নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আবার দেখা হবে কোনও এক পথের বাঁকে

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

রুমা,
কতোদূরে যাবে তুমি একা একা
কোনও এক পথের বাঁকে ঠিক খুঁজে পাবে আমাকে
পৃথিবীর সমস্ত ঘড়ির কাটা আবার সেদিন থেমে যাবে, আর
আর আমাদের মাথার 'পর রৌদ্রময় সুবিশাল আকাশটা সত্যি সত্যি
শিল্পীর নিপুণ তুলিতে আকা ক্যানভাসে একটি নয়নাভিরাম ছবি হয়ে যাবে
কখনও কোনওদিন কোনও কালো মেঘ আর আসবে না তাতে, আর
আর আমাদের পৃথিবী থেকে মুছে যাবে সমস্ত ভুল ও নষ্ট আঁধার
মুছে যাবে বিগত জীবনের যতো পাপ ও অভিশাপ।
সেদিন তুমি আমাকে কড়ি ফুলের একটি মালা পরিয়ে দিয়ো।
রুমা,
তুমি কতোদূরে যাবে, না বলে 'ভালবাসি'!
তোমার অপলক দুটো চোখ মাছের চোখের মতো জেগে থাকে
সেখানে থেমে যায় পৃথিবীর সমস্ত কুটিল, শাপিত ঘড়ির কাটা, আর
আর চারপাশের মানুষগুলো সব একেকটি বাতাসে ঠাসা বেলুন হয়ে যায়
নড়েচড়ে, বাতাসের আনুপাতিক দোল খায় কিন্তু আদতে কোনও প্রাণ নেই...
তুমি ওই দুটি চোখে কোনওদিন ঝর এনো না রুমা, করুণ অশ্রুধারা
তারচে' অপেক্ষায় থেকো, একদিন পথের বাঁকে ঠিক দেখা হবে দুজনের।
সেদিন তুমি আমাকে কড়ি ফুলের একটি মালা পরিয়ে দিয়ো।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






পুতিন বলছেনঃ অপেক্ষা আর অপেক্ষা।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

অর্ক বলেছেন: নিটোল স্বর্গীয় ভালবাসা! ব্যাখ্যা নেই যার!

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কাব্য উপহার দিয়েছেন ভাই,
মুগ্ধতা জানিয়ে গেলাম কথামালায়

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কবিবর। শুভকামনা।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: রুমা কে?
এর আগেও আপনি রুমাকে নিয়ে লিখেছেন।

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

অর্ক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

জনৈক অচম ভুত বলেছেন: যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
কবিতা ভাল লেগেছে।

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

অর্ক বলেছেন: একেবারে শতভাগ সত্যি কথা। অশেষ ধন্যবাদ ও শুভকামনা ব্লগার বন্ধু।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

অবনি মণি বলেছেন: সুন্দর।চালিয়ে যান।

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো বাসার অপেক্ষা মিষ্টি হয়। কবিতায় + + +

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা। শুভকামনা সতত।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

অর্ক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

জাহিদ অনিক বলেছেন:


তোমার অপলক দুটো চোখ মাছের চোখের মতো জেগে থাকে
- সুন্দর উপমা।

তোমার এ আখির মত আকাশের দুটি তারা চেয়ে থাকে রাতভর নিশিথে তন্দ্রা হারা

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১১

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.