নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

এবার কিছু বলো রুমা

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

বলো, এবার কিছু বলো রুমা
আর কতো নীরব থাকবে
লজ্জায় মুখ ঢাকবে দুহাতে
দেখো, 'ভালবাসি ভালবাসি’ বলে
কাঁদছে ক্রন্দসী দুজনের
তুমি কি শুনতে পাচ্ছ না!
রাস্তার পাশে আকাশ ছোঁয়া মেহগনি গাছটা
দীর্ঘ অপেক্ষায় ছোটো হতে হতে
আবার চারাগাছ হয়ে পড়েছে
বিগত বিরাট লাল সূর্যটা এখন
নিছকই একটা ক্ষুদ্র পিংপং বল
দিব্যি এঁটে গেছে তোমার হাতের মুঠোয়!
সূর্যকে মুঠোয় নিয়ে গুবরেপোকার মতো
বুকে ভর করে হেটে চলেছ তুমি
পৃথিবীর সবচেয়ে ক্ষীণকায় পথে।
ও পথে হেটো না রুমা
ও পথ ভীষণ বন্ধুর ভীষণ ঝঞ্ঝাটে
তারচে’ এসো এই আলোর মহাসড়কে
এখানে অফুরন্ত রোদ্দুর, বিরাট লাল সূর্য
মাথার ‘পরে, এখানে মুছে গেছে জীবনের
সব পরাজয়, সব ব্যথাভার
আর এইখানে আমি শুধু তোমার...
বলো, এবার কিছু বলো রুমা
তোমাকে বলতেই হবে।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

আটলান্টিক বলেছেন: ভাইয়া প্রথম পড়লাম

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

অর্ক বলেছেন: চা খাবেন নাকি একটু?

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

আটলান্টিক বলেছেন: না ভাইয়া থাক।আমি চা খাইনা। :) :)

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

অর্ক বলেছেন:

তা হলে আমিই খাই! হা হা হা। অনেক ধন্যবাদ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: বাহ বাহ অনেক সুন্দর কাব্য ভাইয়া।

এরপর রুমা কিছু বললে সেটা নিয়েও কবিতা পড়তে চাই। :)

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

অর্ক বলেছেন: আরে আপনাকে এখনও ব্লক করিনি! আশ্চর্য! হা হা হা। ধন্যবাদ। অবশ্যই।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

শায়মা বলেছেন: ব্লক করোনি মানে কি?

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

অর্ক বলেছেন: না না এমনি। ভেবেছিলাম যে, একটা তিক্ততা থেকে আবার ঘোর বাবুর মতো কালো তালিকাভুক্ত করলো নাকি। ব্লগের একজন জনপ্রিয় কবিকে দেখলাম সবাইকে "ভাইয়ু ভাইয়ু" বলে বেড়াচ্ছে। বুঝলাম "শায়মা'স ডিজিজ" এ আক্রান্ত। নাম বলবো না, তার মাথায় শাদা একটা টুপি।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে অর্ক ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। চেষ্টা করছি।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া মাঝে মাঝে তোমার কথা শুনে ভীষন হাসি। দুয়েকবার বিরক্তও হয়েছি বটে যা আমি কখনও বলতে চাইনি বা চাইনা।
অধিকাংশ সময়ই তোমার কথা বুঝতে আমার একটু সময় লাগে। একটু অন্যভাবে কথা বলো তুমি। ভাবোও হয়তো একটু আলাদা। অন্য সবার থেকে একটু আলাদা রকম।

যেমন বললে,
লেখক বলেছেন: আরে আপনাকে এখনও ব্লক করিনি! আশ্চর্য! হা হা হা। ধন্যবাদ। অবশ্যই।

অবাক হলাম আমাকে ব্লক করতে চাও কেনো? আমি তো তোমার মত লাফ দিয়ে তোমাকে নিয়ে বা তোমার কোনো কার্য্যকলাপ নিয়ে কোথাও কিছু বলিনি! :P

আবার উত্তরে বললে যখন,
১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪ ০

লেখক বলেছেন: না না এমনি। ভেবেছিলাম যে, একটা তিক্ততা থেকে আবার ঘোর বাবুর মতো কালো তালিকাভুক্ত করলো নাকি।

তখন মনে হলো তুমি ভেবেছিলে তোমাকেই আমি ব্লক করেছি বুঝি। যদিও ঘোর বাবু কে আমি জানিনা তবে হ্যাঁ ঘোরেও আমি থাকি না। যত পাগলামী, দুষ্টামী বা আন্তরিকতাই কথা বলি না কেনো না ভেবে কখনই যা মনে আসে লিখে দেই না।

যাইহোক এবার আসি শায়মা ডিজিজে ...... হা হা হা

(ব্লগের একজন জনপ্রিয় কবিকে দেখলাম সবাইকে "ভাইয়ু ভাইয়ু" বলে বেড়াচ্ছে। বুঝলাম "শায়মা'স ডিজিজ" এ আক্রান্ত। নাম বলবো না, তার মাথায় শাদা একটা টুপি।)

জানিনা তুমি কোন জনপ্রিয় কবির কথা বলছো যে ভাইয়ু ভাইয়ু করে। তবে অজনপ্রিয় বা অনেক অখ্যাত কবি তথা অং বং নিককেই দেখেছি শায়মা ডিজিসে আক্রান্ত হতে। হা হা হা হা তবে ইদানিংকালে দেখছি না কাউকে। সত্যি বলতে আই এম মিসিং দেম....

ধ্যাৎ কেউ যদি হিংসাই না করলো , কেউ যদি আমার ডিজিজেই না আক্রান্ত হলো তাইলে কিসের সাকসেস বলো?? :(

আরও একটা ব্যাপার আছে, হিংসা বা আমাকে নিয়ে নেগাটিভ কার্যকলাপ আমাকে পজিটিভ কাজ করতে উদ্দীপিত করে যেমন আমার ছবি আঁকার ব্যাপারটাই দেখো.....

নিজের বই এর প্রচ্ছদের জন্য একটু প্রাকটিসিং করিতেছিলাম কিন্তু এই আঁকা আঁকি নিয়ে হিংসিত ঘটনাবলী আমাকে অবিশ্বাস্য উন্নতি দান করলো মানে আমি সেই নেগেটিভ কর্মকান্ডে পজিটিভলী উদ্দিপীত হয়ে রেগুলার মন দিয়ে চর্চা শুরু করলাম। এটা একটা এক্সাম্পল তোমার দেখা বলে এটা বললাম। এমন আরও অনেক অনেক আছে! :)

যাইহোক মাথায় সাদা টুপি , পায়ে কালা মোজা বা হাতে লাল নীল ঝান্ডা যা খুশি নিয়ে আসতে দাও আমার কাজ আমি করে যাবো যতদিন আমার ভালো লাগে। :) আর হ্যাঁ অবশ্যই লুজারদের জন্য সময় নাহি! :) :) :)

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

অর্ক বলেছেন: সব কথাই ঠিক। সেটাই বলছি। ভেবেছিলাম, হয়তো আমার লেখায় আর মন্তব্য করবেন না! মজা করে বললাম। ভুল বুঝবেন না। একজনকে দেখলাম অবিকল আপনার মতো 'ভালো থেকো ভাইয়ু।" বলছে প্রতিমম্তব্যে। বুঝলাম আপনার দেখে দেখে। হা হা হা।

প্রত্যেক মন্তব্যে ওই কথা টানা ঠিক না! কমপক্ষে দশবার আপনাকে বিভিন্ন সময় দেখেছি, উর্বরি, আঁকাআঁকি, হেন তেন!

যাক ভালো থাকেন। ধন্যবাদ।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: হুম জানি জানি আমি ঠিকঠিকই বুঝেছি। :)

আর তোমার লেখায় মন্তব্য করবো না কেনো!!!!!! :P


তবে হ্যাঁ কোন কথার আবার কি গড়বড় মানে করো তাই কথা বলতে একটু বেশীই ভাবতে হয় তোমার ক্ষেত্রে ভাইয়ামনি। হুট করে রেগে মেগে অনেক কিছুই বলতে দেখেছি তোমাকে তারপর ভুল বুঝে ভুল স্বীকার করতেও দেখেছি। যা পরবর্তীতে সুরাহা হলেও প্রথম চোটে সহ্য করা অনেকের জন্যই অনেক সময় কষ্টকর!

আর আমার মত ভাইয়ু ভাইয়ু যারা করে তারা আসলেই বিনোদন। আমাকে ডুবাতে গিয়ে আমাকে ভাসিয়ে দেয় আরও আরও। হা হা হা আর মোটামুটি সবাই জানে তারা পরগাছা।

যাইহোক আমাকে উর্বী, আঁকাআঁকি এসব নিয়ে আর কথা বলতে না করেছো কিন্তু তোমাকে দেখলেই আমার সেসব মনে পড়ে যায়। তুমি সেই ঘটনার সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছো ভাইয়ামনি!! কি করি এখন!!!!! :P

যাইহোক আমাকে নানা সময় নানা স্ট্রেইট ফরওয়ার্ড উপদেশ দিয়েছো তুমি। এইবার তোমার জন্যও একখানা উপদেশ দেই। তোমাকেও দেখেছি হুট করে যেকোনো নেগেটিভ কমেন্ট করে বসতে যেটাকে তুমি মনে হয় স্ট্রেইট ফরওয়ার্ডনেস বলে মনে করো এবং ভুল করো।

যেমন কিছুদিন আগে চানাচুরের সাথে তোমার কমেন্ট বিনিময় নিয়ে আমি হাসতে হাসতে শেষ। যদিও কিছু বলিনি আরও গন্ডোগোল লাগবার ভয়ে। যাইহোক এসব কারণেই বলছি তোমাকে আরও একটু ধীরে সুস্থ্যে পোস্ট পড়ে অনুধাবন করে যাচাই বাছাই করে কমেন্টো করিতে হইবেক ভাইয়ামনি!!!! নইলে আমিসহ অনেকেই ভয়ে পালাবে! :P

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

অর্ক বলেছেন: যাক আপনার জন্য সেই মন্তব্যটাই তুলে দিচ্ছি,
"লেখক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ও ভালোবাসা জানবে ভাইয়্যু।" মন্তব্যটা দেখেই বুঝলাম, আপনার সাথে আড্ডার ফল! আগে আমাকে সে আপনি করে বলতো। মন্তব্য পড়ে লজ্জাই পেলাম। এই সাধারণ মজার বিষয়টা, হতে পারে আমার যথাযথ উপস্থাপন করতে না পারার দুর্বলতায় আপনি শুরুতে উল্টাপাল্টা বুঝে বসেছেন!
আমার জন্য খুব ভালো পরামর্শ নিঃসন্দেহে। আমরা কেউ পারফেক্ট নই। আমিও নিজেকে সংশোধন করার চেষ্টা করবো। আপনি প্রকৃত অর্থে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলেছেন। কারণ আপনি জানেন যে, আমি নিজেকে সংশোধন করতে পারবো। 'চানাচুর' 'শায়মা' বিষয় নয়! একসাথে কিছু করলে পরস্পরের মাঝে এরকম ছোটখাটো তিক্ততা, ভুল বোঝাবুঝি হতেই পারে, হবেও। আমি ব্লগকে অনেকের মতো আদৌ কোনও খাবার জিনিস মনে করি না!
আমিও আপনার প্রকৃত একজন শুভাকাঙ্ক্ষী। অনেক সময় ব্লগে হয়তো আপনি আমাকে বুঝতে ভুল করেছেন।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

মিথী_মারজান বলেছেন: সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

অর্ক বলেছেন: ধন্যবাদ বোন।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আমাদের সাথে একটা মেয়ে পড়তো- রুমা নাম।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ভ্রাতা।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন:

বাহ। চমৎকার কাব্য।
রুমারা কথা বলে না, হাটে যেদিকে ইচ্ছে।

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আমাদের সাথে একটা মেয়ে পড়তো- রুমা নাম।


আমাদের সাথেও একটা মেয়ে পড়তো রুমা নামে। এক মাস আগে বিয়েথা করে সংসারী হয়েছে।
মেয়েটা ভালো ছিল। এখনও ভাল আছে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

অর্ক বলেছেন: গিনিপিগ হয়ে বাঁচবেন না কবিবর! এতো বিদ্যা বুদ্ধি নিয়ে গিনিপিগ হয়ে বাঁচবেন না! যা রং, তাকে তাই বলবেন। সাদা সাদা, কালো কালো। এর ওর ব্যক্তিগত ভুল ধরতে গেলে পুরো ব্লগ আমি বন্ধ করে দিতে পারবো। কিন্তু এ ধরণের নোংরামি আমার দ্বারা সম্ভব নয়!
গিনিপিগ হয়ে বাঁচবেন না।
কবিতায় আপনার ভালো লাগা আমাকে অভিভূত করলো।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

জাহিদ অনিক বলেছেন:


এর ওর ব্যক্তিগত ভুল ধরতে গেলে পুরো ব্লগ আমি বন্ধ করে দিতে পারবো। কিন্তু এ ধরণের নোংরামি আমার দ্বারা সম্ভব নয়!



কি ব্যাপার ! কি হয়েছে অর্ক সাহেব ?

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

অর্ক বলেছেন: আপনি মুক্তমঞ্চেও অবশ্যই লেখা শুরু করেন। খুব ভালো সাইট। ওপার বাংলার সাইট। অত্যন্ত ভালো কবিতা নিয়মিত প্রকাশ হতে দেখি। অনেক উচ্চমানের কবি আছে। আপনার লেখার মান আরও ভালো হবে নিঃসন্দেহে।
ধন্যবাদ।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

জাহিদ অনিক বলেছেন:

মুক্তমঞ্চ এর লিঙ্ক টা একটু দিয়ে রাখবেন প্লিজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.