হিংসা, বদনাম, একজনের জন্য অন্যজন মৃত্যুর ফাঁদ তৈরী। কী ভয়ংকর ছিল এদের জীবন যাপন।

ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকুন

১১| ০২ রা মে, ২০২৪ রাত ১২:১৪

সাইফুলসাইফসাই বলেছেন: মুগ্ধু!

০৫ ই মে, ২০২৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

১২| ০৫ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৯

রানার ব্লগ বলেছেন: আপনি হুররাম হতে চাইলেন? একজন দাসী যাকে কি না বিয়ে বহির্ভুত গর্ভবতী করা হয়েছিলো।

০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু মিয়া আপনার এসব কী উল্টা পাল্টা কইতাছেন। চরিত্র যার যার তার তার। প্রেমের কবিতা লিখলাম তাও এসব কী কথা বার্তা হুহ

১৩| ০৫ ই মে, ২০২৪ বিকাল ৫:৪৭

রানার ব্লগ বলেছেন: ও আইচ্ছা এইডা প্রেমের কবিতা, আমি ভাবলাম আপনি আসলেই হুররাম আর আপনার জামাই রে সুলতান সুলেমান ভাবতাছেন। চরি গো আফা!!!

১২ ই মে, ২০২৪ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.