নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

স্ট্রিট ফটোগ্রাফি--৩

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯















মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ৫ ও ৬ নম্বর ছবিটা বেশি ভালো লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

অর্ক বলেছেন: ঠিক ভাই। পাঁচ নাম্বার ছবিটা street photography club' facebook.com গ্রুপে গ্যালারিতে অন্তর্ভুক্ত হয়েছে।ধন্যবাদ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

কামরুননাহার কলি বলেছেন: সব গুলো ছবিই ভালো লেগেছে। তবে ওপরের থেকে ২ নং এবং ৪ ছবি দুটির রহস্যটা বুজলাম না।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

অর্ক বলেছেন: দুই নাম্বার ছবিতে দূরে তৃতীয় মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এটাই যা হোক একটা বিশেষত্ব। চারে কিছু নেই, কোলকাতায় কলেজ স্কোরারে হাঁটতে হাঁটতে তোলা।
স্ট্রিট ফটোগ্রাফি!!!
ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

কামরুননাহার কলি বলেছেন: ও আচ্ছা এবার বুঝছি ভাইয়া।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

অর্ক বলেছেন: হ্যা এবার বুঝছেন! হা হা হা।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ
চিত্র ধারণ।
রঙ্গীন যুদে সাদা কালো
একটু ব্যতিক্রম তাই না?

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

অর্ক বলেছেন: না না না ব্লগার বন্ধু স্ট্রিট ফটোগ্রাফি সাদাকালোই হয় মূলত। আপনি একটু নেটে পরীক্ষা করে দেখবেন বিশ্বসেরা ফটোগ্রাফাররা সাদাকালোই রেখেছেন তাদের ছবিগুলো।
অনেক ধন্যবাদ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

মরুচারী বেদুঈন বলেছেন: কত সালের?

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

অর্ক বলেছেন: ২০১৬-১৭। ধন্যবাদ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগছে, এবং ভাবছি আমিও ষ্ট্রিট ফটোগ্রাফি করবো।

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

অর্ক বলেছেন: অবশ্যই! অনেক ধন্যবাদ।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।।

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

তাসবীর হক বলেছেন: শেষের দুইটা বেশি ভালো লাগল...সাদাকালো কোন বাচ্চার ছবি দেখলে আমার শুধু যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর কথাই মনে পড়ে

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। আগামীতে রঙিনও পোস্ট করবো।
শুভকামনা।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

গরল বলেছেন: ভাই ভালো লাগল, কিন্তু সাদাকালো কেন, আগে শুনতাম যে ফটোগ্রাফার রা ডিফেক্টেড ছবিগুলোকে সাদাকালো করত ফ্লসটা ঢাকতে। জাস্ট ফান করলাম, কিন্তু ছবিগুলোতে কেন জেন একটা দু:খ দু:খ ভাব এসেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

হাসান রাজু বলেছেন: প্রথম ছবিটা !!!!!

চাহনিটা সবার কাছেই অতি পরিচিত । কিন্তু ব্যাখ্যা করে বলতে পারছি না । কিছুটা বিরক্তি, বাকিটা আগ্রহ ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

অর্ক বলেছেন: আগ্রহ কম ছিল,বিরক্তিই বেশি! হা হা। ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার।
আমার ফটোগ্রাফির শখ আছে; কিন্তু সাধ্য নেই।


রাজীব নুর বলেছেন: ৫ ও ৬ নম্বর ছবিটা বেশি ভালো লাগলো। - আমিও তাই বলতে চেয়েছিলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ। কিছুটা ঠিকই বলেছেন। বর্তমান মিররলেস টেকনোলজি'র ক্যামেরায় এক মাঠ মানুষের নয়েজ ফ্রি ছবি তোলা সম্ভব! ভালো দামি ক্যামেরা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.