নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

নারী

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১



নারী,
আমি ভালবাসি তোমাকে
এই সত্য কখনও যাবে না ক্ষয়ে
তুমি জননী সহোদরা প্রেমিকা স্ত্রী কন্যা
কতো রূপে প্রতিনিয়ত ঋদ্ধ করে চলেছ জীবন।
অফিস আদালত বাস ট্রাম রাজপথ
সর্বত্রই তুমি আছো- গৌরবে দৃপ্ত, ভাস্বর
কাঁধে কাঁধ মিলিয়ে চলেছ সহচারী
যেখানেই যাই, দাঁড়াই, করি যাত্রা বিরতি।

নারী,
আমি ভালবাসি তোমাকে
আমি ভালবাসি আমার স্নেহময়ী মাকে
প্রাণের সহোদরাকে, প্রিয়তমা প্রেয়সীকে
হৃদয়সম আত্মজাকে- প্রাণাধিক ভালবাসি
আর এই ভালবাসা কখনও যাবে না ক্ষয়ে;
কারণ তুমি নারী; শুধু তুমিই পারো ভালবাসতে
নিঃস্বার্থ, অকৃত্রিম- সারাটি জীবন ধরে কিন্তু
পুরুষ পারে না, পুরুষ পারেনি কোনওদিন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নারী মানে বিশ্ব মা।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় ব্লগার। আচ্ছা আপনার সেফ জেনারেল সমস্যা কি মিটেছে? এই ব্লগে খুব কঠিন একটা সময়ে আপনাকে পাশে পেয়েছি। আজ কাল পরশু জীবনভর আমি ঋণী থাকবো। ঘটনাটা মনে পড়লে খুব ভালো লাগে।
শুভকামনা নিরবচ্ছিন্ন।

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০

অবনি মণি বলেছেন: হুম।আমরা নারী।
সুন্দর লেখা।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

অর্ক বলেছেন: আপনারা সহদরা! অসংখ্য ধন্যবাদ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২০

জাহিদ অনিক বলেছেন:


একজন নারী অনেকভাবে একজন বা অনেকজন পুরুষকে ভালোবাসতে পারেন। কিন্তু পুরুষ পারেন না- ঠিকই বলেছেন।
পুরুষের দিয়ে ঐ জিনিসটা হয়ে ওঠে না, সে গুলিয়ে ফেলে।
প্রত্যেক পুরুষের জীবনেই একজন নারী জরুরী; কেউ কেউ অবশ্য বলে কেবল নাকি সফল পুরুষদের পিছনেই একজন নারীর অবদান থাকে।


কাব্যকথামালা ভালো লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

অর্ক বলেছেন: দারুণ বলেছেন কবিবর। পুরুষের ভালবাসায় কমবেশি কিঞ্চিত হলেও স্বার্থ থেকেই যায়। ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

আমি একটা কবিতা লিখেছি। তার প্রথম লাইনটা এই রকমঃ

সরস্বতী পুজাতে তুমি শাড়ি আর
আমি পাঞ্জাবি পড়ে ঘুরবো দুজনে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। তালিকা কবে পাচ্ছি?

৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: না "সেফ" হতে পারিনি। এই নিয়ে আফসোস নেই। মডু যখন ইচ্ছে সেফ করবে। কমেন্ট করতে পারছি এই জন্য মডুদের ধন্যবাদ।।।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

অর্ক বলেছেন: আপনার ব্যাপারটা বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করা হোক। আপনি খুবই নিবেদিত ব্লগার ছিলেন। আগেও আপনার থাকাটা গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)র মতো গুরুত্বপূর্ণ নিবেদিতপ্রাণ ব্লগারকে আবার স্বাভাবিক ব্লগিং করতে দেয়া হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.